
ছুঁয়ে যাওয়া সত্যগুলো কেঁদে-কেটে কেঁদে-কেঁদে
ছুঁড়ে ফেলা! সত্যি কী সম্ভব অন্তিমের জীবন যাপনে?
বৃন্তচ্যুত স্মৃতি আজ বা আগামীর কোন কালে
নিঃশেষ হয়ে যাবে, নিয়মের যাঁতাকলে;
পেয়ালা পেয়ালা অলিক স্বাস্থ্য-সুখ পান করে,
পড়ন্ত যৌবন সেদিন এদিনের মত ফিরে আসে/আসবে-না;
নূতন পাপড়ি গজিয়ে;
ভবিষ্যৎ জেঁকে বসে আছে বর্তমানের দ্বার জুড়ে,
মৃদুমন্দ বাতাসের সিঁড়ি বিষণ্ণ-আলিঙ্গনের কাষ্ঠ হাসি
জানিয়ে দিচ্ছে উৎকর্ষের শৈলী;
অপলক-সত্যি হারিয়ে গেছে না-ফেরার দেশে,
হাই তুলতে তুলতে, শর্ত সাপেক্ষে।
ছবি নেটের।
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
আরজু মুক্তা
বুঝলামনা। আবার পড়ে মন্তব্যে আসবো
ছাইরাছ হেলাল
আপনি অবশ্যই প্রতিশ্রুতি ভঙ্গকারী নন। মাইন্ড ইট!!
পবিত্র গ্রন্থের আয়ত চেপে গেলাম।
ভাল থাকুন।
এভাবে ভাবতে পারেন, আমাদের অনেক সুখ স্মৃতি থাকে, কালের গহ্বরে হারিয়ে যায়।
চাইলেও তা ফেরানো যায় না, সময় স্রোতের অমোঘ নিয়ম।
আরজু মুক্তা
আমার কিন্তু এমন মনে হয় না। স্মৃতিগুলো ফিকে হলেও, সত্যের পথ ধরে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে চলতে হয়। জীবন ক্ষণস্থায়ী। এটা অমোঘ সত্য। ভবিষ্যতের ভিতটা মনে হয় বর্তমানের উপর নির্ভর। ভালো কাজ
আরজু মুক্তা
ভালো মন, ভালো উদ্যোগ সবগুলো নিয়েই পথচলা।।শুভ কামনা ভাই
বন্যা লিপি
ভবিষ্যৎ জেঁকে বসে আছে বর্তমানের দ্বার জুড়ে,
মৃদুমন্দ বাতাসের সিঁড়ি বিষণ্ণ-আলিঙ্গনের কাষ্ঠ হাসি
জানিয়ে দিচ্ছে উৎকর্ষের শৈলী;”……
অতীত থেকেই আসা বর্তমানের বিজ্ঞাপন /ব্রেকিং নিউজে চোখ বোলানো হয়নি হয়ত অবহেলে/ অবচেতনে।
আজ বাতাস ভীষণ ভারী বর্তমানের বোঝা নিয়ে।
যেন এমনটাই হবার কথা ছিলো; তাই টেনে যাচ্ছিও
অপলক সত্যের নিখোঁজ / বিলুপ্ত বিশ্বাসী সত্যের ঘানি।
নিংড়ানো হৃদপিন্ডে রোজ নামে স্মৃতি ফলকের খুটে খাওয়া ঘুন পোকাদের মিছিল;
কিছু সত্যের কাছে গলা চিরে-ফেরে রোজ প্রতিবাদ উপচে পড়ে: কেন নিরবে পালাও এমন জীবন ছেড়ে!
ছাইরাছ হেলাল
আচ্ছা, এই হলো ব্লকের নমুনা!!
তাইতো ভাবি বদ-দুয়ার কারণেই লেখার পর লেখা দিয়ে যাচ্ছি!!
এটি একটু ঘসে মেজে ব্লগে দিয়ে দিন, কষে মন্তব্য করি।
ঘুনে পোকারা খুব ত্যাঁদড় হয় দেখতে পাচ্ছি।
ভাল থাকুন।
বন্যা লিপি
এইখানেও অবিশ্বাস!! হায়রে!! ব্লকের নমুনা বুঝতে পারছন না দেখছি! মন্তব্যেও ধরা খাই কালে কালে। ঘুন পোকা,শুয়ো পোকা কিলবিল করতাছে মগজ। আপনার চাওয়া কেমনে এড়িয়ে যাই বলুন!! জোড় ঠেলাঠেলি করে একটু যাচ্ছেতাই চেষ্টা করলাম বটে!
এবার মন্তব্যে ধরিয়ে টরিয়ে দিন অসংগতিগুলো।
ছাইরাছ হেলাল
আপনি আমাকে পণ্ডিত ঠাউরেছেন!!
চেয়ে পেলে চাওয়া চাওয়ি করাই যায়, করিও।
কিলকিল বিলবিল চালু থাকুক, চালু রাখুন। ব্যাপার না, আমরা তো আমরাই।
সুপর্ণা ফাল্গুনী
এমন অপলক-সত্যিগুলো হারিয়ে যায় কোনো এক অঙ্গুলীয় নিশানায়। তাকে খুঁজতে গিয়ে নিজেই অন্তিমে পৌঁছে যাই। তখন স্মৃতিরাও আর জেঁকে বসে না। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
স্মৃতি সব সময় আমাদের পিছু ডাকে, ফেলে দেয়া যায় না, আগলে রাখাও সমস্যা।
ভাল থাকবেন আপনি।
জিসান শা ইকরাম
স্মৃতি একসময় ফিকে হয়ে আসে, হারিয়ে যায়।
ভবিষ্যৎ টি আসল সত্যি, যা একসময় বর্তমানকে গ্রাস করে নেবে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
স্মৃতিরা ফিরে আসে না, যদিও সুখ সুখ স্মৃতিটুকু আমাদের হৃদয় জুড়ে থাকে।
অজানার ভবিষ্যৎ আমাদের হাতছানি দেয়।
ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
সত্যকে ছুঁড়ে ফেলা যায়না তা সে স্মৃতি হয়ে যতই ফিকে হোক না কেন। আমি মনে করি ভবিষ্যত নির্ভর করে বর্তমানের উপরেই। বর্তমান ভালো হলে ভবিষ্যতও ভালো হবে।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
সময় সব কিছুর নিয়ামক, যদিও তা আমাদের নিয়ন্ত্রণে নেই।
ধন্যবাদ। ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
নিয়ম আর নিয়তিকে উপেক্ষা করার শক্তি আমাদের কারুর নেই। এভাবেই একদিন বিদায় নিতে হবে
শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
একদম ঠিক-ঠাক বলেছেন, নিয়তিকে উপেক্ষায় আমরা রাখতে পারি না।
ভাল থাকবেন।
হালিমা আক্তার
স্মৃতি যতই ফিকে হয়ে যাক ,তার শিকড় রয়ে যায় হৃদয়ের আঙ্গিনায়। তাকে চাইলে উপরে ফেলা যায় না কখনো। শুভকামনা।
ছাইরাছ হেলাল
উপড়ে ফেলতে পারিনা/পারিনি বলেই হ্যাপা আমাদের পিছু ছাড়ে না।
আপনি ভাল থাকবেন।