
তুমি আছো গ্রীষ্মের তীব্রতায়, আছো পৌষের শৈত্যপ্রবাহে।
তুমি আছো হেলেনের ট্রয় নগরীর বুকে-
আছো ঐতিহাসিক মহেঞ্জোদারোর অতল মানচিত্রে;
তুমি আছো ভিসুভিয়াসের নিবিড় , শান্ত বলয়ে।
তোমার বুকের অজস্র শব্দের ঝংঙ্কার-
অন্তরিন্দ্রিয়ে বাঁশরী বাজে রাখালের অতৃপ্ত অধর ছুঁয়ে;
তুমি আমার ক্ষতবিক্ষত হৃদয়ের বালুকাবেলা;
তোমায় ছুঁয়ে হাজারো প্রেমিক-যুগল হংসমিথুন সেজে –
কৃষ্ণ কালো মেঘের সরোবরে জলকেলি খেলে।
তুমি আছো লোনা জলে ভেজা কপোলের খাদে,
জোনাকির জ্বলে ওঠা মায়াবী আলোকসজ্জায়।
তুমি আছো পুরাণের উপাখ্যান জুড়ে-
আছো শানবাঁধানো ঘাটের বিরহী শালিকের বেশে;
তোমায় নিয়ে দ্বিগবিদিক- পীচঢালা পথের পাগল।
তোমার বুকের বহ্নিশিখায় জ্বলছে অবিরত-
মুক্তির শপথে উদ্ভাসিত লক্ষ সজীব প্রাণ।
তুমি আছো স্বাধীনতার বিজয়-অশ্রুগাঁথায়;
তুমি আছো কোকিলের কুহু কুহু তানে-
আছো তিন-প্রহরের লজ্জাহীন শাপলা-শালুকের আমন্ত্রণে।
তোমার আঁচলে নীলপদ্ম ফোঁটে নব-আলোড়নে;
তুমি পরিযায়ী ডানায় ক্ষুধার্তের আকুলতা;
তোমার জমিনে নতুনের কেতন ওড়ে নবান্নের উৎসবে।
তুমি আছো রজঃস্বলা পূর্ণিমার উলঙ্গ চাঁদের আবক্ষ জুড়ে;
আছো অমাবস্যার ঘুটঘুটে উড়ানিতে।
তোমার জরায়ুতে ঘুমিয়ে আছে অনাগতের আগমনী বার্তা;
তুমি আছো রাধা-কৃষ্ণের প্রেমলীলায়, আছো চন্ডীদাস-রজকিনীর অপেক্ষার প্রহর জুড়ে।
একাকীত্বের মূর্ছনায় শব্দের মাতন ছড়িয়ে দাও বেলাশেষের গোধূলি-আবিরে।
সন্ধ্যার শাঁখ-উলুধ্বনিতে মিশে আছো প্রদীপের আলোয়;
দিগন্ত জোড়া ঢেউ খেলানো সবুজের পাড় আর হলুদাভ জমিন ঘিরে রয়েছো অনাদিকাল।
ভাটিয়ালি, ভাওয়াইয়ার স্বরলিপিতে তোমার অবগাহন অষ্টপ্রহর;
তুমি আছো উত্তপ্ত মরুর বুকে, আছো বরফে আচ্ছাদিত পেঙ্গুইনের রাজকীয় চলনে।
সুউচ্চ পিরামিডের নৈস্বর্গিক দৃশ্যে তোমার পদচারণা অবিরত।
তুমি আছো নায়াগ্রার জলপ্রপাতের আত্মহননে; তুমি আছো মিশে আমাজনের অক্সিজেন ভান্ডারে।
ইংলিশ চ্যানেলের অদম্য সাঁতারুর বুকে তুমি সাহসের বহ্নিশিখা;
তুমি দশ মাস, দশ দিন মাতৃ-জঠরে লালিত স্বপ্নের বুনিয়াদ।
কবিতা তুমি আমার বসন্তের ফল্গুধারা,
শ্রাবণের অঝোর বারিধারা।
কবিতা তোমায় নিয়ে সময়ের পেন্ডুলাম বয়ে চলে সুপ্রাচীন থেকে অসীমে।
ছবি-গুগল
২৭টি মন্তব্য
হালিমা আক্তার
জীবনের সব কিছুতেই কবিতা জড়িয়ে আছে। কবিতার শব্দ মালায় প্রকৃতি হয়ে ওঠে আরও অপরূপা। কবিতা প্রকৃতিকে দিয়েছে প্রাণের স্পন্দন। শুভ কামনা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ও ভালোবাসা আপু। সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি
বন্যা লিপি
একমাত্র তোমাতেই খুঁজি জীবনের যত না বলা
না পাওয়া
না প্রকাশিত হিন্দোলিত তপবনের ছায়া……
কলম চলুক তবে তোমারেই গঠনে যত আঁচড়।
শুভস্য নিরন্তর🌺🌺🌺
সুপর্ণা ফাল্গুনী
একদম মনের কথা বলেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য 💐💐। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা রইলো
বন্যা লিপি
দিভাই,,ভালো থাকুন না কইলে হয়না?
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা আর কমু না। শুভ রাত্রি
দালান জাহান
বিশ্বাস করুন…
প্রথমে তাকে প্রেমিক ভেবেছিলাম
কিন্তু আরেকটু হাঁটার পর
তাকে ভেবেছিলাম বীর অথবা দেশপ্রেমিক…
আকুলতা ও রোমাঞ্চকর প্রণয়নদে এসে
তাকে লাগছিলো বিরহ ভেঁজা শালিকের মতো…
মরুর বালি আর সবুজ পাহাড়ের পর
তাকে আমি আকাশ অথবা মেঘ ভেবেছিলাম…
জলপ্রপাত আর আত্মহননের পর
তাকে ভেবেছিলাম আমার প্রেতাত্মার ছায়া….
কিন্তু অক্সিজেন আর মায়ের জঠরে
অদম্য সাঁতারে পর তাকে আমি খোঁজে পেয়েছি
আমার ঈশ্বরের কাছে।
তারপর তার পরিচয় সমস্ত সৃষ্টিলোকে…!
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ একটি মন্তব্যের জন্য অপরিসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। খুউব ভালো লাগলো । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ রাত্রি
বোরহানুল ইসলাম লিটন
সবখানে মিশে আছে
হে কাব্য তুমি!
তাইতো রণনে যাই
অনভবে চুমি।
ভীষণ সুন্দর উপমার সমাহার প্রিয় কবি।
আন্তরিক মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায়।
সুপর্ণা ফাল্গুনী
পাশে থাকার জন্য নিরন্তর কৃতজ্ঞতা। অফুরন্ত শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
প্রদীপ চক্রবর্তী
তুমি আছো কবিতায়!
যেখানে আছে সৃষ্টির সম্ভার।
.
খুবি ভালো একটা কবিতা পড়লাম।
ভালো লাগলো,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর তবে একটু বড় মনে হলো কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
“কবিতা তুমি আমার বসন্তের ফল্গুধারা,
শ্রাবণের অঝোর বারিধারা।
কবিতা তোমায় নিয়ে সময়ের পেন্ডুলাম বয়ে চলে সুপ্রাচীন থেকে অসীমে।”
উপরেরটুকু কুলিয়ে উঠতে না পারলেও এই তিন লাইনে প্রাণ আকু-পাকু অবস্থা।
যাক লিখলেন অবশেষে!
সুপর্ণা ফাল্গুনী
আহ্ এমন অপেক্ষমান পাঠক পেলে কার না ভালো লাগে?? অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। সব ই আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবিতার অস্তিত্ব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে — “তুমি আছো পুরাণের উপাখ্যান জুড়ে-
আছো শানবাঁধানো ঘাটের বিরহী শালিকের বেশে’;।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরন্তর। শুভ রাত্রি
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদি আপনিও সুস্থ আর ভালো থাকবেন।
তৌহিদুল ইসলাম
কবিতা পড়ছিলাম আর ভাবছিলাম তাহলে সেই তুমিকে আর কোথায় খুঁজবো? সবইতো এনেছেন লেখাতে। জাস্ট অনবদ্য কবিতা পড়লাম।
শুভকামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা ও উৎসাহ সর্বদা সাথে থাকে তাইতো লিখি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
রেজওয়ানা কবির
তুনি আছো বলেই তোমাতে জড়িয়ে থাকি, তুমি আছো বলেই তোমায় লিখে মনের সব ক্লান্তি দূর করি, তুমি আছো বলেইতো আমি নামক ব্যক্তিটা আছি। ভালো লিখেছেন দিভাই, শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু 💓💓। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ রাত্রি
আরজু মুক্তা
তুমি ময় কবিতা ভালো লাগলো
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
আশরাফুল হক মহিন
তুমি দশ মাস, দশ দিন মাতৃ-জঠরে লালিত স্বপ্নের বুনিয়াদ।
কবিতা তুমি আমার বসন্তের ফল্গুধারা,
শ্রাবণের অঝোর বারিধারা।
কি অপূর্ব লেখা হৃদয় ছুঁয়ে যায়।
সুপর্ণা ফাল্গুনী
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঈশ্বর সহায় হোন। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি