
কল্পনা ও স্বপ্নের মাঝামাঝি বসন্ত উঁকি দেয়,
লুকানো অনুরাগে, হৃদয়-রসদের থলে হাতে,
সৌন্দর্য-আত্মায়।
বরাবরের মত অমৃত বা হলাহলের হাতছানি
শক্ত-পোক্ত চোয়ালে, চেখে, দেখে বুঝে নিতে চাই;
অবাধে বিলাবো, নেব কবিতার মত করে,
উড়ে যাব বন-পর্বতের নিশানায়,
শর্তহীন আশীর্বাদে;
হৃদয়-পাথরে বিশ্বাসের মুক্তো নেবো কি নেব-না
হাজার প্রশ্নবাণে বিদ্ধ হতে -হতে,
বসন্তের সরব-নীরব গুটি-বাজি, সে কিন্তু বুঝে ফেলেছি।
পরিণত নিস্তব্ধ-বসন্তের ঐশ্বরিক মধুর নিঃশ্বাসের অপেক্ষায়,
তেমন বসন্ত আমি/আমরা চাই-ই,
শীতের বিষাদ-মুক্তির দিনে।
২৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
আগাম বসন্তের হাজার শুভেচ্ছা কবি দা
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা, বসন্তের।
ভাল থাকুন।
সাখাওয়াত হোসেন
বসন্তের আগমনেে সবারই মনে রঙ লাগুগ। শুভেচ্ছা নিরন্তর।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য আপনাকেও শুভেচ্ছা।
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
বসুন্তের আগমনে মন উড়ু উড়ু ডালু ডালু উরা ধুরা হোক বা নায় হোক বসন্ত বায় গায়ে লাগবেই জাগাবেও। এই অমৃত স্বাদ অনেকেই পেতে চাই পাই বা না পাই।
তাই বলে শীতের বিষাদ -মুক্তির দিন। এতো তিক্তর সাথে বিদায় না দিলে হয় না গুরু। শীতের পিঠা কিন্তু কপালে জুটেনি আর জুটবেও না ভাগ্যে।
হোক বসন্তের উল্লাস জয়গান। বসন্ত শরিরে মননে হাওয়া দোলাক কাম্য থাকল জেগে।
ছাইরাছ হেলাল
হাড়-কাঁপানো শীত এবার বিদেয় হোক, বসন্তের আগমনে।
পিঠে-পুলি আসছে শীতের জন্য জমা থাকুক।
ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
আলহামদুল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
বসন্ত নিয়ে সুন্দর প্রকাশ
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবির চমৎকার আকাঙ্ক্ষা পূরণ হোক — পরিণত নিস্তব্ধ-বসন্তের ঐশ্বরিক মধুর নিঃশ্বাসের অপেক্ষায়,
তেমন বসন্ত আমি/আমরা চাই-ই,
শীতের বিষাদ-মুক্তির দিনে।
ছাইরাছ হেলাল
কাম্য বসন্ত দ্বারে দাঁড়িয়ে, এই করোনা কালে।
তবুও বসন্ত বসন্ত-ই।
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাসন্তী শুভেচ্ছা ভাইয়া।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর চাওয়ায় অনন্য নিবেদন।
প্রকৃতির রঙে ও পাখালির কলতানে ভরে উঠুক বসন্তের আগমন।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
ছাইরাছ হেলাল
অনাবিল আনন্দ নিয়েই বসন্ত আসে, ফি বছরের মত।
পার্থক্য এবারে করোনাক্রান্ত হয়ে এসেছে।
ধন্যবাদ আপনাকে।
পপি তালুকদার
প্রতিটি সুন্দর মনের মানুষের থাকে বসন্তের প্রতীক্ষা।বসন্ত যেন সকল দুঃখ ঘুচিয়ে অনাবিল আনন্দ আর ভাল লাগা নিয়ে আসে।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ছাইরাছ হেলাল
কাম্য বসন্ত আসুক স্বমহিমায় এ আমাদের প্রত্যাশা।
ভাল থাকবেন আপনি।
তৌহিদ
শীতের জড়তা কাটিয়ে শর্তহীন বসন্ত আসুক আশার বাণী নিয়ে। ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
স্বপ্নের বসন্ত এসেই গেল দৈত্য শীতকে হটিয়ে দিয়ে। আমরাও অপেক্ষায় আছি সেই শুভ ক্ষণকে স্বাগতম জানাতে। নিরন্তর শুভকামনা রইলো। শুভ সকাল ভাইয়া
ছাইরাছ হেলাল
বসন্ত এসে পড়েছে সে তো বুঝতেই পারছি আপনার লেখা পড়ে,
সেই শুভ ক্ষণের শুভেচ্ছা আপনাকেও জানাচ্ছি।
ভাল থাকবেন।
আরজু মুক্তা
নাহ্। শীত প্লিজ তুমি যাও। বসন্তের কোকিলের সাথে বসন্তের কবিরাও মাতুক। ফুল পাতা পাখির কলতান সব নতুন করে শুরু হোক। ” এসো এসো!”
ছাইরাছ হেলাল
বসন্তের সাথে খুব ভাব জমিয়েছেন দেখতে পাচ্ছি, দেখবেন ফাঁকি যেন না দেয়!!
শুভেচ্ছা আপনাকে।
রোকসানা খন্দকার রুকু
আজ শীত বেড়েছে কেন বুঝলাম! তাকে যেতে বলায় মাইন্ড খেয়েছে।
না গেলেও কিছু এসে যায় না। আমার বসন্তের ড্রেস কেনা শেষ। ১৩ তারিখ সেটা পড়ব অতঃপর সারাদিন পরীক্ষার ডিউটি সকাল বিকেল দুবেলা। তো উদযাপনে ঘাটতি নেই।
শুভ কামনা।🌹🌹
ছাইরাছ হেলাল
এই উপচে পড়া আনন্দ জারি থাকুক সারা বসন্ত জুড়ে সে কামনা রাখছি।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
বসন্তের গুটি-বাজি ধরে ফেলা আমারো শিখতে হবে,
**
বসন্তের আগমনে এক অদ্ভুত ঘটনা হয়েছে, ছাদ বাগানে ভুট্টা গাছ লাগিয়েছি। কয়েকদিনের মধ্যে তা বিশাল সাইজ হয়ে গেছে 🙂
****
ছাইরাছ হেলাল
সব পড়া সবার জন্য না!!
একা একা দেখলে তো হবে না, সোনেলাকে দেখতে হবে এউ ভুট্টা!