
আমার একটা সেকেলে তুমি চাই !
বিংশ শতাব্দীর একজন চাই।
বড্ড হাঁপিয়ে গেছি ;
মুঠোফোন, রঙিন সফটওয়্যার, হোয়াটস এ্যাপ…. অনুভূতিতে আটকে গেছে।
উপহার হয়ে আসে না, নিত্য সজ্জিত হয় না।
বৃষ্টি বা শীতে, দুকাপ রং চা ছুঁয়ে ছুঁয়ে আড্ডাও চলে না।
রেলিংএ পা ঝুলিয়ে কবিতা বলা হয় না।
একগোছা রঙিন চুড়ি, টিপের পাতা
‘শেষের কবিতা’ নিয়ে কেউ অপেক্ষা করে না।
আমার একটা সেকেলে তুমি চাই।।
শততালির জিন্স, কালার টি শার্ট…
অন্ধকারে চোখ জ্বালা করে।
মন খুঁজে : সাদা পাঞ্জাবি, কালো প্যান্ট।
জানি, সেকেলে। তবুও এমন চাই।
বার্গার, পিজা, স্যান্ডউইচ পছন্দ করা ছেলেটিকে , গৎ বাঁধা মনে হয়।
আমার খুব কাছের একজন চাই।
ঘুম থেকে উঠতে দেরি হলে, যে বলবে–
নাও, চা। আজ না হয় একটু বিশ্রাম নাও।
শত ব্যস্ততায় বেলিফুলের মালা অথবা একটা গোলাপ নিয়ে ফেরা।
জ্যামে আটকে দেরি হলে, ফোন দেয়া।
কিংবা দেরি হলে মান ভাঙাতে পছন্দের কিছু নিয়ে আসা।
অথবা, বকবক করে মান ভাঙানোর চেষ্টা করা।
সেকেলে ! ব্যাকডেটেড ! যাই বলুন।
অবচেতন মনে, তবুও বলি….
” আমার একটা ‘ তুমি ‘ চাই
একটা সেকেলে তুমি চাই।।
২৪টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম হইতে আসলাম।
মন্তব্য পরে
আরজু মুক্তা
ঘড়ির কাঁটা কিন্তু চলবে….
নিতাই বাবু
পেলেও পেতে পারো মানিক-রতন।
ভালো লাগলো।
আরজু মুক্তা
এখন অবস্থা এমনি।
ধন্যবাদ দাদা
রেজওয়ানা কবির
ইশ! হোক না সেকেল ব্যাকডেটেড তবুও আমারও এরকম একটা তুমি চাই যে মুঠোফোন নয় নীল খামে লিখবে চিঠি।
আরজু মুক্তা
নীল খাম নীল চিঠি। বড্ড আবেগিয়।
ধন্যবাদ আপনাকে
রিতু জাহান
আমি বড্ড সেই আমিটাকে চাই,,, তুমি নামক তুমিতে ভরসা বিশ্বাস, ভালো থাকায় যেনো অপলোক দৃষ্টি ফেলে। সেখানে এক মহাশূ্ন্যতা।
তাই বড্ড আমিটাকে চাই।
দারুন আকুতি। চমৎকার লেখনি।
আরজু মুক্তা
একটা সময় আমিটাকে ছাপিয়ে একজন লাগে। তাই হয়তো নিজের আমির পাশাপাশি তুমিটাকেও তেমন হওয়া দরকার।
শুভ কামনা
হালিমা আক্তার
সেকেলের তুমি কে আধুনিককালে আর ভাল লাগবে কি। হারিয়ে যাওয়া সেই সময়ের সব কিছু ফিরে পাওয়া যেত। শুভ কামনা অবিরাম। ভালো থাকবেন।
আরজু মুক্তা
আর সেজন্য ই খুঁজে ফেরা।
মনির হোসেন মমি
আগে কী সুন্দর দিন কাটাইতাম…….মনছোয়া স্মৃতি জাগানিয়া কবিতা।
আরজু মুক্তা
ভাই আসলেই আগের দিন নাই। সব কৃত্রিম।
শুভ কামনা সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ইস সেই সময়ের ভালো লাগা গুলো যদি এখন আবার ফিরে পেতাম তাহলে আমার আমি টাকেই খুঁজে নিতাম। সেকেলে তুমিটাকে বড্ড প্রয়োজন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
চাইলেও ফেরেনা। তাই পাওয়ার আকাঙ্খা বেশি।
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
আমারও একটা এমন একজন চাই
আর কিছু না হোক অন্তত একটা চিঠি
লিখে নীল খামে পাঠানোর জন্য হলেও
সেকেলের এক তুমি চাই
দুর্দান্ত লেগেছে আপু
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
সবার মনে মনে এটাই চাওয়া।
শুভ কামনা সবসময়
ছাইরাছ হেলাল
স্রোত-নদীর মত কাউকে চাই,
ভাসবে, ভাসাবে, জলের তরঙ্গে তরঙ্গে,
এক চুমুক-স্রোতে বিষ-জল ছুঁড়ে ফেলে দেবে
সব জ্বালা জুড়িয়ে!!
এমন কাউকে চাই——–
সবুজ-কবিতায় তোলপাড় তুলে
জমানো বুক-ব্যথা মুছে দেবে
শব্দহীন নিবিড় উৎসবে!!
আরজু মুক্তা
এমন একটা আমিও চাই।
শুভ কামনা সবসময়
সাবিনা ইয়াসমিন
এমন একটা তুমি পেলে মন্দ হতো না। হোক সেকেলে, তবুও এমন একটা তুমির খুব দরকার।
সুন্দর কবিতা।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
একদম। এমনি তুমি চাই।
ধন্যবাদ আপি
রোকসানা খন্দকার রুকু
আমারও চাই। কিন্তু পাওয়া কি যাবে?
আরজু মুক্তা
পেপারে বিজ্ঞাপন দিতে হবে।
শুভ কামনা
দালান জাহান
বৃক্ষে জোড়াতালি লাগে ইদানীং আগে লাগতো না…
অন্তর থেকে পরিস্ফুটিত কথাগুলো!
বেশ ভালো লেগেছে কবি….!!
আরজু মুক্তা
শুভ কামনা ভাই