
বিস্তারী সূর্য শীতের শীতার্ত হাত ধরে ঝুঁকে আছে,
কুয়াশা-সকালে সাথে গা ঘেঁষাঘেঁষি করে,
তপ্ততায় পুড়ে যাওয়া সুখ-দুঃখের ভস্ম নিয়ে
ছুটে চলা আশ্চর্যের এক স্বপ্ন জীবন।
নিত্যতার প্রগাঢ় অনুভবী অনুভবে শীতের বিমুগ্ধ নিস্তব্ধতার
অম্লান হাসি, রসস্রোতী চিত্রময়তা শুধুই অনুভবে রঙ্গিন।
নৈশ বস্ত্র খুলে রেখে নিশি-পাহারার চটুল চাঞ্চল্যে
লক্ষ হীন লেখা/ভাবনাগুলো অবসাদ বাড়াবে
দপ করে নিভে শুধুই বিভীষিকা হয়ে।
কালি ছোঁয়া চোখের রেখার কোনে কোনে জন্ম নেবে
ঝরে পড়া শোক বিন্দু,
এলো এলো সময়ে দূর-নিকটের সকাল-শিশিরের আয়নায়
জন্ম নেবে ঋণ শোধের সবুজ-বর্ণমালা।
তবুও
সুবে সাদেকের নিঝুম ভোরে, ঘাসের তীর্থে
নেমে আসে শিশির-ফোঁটা, গুনগুন করা কবিতার মত,
স্তব্ধতার কোল ঘেঁষে গভীর অনুরাগে;
ছবি নেটের।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির উষ্ণতা কবি দা
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বন্যা লিপি
এলো এলো সময়ে দূর-নিকটের সকাল-শিশিরের আয়নায়
জন্ম নেবে ঋণ শোধের সবুজ-বর্ণমালা।
প্রকৃতিই দিয়েছে আজীবন ভাবনাদের নতুন নতুন মাত্রা। যা রোদ পড়ছে ইদানীং! শিশিরের খোঁজ বহুদূর।
ছাইরাছ হেলাল
আমরা প্রকৃতিতে ই বাঁচি, প্রকৃতি-ই আমাদের বাঁচায়।
শিশির কে আমাদের চিনে নিতেই হয় , হোক না সে প্রখর রোদের জঞ্জাল।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
শিশিরের মুক্তো-কণায় , শীতের আবেশ ছড়িয়ে চমৎকার কবিতা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। কুয়াশা মাখানো শুভ সকালের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
মুক্তোর মত শিশিরের রোডের জন্য অবশ্যই ধন্যবাদ, আপনাকে।
রোকসানা খন্দকার রুকু
সুবহে সাদেকের ভোরের শিশির কণার মত সুন্দর কবিতা।
শুভ কামনা রইলো ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
শিশিরসিক্ত বাতাসে কম্পিত হাত চায় উষ্ণতা। আর প্রকৃতি শিশিরে সিক্ত হয়ে ফোটায় মুক্তোবিন্দু। উষ্ণতা আর শীত যেনো আমাদের জীবনের প্রতীক।
ছাইরাছ হেলাল
হুম, মুক্তবিন্দু হওয়ার জন্য শীতোষ্ণতা অবশ্যই লাগে।
অনেক অনেক ধন্যবাদ।
রেজওয়ানা কবির
ভোরের শিশির, কুয়াশা সত্যি অসাধারন। আপনি বরাবরই ভালো লেখেন, শুভকামনা ভাইয়া, শীতের শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা, ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
এত এত ঘেঁষাঘেঁষিতে শিশিরের কি হাল কে জানে!
শুনেছি হেমন্তের শিশির নামে চুপিসারে, শীতের ঘন কুয়াশায় সে ভীত হয়, জমে যায়!
ছাইরাছ হেলাল
নির্ঘুমের রাত শেষে শিশিরের মুক্তোকনা হেসে-ই থাকে ভীতি এড়িয়ে।
ধন্যবাদ পড়ার জন্য।
শামীম চৌধুরী
তবুও
সুবে সাদেকের নিঝুম ভোরে, ঘাসের তীর্থে
নেমে আসে শিশির-ফোঁটা, গুনগুন করা কবিতার মত,
স্তব্ধতার কোল ঘেঁষে গভীর অনুরাগে;
আহা…আহা..!!
আর তার সঙ্গে যদি থাকে বুনো পাখিদের কলতান।
ছাইরাছ হেলাল
বুনো পাখিদের তো সব সময় পাওয়া হয় না, তবে নাম না জানা (আপনি হলে কুষ্ঠি মিলিয়ে সব বুঝতে/বুঝিয়ে দিতে পারতেন)
কিছু পাখির ডাকাডাকি/কিচিড়মিচিড় নিত্য শুনতে পাই।
ভাল থাকবেন ভাই।
তৌহিদ
সকালে শিশির ভেজা দূর্বাঘাস সংগ্রহে নেমে দেখি চারপাশে ভয়ংকর কুয়াশা। এ এক মোহনীয় দৃশ্য।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
এখনকার শিশির-সকাল আসলেই মোহনীয়, হৃদয়ের অনুভবে।
ধন্যবাদ।