
এক প্রবল নৈতিকতা ঘিরে থাকে সারাক্ষণ;
খানিকটা সত্য কিছুটা মিথ্যের বলয়ে,
মসৃণ কণ্ঠস্বরে, হেঁয়ালি আর হিংসের বীজ বুনে,
কথা দিয়ে কথা না রাখা! সে তো শিল্পিত শিল্প
চকচকে চোখ-মুখে, বুদ হওয়া বিগত সৌন্দর্য সিঁড়িতে;
বজ্র নিনাদে এক ঝুড়ি খিস্তি-খেউর উগড়ে দিলে
এক-দুপুর বিষণ্ণতা গুটিয়ে ফেলাই যেত।
স্বগতোক্তির মত নিজেকে শোনাই/বোঝাই,
এমন ই তো হওয়ার কথা, যা হয়ে এসেছে
আবহমানের কোল ঘেঁসে;
বসন্ত বাতাস হেলতে দুলতে খেলতে থাকে
এখানে এই আনন্দ ধামে;
বলা-বলির মত করে হঠাৎ কোন এক গোধূলি বেলা
বিষণ্ণ বাতাস উস্কে দেবে আগুন-শিখা, খড়-বিচুলিতে
নৈতিকতার শৃঙ্খল ভেঙ্গে, স্বস্তি পাচ্ছি/পাব, এ সব ভেবে ভেবে।
১২টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
কথা দিয়ে কথা না রাখা! সে তো শিল্পিত শিল্প!
সমস্ত সার এই উপমায় লুকিয়ে আছে মনে হয়।
.
যথার্থ প্রকাশ, দাদা।
ছাইরাছ হেলাল
সময়ের আবর্তে কথা না রাখাই যেন স্বাভাবিক চর্চা,
আমরা সে দিকেই এগুচ্ছি।
ধন্যবাদ।
বন্যা লিপি
আহা…..এইবার বলতেই পারি ” আমিও শিখেছি অবগুন্ঠনে মোড়া কলাবৌর মুখ দর্শন করিতে” চিত্রিত আলেখ্যপোন্যাসে নিমজ্জিত বুদবুদ সম ফেনায় সত্য/মিথ্যের যে কিরণ ঝলকানী পড়লো চোখের ঠুলিতে! মর্মার্থ ধরিবারে হয়নিতে মোটে পেতে বেগ। শেষাংশে সাধুবাদ জানিয়ে গেলাম।
ছাইরাছ হেলাল
বাপ্রে!! আপনই দেখছি কেমন হই গেছেন!!
এই আউল-ফাউলেও এত্ত কিছু!! ক্যামনে কী কে জানে!!
ধন্যবাদ, ত্বরিৎ মন্তব্যের জন্য, আপনি যা ব্যস্তসমস্ত!!
পপি তালুকদার
অাবহমান কাল ধরে চলে এসেছ বসন্ত নিয়ে আত্নগোপন কথন এর ধারাবাহিকতা চলবে যে ভাবে চলে আসছে।শিল্প, সাহিত্য এখানে এসে ধরা দেয় আপন জালে।নৈতিকতা ধরে থাকা ভালো দিক।
শুভকামনা জানাই।
ছাইরাছ হেলাল
বসন্ত নিজ গুণে মহিমান্বিত ঋতুর বিবর্তনে।
নৈতিকতা রক্ষা করা খুব কঠিন এ সময়ে। আবার এই নৈতিকতার বেড়াজালে কেউ কেউ পার পেয়ে ও যায়।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
বলা-বলির মত করে হঠাৎ কোন এক গোধূলি বেলা
বিষণ্ণ বাতাস উস্কে দেবে আগুন-শিখা, খড়-বিচুলিতে
নৈতিকতার শৃঙ্খল ভেঙ্গে, স্বস্তি পাচ্ছি/পাব, এ সব ভেবে,,,,,
বিষন্ন বাতাস যদি স্বস্তি দেয় তাও ভালো! অনেক অনেক শুভকামনা ভাইয়া!!!!
ছাইরাছ হেলাল
নো কপি-পেস্ট!! মনে থাকে যেন।
এত্ত তাড়া কিসের!! উনুন জ্বালিয়ে রেখে এসেছেন নাকি!!
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
কথার বরখেলাপে অন্ততঃ আমি এখনো অভ্যস্ত হতে পারিনি। বসন্তের অবগাহনে নৈতিকতা বিসর্জন এর আমি ঘোর বিরোধী। এটা ঠিক আমরা উল্টো স্রোতে চলতেই ভালোবাসি। আমি বসন্তের পবিত্রতা, সৌন্দর্য, রঙকেই আঁকড়ে ধরে থাকতে চাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
তারাতারি শিখে ফেলুন, কাজে দেবে, অ-কাজ ও দেবে।
বসন্তের কাছে পবিত্রতা আমারা আশা করি, বসন্তের রঙ্গে আমরা সবাই একদিন নিজের রাঙাব,
এ আশাই করি, ধন্যবাদ ও শুভেচ্ছা।
আরজু মুক্তা
বসন্তের মতো মানুষের মনেও কলুষতা দূর হোক। সৌন্দর্যের অবগাহনে অবগাহিত হোক চারিদিক।
ছাইরাছ হেলাল
.বসন্তের কিন্তু বাজারি ভাব আছে!! বছরান্তে আমাদের দেখিয়ে বেড়িয়ে ভেগে যায়।
সৌন্দর্য সে আমাদের চাই-ই।
ভাল থাকবেন।