আমার সাথে তাঁর পরিচয় একটি ফেসবুক সাহিত্য গ্রুপ থেকে। বিভিন্ন পোস্টে লাইক কমেন্টস, অনেকটা লেখালেখির মাধ্যমেই। সেখান থেকে নির্ঝর শব্দের ঢেউ যেন আমাদের একত্র করে দিল। বলছিলাম ব্লগার আরজু মুক্তার কথা। দেখা হয়নি কখনো ভার্চুয়াল জগতের পরিচয়। তবু যেন কত আপন। না দেখেও মানুষকে ভালোবাসা যায় বিশ্বাস করা যায়। আরজু মুক্তা আপার অনুপ্রেরণায় বের হয় যৌথ কাব্যগ্রন্থ নির্ঝর শব্দের ঢেউ। কাব্য গ্রন্থটি প্রকাশ করার ক্ষেত্রে তাঁর অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার কথা বলে শেষ করা যাবেনা। সবাইকে একই প্লাটফর্মে নিয়ে আসা। কবিতা সংগ্রহ, প্রুফ দেখা সত্যিই অবাক করা ব্যাপার। একাজগুলো চলছিল করোনাকালীন লকডাউন এর সময়। বইটি প্রকাশের পর আমাদের সবার কাছে বইটি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নিজ হাতে করেছেন।
সোনেলা ব্লগে আগমন আরজু আপার হাত ধরে। এক কথায় বলা যায় আমার লেখার জগৎটাকে প্রসারিত করার ক্ষেত্রে আরজু আপার ভূমিকা অনস্বীকার্য।
আরজু মুক্তা একজন সব্যসাচী লেখক। তাঁর প্রতিটি লেখাই অসাধারণ। বিশেষ করে তাঁর মুভি রিভিউ গুলো অতুলনীয়। সাথে আছে আজকের চায়ের রেসিপি। রম্য রচনাতেও তিনি কম যান না। তিনি ব্লগের সবার পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়েন। এবং প্রতিটি পোস্টে তাঁর মন্তব্য দেখা যায়।
আরজু মুক্তা সোনেলা ব্লগে যুক্ত হয়েছেন–২ বছর ৩ মাস ২ দিন আগে। তিনি পোষ্ট লিখেছেন-১৪৯টি। মন্তব্য করেছেন-৬০০৬।
সাহস করে লিখলাম। ভুল ত্রুটি মার্জনীয়।
৪৫টি মন্তব্য
বন্যা লিপি
জানলাম আরজু মুক্তা এবং আপনার সম্পর্কে।
শুভ কামনা দুজনের জন্য।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ বন্যা আপা। শুভ কামনা।
আরজু মুক্তা
দোয়া করবেন।
সুরাইয়া পারভীন
আরজু মুক্তা আপু সবাইকে মন্তব্য দানে উৎসাহিত করেন সেই সাথে চমৎকার চমৎকার সব লেখা পোস্ট করেন। অনেক সময় করে লিখেছেন আপুকে নিয়ে। দুজনের জন্যই রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা আপু
হালিমা আক্তার
আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
আরজু মুক্তা
এতো মন্তব্য লিখেও আপনার সমান হইনা।
হা হা
দোয়া করবেন
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আমি থাকতে ও আসন আর কেউ পাবে না কেউ পাবে না না না না না….🤦🤦
ইঞ্জা
সাব্বাস আপনাকে, খুব ভালোভাবেই আরজু মুক্তা আপুকে নিয়ে বিস্তারিত লিখে ফেললেন, সাহস করাটাই ব্লগারের চরিত্র, সাব্বাস আবারো। 😊
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ইঞ্জা
শুভকামনা
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই। দোয়া করবেন
ইঞ্জা
সবসময় দোয়া আপু।
ছাইরাছ হেলাল
ব্লগার্স প্রোফাইল নিয়ে প্রথমে লেখার জন্য অবশ্যই ধন্যবাদ।
আসলে মানবিক সম্পর্কগুলো বিনিসুতোর, কখন যে কোথায় কীভাবে আপন হয়ে যায়, হিশেব নিকেশ ছাড়াই।
তিনি সোনেলাঅন্তপ্রাণ ব্লগার। তার গুণের শেষ নেই। লেখা-পত্রের সব দিকেই তিনি সমান পারদর্শিনী।
আপনাদের দু’জনকেই ইদের শুভেচ্ছা।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
আরজু মুক্তা
দোয়া চলুক….
শুভ কামনা ভাই
সুপর্ণা ফাল্গুনী
ওনার মতো লেখিকা সম্পর্কে কিছু বলার সাহস নেই। সবদিকেই পারদর্শী। আপনাদের দুজনের জন্যই অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ঈদের শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
সত্যি বলেছেন। শুভ কামনা। ঈদ মুবারক।
আরজু মুক্তা
দিদি এভাবে বললে, আমি নিজের কাছে ছোট হয়ে যাই।
দোয়া করবেন।
জিসান শা ইকরাম
ব্লগার আরজু মুক্তা যে আপনার অত্যন্ত সম্মানের একজন ব্লগার তা আপনার লেখায় প্রকাশ পেয়েছে।
স্বল্প সময়ের তুলনায় তিনি অনেক বেশী মন্তব্য দিয়ে সবাইকে উৎসাহ যুগিয়েছেন।
একজন ব্লগার হিসেবে তিনি সফল।
শুভ কামনা আপনার এবং আরজু মুক্তার জন্য।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। ঈদ মুবারক।
আরজু মুক্তা
দোয়া করবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সম্পর্কে অটুট থাকুক
আরজু মুক্তা
দোয়া করবেন
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
আমি তাকে চিনি। আমার শিক্ষক তিনি। সবকিছুই তার অসাধারন! দুজনের জন্যই শুভকামনা।
আরজু মুক্তা
দোয়া করবেন
হালিমা আক্তার
আরজু আপা শিক্ষক তা জানতাম। আপনারাও শিক্ষক তা
জানতাম না, জানা হলো। ছাত্রী শিক্ষক দুজনের জন্য অবিরাম শুভেচ্ছা ও ভালোবাসা।
সাবিনা ইয়াসমিন
আপনার দৃষ্টি দিয়ে তাকে নতুনভাবে জানলাম, তিনি সোনেলার সোনালী ব্লগার। আপনার লেখনীতে তার সমস্তটাই অত্যন্ত আন্তরিক ভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যান্য অনেক ব্লগারের সাথে আপনাকেও তিনি এখানে, এই উঠোনে নিয়ে এসেছেন। ধন্যবাদ তার প্রাপ্য।আপনার মতো একজন ব্লগারকে পেয়ে সোনেলা গর্বিত।
ভালো থাকুন দুজনেই। শুভ কামনা নিরন্তর 🌹🌹
আরজু মুক্তা
দোয়ায় রাখবেন
হালিমা আক্তার
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
আরজু মুক্তা
হালিমা আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। বমার তো ধন সম্পদ নাই। ঐ আন্তরিকতা আর ভালোবাসাটাই আছে। এবং তা দিয়ে চাই মানুষের হৃদয় জয় করতে। আমার কর্মজীবনে, উপর তলা থেকে রাস্তার লোক সবার ভালোবাসা বা শ্রদ্ধা আমি পেয়েছি। এই ভালোবাসা বা ভালো ব্যবহারের জন্য। দোয়া করবেন এমনি যেনো থাকি।
আর আপনার এমন পোস্ট আমাকে মায়ার বাঁধনে বেধেছে। আমি মনে রাখবো চিরকাল। ভালোবাসা সবসময়।
আর আজ যতগুলো গোলাপ ফুটেছে সব আপনার জন্য থাকলো।
হালিমা আক্তার
ধন-সম্পদে চিরস্থায়ী সম্পদ নয়। আন্তরিকতা ভালোবাসা এটাই মানুষের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করি। আমারও কিছুই নাই। শুধু চেষ্টা করি সবার সাথে ভালোবেসে থাকতে। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।
আরজু মুক্তা
★ আমার
দালান জাহান
. খুব ভালো কাজ করেছেন এ বিষয়ে লিখে। আপনাদের দুজনের জন্যই রইলো অনেক অনেক শুভকামনা।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
নার্গিস রশিদ
সত্যি তিনি একজন গুনি লেখিকা।
আরজু মুক্তা
দোয়া করবেন
আরজু মুক্তা
দালাল ভাই দোয়া করবেন
তৌহিদুল ইসলাম
আরজু মুক্তা এবং আপনি আপনারা দু’জনাই সোনেলাকে আপন করে নিয়েছেন। সহব্লগার হিসেবে আপনারা অনন্য। পোষ্ট সুন্দর হয়েছে আপু।
শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
দোয়া করবেন দুজনার জন্য।
তৌহিদুল ইসলাম
দোয়া রইলো আপু।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
মুক্তা আপু,,,,শুধু এটুকু বলতে চাই নারকেলের মত, বাইরে থেকে শক্ত মনে হলেও ভিতরটা কাঁদা মাটির মত নরম যে বুঝতে পারবে তারই লাভ কারন তিনি ভালোবাসতে জানে, আপন করতে জানে,তবে এই বিষয়টা ধরতে পারাই হল আসল কথা।।। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপুর প্রোফাইল লেখার জন্য। শুভকামনা দুজনের জন্য।
হালিমা আক্তার
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।