গান-০১

রকিব লিখন ৩ নভেম্বর ২০১৩, রবিবার, ১২:০৩:০২পূর্বাহ্ন সঙ্গীত ১৮ মন্তব্য

একটাই তো বুকের জমিন
একটাই তো মন
এই জমিনে লেখা আছে
তুমিই আমার জীবন

একটাই তো প্রেম আমার
একটাই প্রিয়জন
এই অন্তরে তুমি ছাড়া
নেই তো অন্যজন
তুমিই আছ এই জীবনে
হয়ে চির আপন

একটাই তো ভাবনা আমার
তোমায় নিয়ে এখন
এই ভুবনে তুমি ছাড়া
নেই তো কেউ আপন
তোমার পেয়ে পূর্ণ হল
আমার এই ভুবন

রকিব লিখন
(আমার জীবনের প্রথম লেখা গান।।)

৬৪০জন ৬৪০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ