ডানা মেলে উড়ে কল্পনার অদৃশ্য রাজ্য
শাসন করা হয় যদি কাজ,
তবে বুঝব সত্য করেছে তোমায় ত্যাজ্য
নেই তোমার কোন লাজ।

 

শীতল মসৃণ ঝিকিমিকি কাপড়ে ঢাকা
নির্লজ্জ তোমার ঢেউতোলা অঙ্গ,
বোঝার উপায় নাই ভেতরটাযে ফাঁকা
দেখাচ্ছ পৃথিবীতে কতইনা রঙ্গ।