
// লাল-সবুজের জাতীয় পতাকাকে খামচে ধরা শকুনদের বিরুদ্ধে আমার লড়াই আমৃত্যু চলবেই।
// কিছুটা কাঠখোট্টা আর কিছুটা আবেগের মিশেলে গড়া মানুষ আমি। লিখতে ভালোবাসি, অনেকটা শখের বসেই লেখালিখি করি।
// ভালোবাসি নিজের মা মাটি দেশ। রাজাকার শব্দটিতে আমার এলার্জি আছে। চাটুকারদের একটু এড়িয়ে চলি।
// সহজ সরল জীবনযাপন করি তাই আশেপাশের মানুষজন আমাকে অসামাজিক আখ্যা দিয়েছে। অথচ কোমলে কোঠরে মেশানো আমি এক অদ্ভুত হোমোসেপিয়ান।
// প্রিয় উক্তি- ” আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান। আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।”—–এ কথাগুলো আমার নয়! যার প্রফাইলে জ্বলজ্বল করছে তার নাম দিলাম “সোনেলার রাজা”।
হ্যাঁ, রংপুরের রাজা তিনি কিন্তু রাজবাড়ী যে ফাঁকা! হতেই পারে এমন! কারন তার রাজত্ব কলম-সম্পত্তির দেশে। সে দেশ আমাদের সবার প্রিয় সোনেলার দেশ। নিখুঁত ভালোবাসা কেমন করে বাসতে হয়, তাকে না দেখে বোঝার উপায় নেই। শুভেচ্ছা, বাহবা, করতালী কোনটাই যার প্রত্যাশায় নেই। বিচরন যার সমান-সমান সবখানেই। আপনি/আমি যার সাথে তাল মেলাতে পারবো না। আমি সেই রাজার কথা বলছি!
আমরা সবাই ব্যস্ততার অজুহাতে যখন দুরে দুরে থাকি, তিনি তখনও তার রাজত্ব চালিয়ে যান। কর্মজীবন, সংসারজীবন, খেলার মাঠ, অতঃপর সোনেলার মাঠ ভরিয়ে রাখেন সমানভাবে। একই সাথে নিজের লেখার পাশাপাশি অন্যের লেখায় অসাধারণ মন্তব্যের ঘর কোনটাই ফাঁকা যায়না। আজ আমিও শিখেছি অজুহাত ও বাহবা বলে কিছু নেই, চাইলেই সব সম্ভব। ব্লগারদের নিয়ে মতামত তাদের পাশে থাকা যার নিয়ত অভ্যাস।
সোনেলার এই কালপুরুষ তিনশততম পোস্ট লিখে ফেলেছেন নিঃশ্বব্দে। সিংহের ন্যায় বলিষ্ঠ, সত্যনিষ্ঠ মতামত ও লেখনি এতটাই প্রসংশনীয় যা আমার মত ক্ষুদ্র মানুষের পক্ষে বর্ননা অসম্ভব। তার প্রত্যেকটি অতুলনীয় পোস্ট; কবিতা, রম্য, শুভেচ্ছা, সমসাময়িক। আজ তার শুভেচ্ছা বার্তা লিখতে হাত কাঁপছে। তারপরও এই ছোট্ট সাহস তার কাছ থেকেই পাওয়া।
“যদি ভালোবাসাকে পাল্লায় মাপা যেতো তাহলে হতাশাবাদীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম সোনেলার সোনালি ইতিহাসের গভীরতা। সোনেলার মাঠে ফসল বপনকারী সকলের হাত থেকে একমুষ্টি করে আবেগ সে পাল্লায় দিয়ে অনুভব করাতাম এর ভারত্ব। বিবেকের দুয়ারে কড়া নাড়িয়ে তাদের দেখাতাম সোনেলার সতত ডায়েরির পাতায় লেখা বরেণ্য’র জয়গান। শব্দের ঝংকারে কালের অতীত, বর্তমান আর ভবিতব্য বাণী’র কথামালায় সাজানো ফুলদানির ফুলগুলো যেখানে চিরসতেজ অমলিন। সোনেলা জেগে থাকে অন্তরে, বাঁধা দেয় অনৈতিকতার অন্ধকারে নিমজ্জিত থাকতে”। হ্যাঁ এমনটাই তিনি ভালোবাসেন সোনেলা পরিবারকে।
আজ এই কালপুরুষ শ্রদ্ধেয় তৌহিদ ভাইকে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ, মডারেটর, সোনেলা গ্রুপ এডমিন, সকল ব্লগার এবং পাঠকের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালবাসা❤❤❤❤❤❤
তৌহিদ ভাইয়ের ব্লগ প্রফাইল
* নিবন্ধন করেছেনঃ ২ বছর ৮ মাস ১১ দিন আগে
* পোস্ট লিখেছেনঃ ৩০০টি
* মন্তব্য করেছেনঃ ৮৮৪৬টি
* মন্তব্য পেয়েছেনঃ ৯০৫৮টি।
তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি অকুণ্ঠচিত্তে। তিনি দুঃখ করেছেন কেন আমরা অজুহাতে দুরে দুরে থাকি।পরিবারকে কি ফেলে যাওয়া যায়। আসুন আমরা সবাই তার মতোই আমাদের পরিবারের পাশে থাকি, ভালোবাসি।🌹🌹🌹🌹🌹
৪৯টি মন্তব্য
তৌহিদ
এতো দেখছি এলাহি ব্যাপারস্যাপার! অনেক ধন্যবাদ রুকু আপু। আপ্লুত হলাম সেই সাথে কৃতজ্ঞ।
মন্তব্যে আসছি আবার।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। আমার জন্মদিন মনে আছে। শোধ নিলাম। আসেন ওয়েট করছি।
ইঞ্জা
প্রিয় ভাই আমার তিনশততম পোস্ট দিয়েছে এ যে আমার কত বড় প্রাপ্তি তা বলে বুঝাতে পারবোনা আপু, তৌহিদ ভাইকে আমার পক্ষ থেকে লক্ষ কোটি মানের অভিনন্দন।
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনারা সকলেই আমার অনুপ্রেরণা। একসাথে সকলে এগিয়ে যেতে যাই সামনে।
শুভকামনা সবসময়।
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাই
ইঞ্জা
আপু সুন্দর এই শুভেচ্ছা পোস্টটির জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
শুভকামনা জানবেন। 😊
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন🌹🌹
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু
তৌহিদ
দাদা, আসলেও দারুণ শুভেচ্ছা পোষ্ট লিখেছেন রুকু আপু।
ইঞ্জা
সত্যি তাই ভাই।
বন্যা লিপি
প্রথমেই রাশি রাশি অভিনন্দন জনপ্রিয় ব্লগার তৌহিদ কে। তিনশত তম পোষ্টের জন্য। তার লেখনি আমি বরাবরই পছন্দ করি। দুর্দান্ত ভালো লেখেন তিনি। খুব বেশি প্রশংসা করার মত ভাষার অভাব আমার বড্ড বেশি। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। খুব ভালো থাকবেন তৌহিদ ভাউ।
এত সুন্দর শুভেচ্ছা পোষ্টের জন্য রুকু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু। ভালো থাকবেন🥰🥰
তৌহিদ
বন্যা আপু আপনি আমি আমরা সমসাময়িক সময়েই সোনেলায় এসেছি। আপনার লেখা সত্যি বলছি আমার মন ছুঁয়ে যায়। ব্লগার হিসেবে আপনি অনন্য।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ব্লগার তৌহিদ, একজন পারফেক্ট ব্লগারের প্রতিকৃতি।
সোনেলার সোনালী মানুষদের সেরাদের একজন তিনি।
দিন রাত পরিশ্রম করে যান ব্লগের জন্য, ব্লগ পোষ্টের জন্য, সহ-ব্লগারদের উৎসাহ দেয়ার জন্য।
তাঁর প্রতিটি পোষ্টই জীবনের কথা বলে, বলে সচেতনতার কথা, পথ দেখায় সমাজকে।
প্রথম দিকের জড়তা কাটিয়ে ধীরে ধীরে তিনি খোলস ভেঙ্গে বেড় হয়ে আসছেন।
নিজস্ব বুদ্ধি, বিবেক, মেধা দ্বারা পরিচালিত হয়ে একজন সফল ব্লগার হয়ে উঠেছেন তিনি।
সোনেলায় তাঁর ক্লান্তিহীন বিচরণ অন্যদের কাছে উদাহরন হিসেবে গন্য হচ্ছে।
তাঁর আশা অসীম, নৈরাশ্য তাঁকে কখনো কাবু করতে পারেনি।
সোনেলার জনপ্রিয়তার অন্যতম স্তম্ভ তিনি।
তিনশততম পোষ্টের জন্য ব্লগার তৌহিদকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা।
তৌহিদ
ভাই মন্তব্যে আপ্লুত হলাম আর তাই কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজকের এই লেখক আমি’র পিছনে সোনেলার অবদান অনস্বীকার্য। একজন ফেসবুকার থেকে কখন যে ব্লগীয় রীতিতে অভ্যস্ত হয়ে পড়লাম সোনেলায় তা নিজেই বুঝতে পারিনি।
বিশেষ করে আপনার অবদান কখনো ভোলার নয়। যেকোন প্রয়োজনে এবং পরামর্শে আপনি যেভাবে হাত বাড়িয়ে দেন তার জন্য শুধু কৃতজ্ঞতা জানালে কম হবে।
আসলে অন্যরা যখন নিজেদের বিভিন্ন কাজে ব্যস্ত রাখেন আমি তখন আমার মন ভালো কিংবা খারাপ যেকোন অবস্থাতেই সোনেলায় লেখালিখি করে সেই ভাব প্রকাশের চেষ্টা করি। সোনেলা আমার প্রাণপ্রিয় বন্ধুর মত হয়ে গিয়েছে। এ কারনে হতাশা আমাকে গ্রাস করতে পারেনা।
এর পুরো কৃতিত্ব সোনেলার সকলের। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
রোকসানা খন্দকার রুকু, এত সুন্দর একটি শুভেচ্ছা এবং অভিনন্দন পোষ্ট দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কবে যে আমি পরের সেঞ্চুরি করবো তাই ভাবছি। সেঞ্চুরি করলেই পোষ্ট পাবো 🙂
ভালো থাকবেন।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। তারাতারি পরের সেন্চুরী করে ফেলুন। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
তৌহিদ
রুকু আপু, আমি নোট করে রাখলাম। জিসান ভাইয়ের পরের সেঞ্চুরি পোষ্ট আপনিই লিখবেন কিন্তু।
রোকসানা খন্দকার রুকু
মোক মারি ফেলাইবে বোঝা গেইচে😜😜
মনির হোসেন মমি
এক কথায় জয়তু সোনেলা। দারুণ উপস্থাপনা।।আপনার লেখায় প্রিয় ভাইটির যে সোনেলা প্রেম; বপণ করেছেন তার বাস্তবরূপ তুলে ধরেছেন। তবে সাথে আরেক জনপ্রিয় ব্লগার ভাবীর প্রতিও সম অভিনন্দন দেয়া উচিত।ভাবীর অনুপ্রেরণায় ভাইটির এমন সাফল্যে উৎস।।কী কন ভাইটি? দুজনের জন্য রইল শুভ কামনা।
তৌহিদ
ভাই, সত্যি বলছি আমার লেখালিখির পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি আপনাদের ভাবী। যেকোন পরিস্থিতে লিখতে বসলেই তিনি শুধুমাত্র বাধা দেন না।
সোনেলায় আপনাদের কাছ থেকে যা কিছু শিখেছি সগুলোই লিখালিখির পথ চলার অনুপ্রেরণা। এভাবেই পাশে দেখতে চাই আপনাদের সকলকে।
রুকু আপু আসলে চমকে দিয়েছেন শুভেচ্ছা পোষ্ট লিখে। এ পরম প্রাপ্তি। শুভকামনা ভাইয়া।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। পাশে থাকবেন।
আরজু মুক্তা
আমি বার বার হেরে যাই।
ভালো থাকেন সুস্থ থাকুন। এটাই চাওয়া।
তৌহিদ
হেরে যাওয়া মানে কিন্তু পূনরায় নতুন করে শুরু করা আপু। শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
রুকুকে শুভেচ্ছার ফুলঝুড়ি থাকলো।
অবশ্যই আপনারও সুস্থতা কামনা করি। শুভকামনা
তৌহিদ
অসংখ্য ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করি।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপনাকে॥ পাশে থাকবেন🥰🥰
তৌহিদ
রুকু আপু, সত্যি বলছি আমাকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট লিখবেন এটা ধারণাতেই ছিলোনা। চমকে দিয়েছেন কিন্তু!
লেখায় যতশত বিশেষণ ব্যবহার করেছেন আমি এত নগন্য মানুষের যে এসবের প্রয়োজনই ছিলোনা। আপনারা ভালোবাসেন বলেই লিখেছেন সেটাই আমার জন্য পরম পাওয়া।
সোনেলাকে আমি নিজের সত্বা মনে করি। এখানে বিচরণককারী সকলের কাছেই সোনেলা একটা ভালোবাসার এবং আস্থার জায়গা। ঠিক এই জায়গাতেই আমি কোন কম্প্রোমাইজ করতে পারিনা।
আপনার এই লেখা আমাকে উজ্জীবিত করেছে। কৃতজ্ঞতা অশেষ। ভালো থাকুন আপনিও।
শুভকামনা জানবেন আপু।
রোকসানা খন্দকার রুকু
যে মানুষটি সোনেলাকে নিজের সত্বা মনে করে তার জন্য এ আয়োজন অল্পই॥ কলম চলুক দূর্বার গতিতে॥ আপনি দারুন একটি বিষয় বলেছেন। সেজন্য শবনম ভাবীর জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা ভাই। আমি ব্লগে লিখি এটা নিয়ে কত হাসাহাসি কাছের মানুষের। স্বীকার করত্ দোষ নেই বর যে সময়টুকু পাশে থাকে ফোন, ল্যাপটপে হাত দিতে পারি না। লেখা তো দুরের কথা। আপনি ভাবীর মত মানষিকতার মানুষ পেয়ে ধন্য।
🌹🌹
তৌহিদ
লিখতে থাকুন, সবার হাসাহাসি বন্ধ হয়ে যাবে একসময়।
আলমগীর সরকার লিটন
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
তৌহিদ
ভাই, ধন্যবাদ। ভালো থাকুন আপনিও।
ছাইরাছ হেলাল
অবশ্যই তাঁকে শুভেচ্ছা, এই কঠিন মাইলফলক পার করার জন্য।
আপনাকেও অভিনন্দন দারুন করে তুলে ধরার জন্য।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
তৌহিদ
ধন্যবাদ ভাইজান, শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই অফুরন্ত অভিনন্দন ও শুভকামনা রইলো তৌহিদ ভাইয়ের জন্য। ওনার প্রতিটি লেখা এতোটা বিচার বিশ্লেষণ পূর্ণ যে ওনাকে নিয়ে যা-ই বলি কম বলা হবে। প্রতিটি বিভাগে উনি অসাধারণ। সবার লেখায় মন্তব্য সেটাও চমৎকার বিশ্লেষণ করে দেন। ঈশ্বর ওনার মঙ্গল করুন। আপনার কথা কি বলবো আপু আপনি তো সবাইকে এভাবে আপন করে নিয়েছেন যে অসাধারণ! আপনাদের মতো ব্লগার যেকোনো ব্লগের জন্য আশীর্বাদ। আপনাকে সহযোদ্ধা হিসেবে পেয়ে গর্বিত। আপনাদের দুজনের জন্য ই নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
আপনাকে পেয়ে আমরাও গর্বিত। অনেক অনেক ভালোবাসা দিদিভাই॥🥰🥰❤️❤️
তৌহিদ
দি ভাই, মন্তব্যে আপ্লুত হলাম আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। এভাবেই পাশে থাকুন সবসময়।
পপি তালুকদার
প্রথমে তৌহিদ ভাইয়া কে অভিনন্দন জানাই সাথে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।এরপর রুকু আপুকে ও সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ জানাই।
তৌহিদ
আপু আপনার লেখার আমি কিন্তু একনিষ্ঠ পাঠক হয়ে যাচ্ছি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
সোনেলার সাথেই থাকুন সবসময় এটাই কাম্য।
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও ধন্যবাদ আপু। ভালো থাকবেন😍😍
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব সুন্দর এবং প্রাঞ্জল্ভাবে একজন একনিষ্ঠ লেখকের গুণাগুণ বর্ণনা করেছেন যাত অনেক অনেক মুগ্ধ হয়েছি — “যদি ভালোবাসাকে পাল্লায় মাপা যেতো তাহলে হতাশাবাদীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম সোনেলার সোনালি ইতিহাসের গভীরতা। সোনেলার মাঠে ফসল বপনকারী সকলের হাত থেকে একমুষ্টি করে আবেগ সে পাল্লায় দিয়ে অনুভব করাতাম এর ভারত্ব। বিবেকের দুয়ারে কড়া নাড়িয়ে তাদের দেখাতাম সোনেলার সতত ডায়েরির পাতায় লেখা বরেণ্য’র জয়গান। শব্দের ঝংকারে কালের অতীত, বর্তমান আর ভবিতব্য বাণী’র কথামালায় সাজানো ফুলদানির ফুলগুলো যেখানে চিরসতেজ অমলিন। সোনেলা জেগে থাকে অন্তরে, বাঁধা দেয় অনৈতিকতার অন্ধকারে নিমজ্জিত থাকতে”। হ্যাঁ এমনটাই তিনি ভালোবাসেন সোনেলা পরিবারকে। ট্রিপল চ্যাম্পিয়ন তৌহিদ ভাইয়ের প্রতি টুপি খোলা অভিনন্দন এবং শুভ কামনা ।
তৌহিদ
অনেক ধন্যবাদ ভাই। মন্তব্যে প্রীত হলাম।
শুভকামনা জানবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। টুপি খোলা অভিনন্দন। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
স্বপ্ন নীলা
ব্যাথা বাড়ছে আবার কখনো কমছে—- চোখে তেমন একটা ঘুম আসে না, মন নেই কাজে/ব্লগে—কেমন যেন ছন্নছাড়া হয়ে গিয়েছি কিছুটা—ঢু দিলাম ব্লগে– যদিও লেখাটা অনেক আগের— তাই আনেক আগেই মন্তব্য করা উচিত ছিল—কিন্তু কি আর করা একটু লিখলেই কেমন যেন হাপিয়ে যাই–এই অসুবিধার জন্য অনেক পোস্ট পড়ছি কিন্তু মন্তব্য করছি না–
আপু ! আপনাকে অন্তর হতে বিশাল একটা ধন্যবাদ জানাতে চাই যে আপনি মানুষকে দাম দিতে জানেন এবং দাম দিয়েছেন, এই যুগে মানুষ কাউকে প্রশংসা করতে ভীষণ কৃপণতা করে, সেক্ষেত্রে আপনি উদার– আপনার জন্য আমার মনভরা ভালবাসা দিলাম যা আপনারই পাওনা—-তৌহিদ ভাইয়ের জন্য শুভকামনা রইল– দুহাত ভরে লিখুক তৌহিদ ভাই, মানুষের জন্য লিখুক, যে লিখাতে থাকবে ম্যাসেজ, থাকবে দিক নির্দেশনা—- আরো অনেক কথা কইতে ইচ্ছে করছে কিন্তু লিখতে পারছি নারে আপু !! শুধু বলবো সাদা মনের মানুষের বড়ই প্রয়োজন—–আপনারা ভাল থাকুন, আল্লাহ আপনাদেরকে ভাল রাখুন, সুস্থ্য রাখুন——
তৌহিদ
পাঠক হচ্ছেন ব্লগের প্রাণ। আপনি এত ব্যস্ততা এবং অসুস্থতা নিয়েও লেখা পড়ছেন জেনে আপ্লুত হলাম। কৃতজ্ঞতা অশেষ।
শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
আপু নিজের যত্ন নিবেন। কোমর ব্যাথা আমারও আছ্ তাই এর কষ্ট বুঝি। এত অসুস্থ অবস্থায় এত চমৎকার মন্তব্য করেছেন ভেবে অবাক হলাম। ধন্যবাদ ও শুভকামনা রইলো।🥰🥰