
নক্ষত্র চূর্ণ-বিচূর্ণ করে ছুঁড়ে দিয়েছি মেঘাকাশে,
অনুভবের অফুরন্ত ভালোবাসা মিশিয়ে;
প্রস্ফুটিত ফুলের টানটান সৌরভ-স্নিগ্ধতা নিয়ে
একটু একটু করে ঝরে পড়ুক বৃষ্টি-পরশ
জলপাই বনের গভীর অবধি;
অপেক্ষা,
নিরাপদে বাড়ি ফেরা স্বাগত পাখির ডাক,
বিলিয়ে/ছড়িয়ে দেয়া স্পর্শ আর গন্ধে গন্ধে
আশাবাদী শব্দাবলী নিয়ে;
খাঁ খাঁ শূন্যতা, অন্ধত্ব আর
হাজারো বাজারি আবর্জনাস্তুপ থেকে সযত্নে
তুলে নেয়া হাড়জিরজিরে চারাগাছ আজ দৃশ্যমান
শরীরী শরীরে,যদিও
ভাগাড়ের অতীত টানের বিভ্রান্তিগুলো কিছু-না কিছুর মত
পরচর্চা পরনিন্দা হিংসাগুলো লেপ্টে থাকে,
বৃত্তাকারে অবিচ্ছিন্ন ভাবে;
মেঘেদের মুখোমুখি দাঁড়িয়ে পিছু-হাঁটা-স্বপ্ন এড়িয়ে
ছড়িয়ে/বিছিয়ে থাকা বৃষ্টি-মুক্তো কুড়োতে চাই
নবাগতের উৎসাহ ও অযুত উদ্দীপনায়;
ছবি নেটের।
১৬টি মন্তব্য
তৌহিদুল ইসলাম
ভালোবাসার বৃষ্টি ঝরে পড়ুক সীমাহীন আশার ব্যঞ্জনা নিয়ে। সকল জড়া-ক্লেশ ধুয়েমুছে কেটে যাক গ্লানি। নবউদ্যমে সোনেলার সোনালি আভা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
বৃষ্টির কাছে আমাদের অনেক প্রত্যাশা, ধুয়ে যাক জড়া মুছে যাক ক্লান্তি।
ভাল থাকবেন, সাবধানে থাকবেন সবাইকে নিয়ে।
ধন্যবাদ দিচ্ছি।
আরজু মুক্তা
বৃষ্টির কারণেই প্রকৃতি সজীব হয়। চারা গাছ গজায়। সকল ক্লেশ ক্লান্তি ভুলে বৃষ্টির মুক্তো কুড়োই। সতেজতা ফিরে পাই যেনো নব উদ্যোমে।
ছাইরাছ হেলাল
মুক্তো-বৃষ্টি আমাদের চাই-ই, বেঁচে থাকার অনুপ্রেরণা হিশেবে।
অনেক অনেক শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার বৃষ্টি ঝরে পড়ুক নব আনন্দে। সতেজ হোক প্রকৃতি, নব কিশলয় প্রস্ফুটিত হোক । অফুরন্ত শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
চাইলেই তো আর এমন বৃষ্টি পাচ্ছি না,
তাই বলে চাওয়াচাওয়ি তো বন্ধ করতে পারি না।
ভাল থাকুন বৃষ্টি নিয়েই।
জিসান শা ইকরাম
চাইলেই কি পাওয়া যায়?
তারপরেও আশা নিয়ে বেঁচে থাকা আমাদের,
ছাইরাছ হেলাল
পাব-না, পাচ্ছি-না বলে তো চাওয়া-চাওয়ি তো বন্ধ করতে পারি-না।
উহা চালু-ই থাকিবে।
রোকসানা খন্দকার রুকু
বৃষ্টি কেন এখন সবার কাছেই চাই। সকল জরা- দুখ্ক ধুয়ে নিয়ে যাক।
শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
অবশ্যই চাই, সব জড়া-দুঃখ কেটে যাক এই বৃষ্টিতে।
ভাল থাকুন।
মনির হোসেন মমি
এখানে মন্তব্য নয় আবদার করব।অনেক কবিতাতো লিখলেন বা লেখা আছে।আগামী বই মেলায় কি আপনার কাব্য প্রকাশিত প্রিন্ট মিডিয়ার বই আশা করতে পারি?
ছাইরাছ হেলাল
আগামী তো ভাল! কখন ই সে সব হবে এমন ভাবনা ভাবি না।
আপনি ভাবছেন সেটাই বা কম কী সে!
নিজ মনে মনের আনন্দ দুঃখে লিখি, আর কিছু চাওয়া বা পাওয়ার নেই।
ভাল থাকুন।
হালিমা আক্তার
বৃষ্টির পরশে সজিব হোক প্রকৃতি। ধুয়ে যাক জরাজীর্ণতা সকল গ্লানি। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বৃষ্টি নিয়ে আসুক নব নব জীবন নবান্ন উৎসবের মত, সেটি ই চাওয়া।
ভাল থাকবেন আপনি।
নার্গিস রশিদ
মনে হচ্ছে ঐ জায়গা গুলোতে ঘুরে বেড়াচ্ছি। সুন্দর প্রকাশ ভঙ্গি ।
ছাইরাছ হেলাল
মন দিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদও।
ভাল থাকবেন, সাবধানে থেকে।