
আজ মহান স্বাধীনতা দিবস।পঞ্চাশতম স্বাধীনতা দিবস।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ বাংলার আকাশ বাতাস ছাড়িয়ে গেছে এমনকি বিশ্বেও।কিন্তু যাঁদের আত্মত্যাগের কারণে আজকের এই মহান স্বাধীনতা।তাঁদের অবহেলার কারণে স্বাধীনতা পুরোপুরি স্বাধীন তা বলতে আমার মুখে আঁটকায়।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি সত্যিকারের মুক্তিযোদ্ধাকে সঠিক মূল্যায়নের মাধ্যমে স্বাধীনতাকে পূর্ণ স্বাধীন করাই হল সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের সঠিক মূল্যায়ন।মুক্তিযোদ্ধারা আছে থাকবে সবসময়। প্রতিটি দিন প্রতিটি ক্ষণ।যতদিন বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশ আছে ততদিন ওরাই দেশের উজ্জ্বল নক্ষত্র।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
আমি স্বাধীনতা ভালোবাসি পরাধীনতা নয়,
আমি মুক্তিযোদ্ধা ভালোবাসি রাজাকার নয়।
আমি লাল সবুজ পতাকা ভালোবাসী-
কোন টুকরা কাপড় নয়,
আমি শিক্ষা ভালোবাসি,কুশিক্ষা নয়।
আমি আমার সোনার বাংলাদেশ ভালোবাসি,
অনেক ভালোবাসি,অনেক ভালোবাসি।
🌹🌹🌺🌺🌺❤️❤️🌺🌺🌺🌹🌹
**যাদের মহান আত্বত্যাগে এই সোনার বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসে তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।**
৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
একান্ত অনুভূতির মাঝে ছোট্ট কবিতার কথাগুলো অসম্ভব ভালো লাগলো। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। বিনম্র শ্রদ্ধা রইলো সকল শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের প্রতি
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ।মন্তব্য পেয়ে খুশী হলাম।
ছাইরাছ হেলাল
অনেক রক্ত-ত্যাগের বিনিময় এই স্বাধীনতা।
শ্রদ্ধা তাঁদের প্রতি।
শামীনুল হক হীরা
একদম ঠিক।।ধন্যবাদ সতত।
আরজু মুক্তা
স্বাধীনতা স্তব্ধ না হোক।
লাল সবুজ শুভেচ্ছা
শামীনুল হক হীরা
আপনাকেও শুভেচ্ছা।
তৌহিদ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীরর শুভেচ্ছা।
শামীনুল হক হীরা
অসংখ্য ধন্যবাদ প্রিয়।।
পপি তালুকদার
স্বাধীনতা আমাদের অহংকার কিন্তু তা রক্ষা করার মানসিকতা কে সজাগ রাখতে হবে।