
নীলের বাঁধানো আকাশ আলোয় মেঘেদের পালে, আকাশ ভেসে যায়,
এই হেমন্ত-ডাকে, সবুজ পাতাদের ঘ্রাণ আর পাখালির গানে,
এক মায়াবী স্বপ্নের মত সবুজের প্রান্তরে সোনালী ধানের শিষে;
নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত,
কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে?
ঐ উঁচুতে ভেসে যাওয়া!!
কুমারী প্রত্যাদেশের মত অপার মৌনতা নিয়ে হেমন্ত আসে, পরম আত্মীয়তার সাজে;
হৃদয়-রক্তে জমে থাকা প্রবল উচ্ছ্বাসে টের পাই, সে আবার এসেছে নাগরিক
বিচ্ছিন্নতা ছুঁড়ে ফেলে, স্বপ্নিল বাস্তবতায়, সোনা-সোনা রঙ ছড়িয়ে।
কৃষকের আত্মীয়তায় কাঁদা-কাঁদা মাটির সোঁদা গন্ধ নিয়ে চিরায়ত সোনালী ধানের উষ্ণতায়,
আড়ালের আবডাল না রেখেই বলছি, হেমন্ত এ-বেলায় তোমাকেই চাই, গ্রাম্য মৌনতায়,
ফ্যালফ্যাল করে চাওয়া-চাওয়ি করা অবাক চোখে, একাকীর ছেঁড়া-খোঁড়া সময়ের ফাঁকে
উজ্জ্বল নিরিবিলি রোদ-হৃদয়ে।
ছবি নেট থেকে।
৩০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হেমন্ত- আমিও তোমাকে চাই । নতুন ফসলে ভরে উঠুক কৃষাণের গোলা , সোনালি রঙে ভরে উঠুক বিস্তীর্ণ মাঠ, ঘাট। চমৎকার কবিতা হেমন্তের আকাশ-আলোয়। মহা অষ্টমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনাকেও মহা অষ্টমীর শুভেচ্ছা ও শুভকামনা।
হেমন্ত আসুক সোনা রংয়ের আলোয়।
আরজু মুক্তা
পিঠা পুলি বাদ দিলেন যে! না পরের কবিতায় পাবো?
ভাপাপিঠার গরম গরম সুবাস আপনার পঞ্চম ইন্দ্রিয় সজাগ করুক।
” ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় রে!”
ছাইরাছ হেলাল
লিখে লিখে তো আর পিঠে-সুবাস পাওয়া যায় না, দাওয়াত পেলে ভাল হয়, গুছিয়ে লিখে ও ফেলা যায়।
মন্তব্যের সুবাস অবশ্য পাচ্ছি।
ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
“নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত,
কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে?”
সোনালী ধানে মিষ্ট হাওয়ায়
কৃষকের মিষ্টি হাসিকে।
সাথে কবির দৃষ্টিভঙিকে।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আহা আহা !! আর কী চাই এমন দিনে !! এমন মন্তব্যে !!
ভাল থাকবেন ছন্দ-ভাই, ছন্দে ছন্দে।
ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
পোড়ামুখো/মুখি হেমন্ত আর কার কাছে যাবে সেটাই ভাবছি বসে বসে! একাকীত্বের মৌনতা ভেঙে হেমন্ত ধরা দিক, সঙ্গ দিক সবাইকে
দূরের আকাশ তো আপনারই প্রতিচ্ছবি
তবে এতো সংশয় কেনো ভালোবাসা নিয়ে😁😁
ছাইরাছ হেলাল
আকাশী ভালোবাসা নয় হাতের মোয়া !! যত খুশি খেয়ে ফেললাম।
ধরা তাকে (হেমন্ত ) দিতেই হবে। ঠিক ঠিক আকাশ শুধুই আমার, সে দূর কিংবা কাছের.
ভাল থাকুন হেমন্ত -কাঁথা গায়ে।
সাবিনা ইয়াসমিন
নিরালা ভোরের আলো ফুটেছে শত শিউলির গুঞ্জনে,
সুর্যটাকে দেখো!
ঠিক যেনো কমলালেবুর সুমিষ্ট ঘ্রাণে মাতোয়ারা করে দিচ্ছে চারিপাশ!
এবার
বন্ধ চোখে হৃদ-দুয়ার মেলে দেখতে পাবে ঠিকঠাক,
কুয়াশায় জড়ানো উষ্ণ অভ্যর্থনায় একফোঁটা সুখ-বিন্দু নিয়ে এসেছে…হেমন্ত!
ছাইরাছ হেলাল
প্রাণ-পাওয়া অম্ল-মধুর হেমন্ত
হাসি মুখে এসেছে ফিরে
রূপের মাধুরী নিয়ে সহস্র শান্তির প্রতীকে,
নিশ্চিহ্ন অতীত, আগামীর সুন্দর প্রত্যাশায়।
ধন্যবাদ আপনাকে।
রেজওয়ানা কবির
এত সুন্দরভাবে চাইলেন হেমন্তকে, আপনার ডাকে সাড়া দিবে অবশ্যই।নাহলে আমি কানে কানে হেমন্তকে বলে দিব।ভালো থাকবেন ভাইয়া, শুভকামনা।
ছাইরাছ হেলাল
আপনি এবারে ভাল করে আর একটু বলে -কয়ে দিন প্লিজ!!
আপনিও ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
সবুজাভ প্রকৃতিতে হেমন্ত আকাশ আলোয় সেজেছে।
নতুন ফসলে ভরে উঠুক কৃষককের বিস্তীর্ণ মাঠ।
খুবি ভালো ভাবনা,দাদা।
ছাইরাছ হেলাল
হেমন্তের রং ছড়িয়ে যাক সবার উঠোনে এ কামনা করি.
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
হেমন্ত এসেছে মাঠ ভরিয়া, তাঁরে রাখ গেঁথে মনের গভীরতায়।
ছাইরাছ হেলাল
হেমন্ত আমাদের সবার মঙ্গলে থাকুক এ আশা রাখি।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত,
কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে?***
ভালো বাসুক সবাইকে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
আলমগীর সরকার লিটন
চমৎকার হেমন্ত গন্ধ মৌ মৌ অনেক শুভেচ্ছা রইল———
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
শামীম চৌধুরী
জয়তু হেমন্ত।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ ভাই।
তৌহিদ
মায়াবী হেমন্ত এসেছে কৃষকের জয়মাল্য হিসেবে। প্রকৃতি সেজেছে নতুন রুপে। হেমন্ত আমার খুব প্রিয়। না শীত না গরম।
ভালো থাকুন ভাইজান।
ছাইরাছ হেলাল
আর অনেক কিছুর সাথে না শীত না গরম এটি আসলেই উপভোগ্য।
কৃষ্কের হেমন্তে আমরাও শামিল এ যাত্রা পথা।
ভাল থাকুন।
হালিম নজরুল
“কুমারী প্রত্যাদেশের মত অপার মৌনতা নিয়ে হেমন্ত আসে, পরম আত্মীয়তার সাজে”
————-একরাশ ভাললাগা
ছাইরাছ হেলাল
কবি বলে কথা!! বুলস আই!!!
কবিরাই এমন সুন্দর করে দেখে, বলে-ও।
ভাল থাকবেন ছড়া/কবি ভাই।
সঞ্জয় মালাকার
সবুজাভ প্রকৃতিতে হেমন্ত আকাশ আলোয় সেজেছে।
নতুন ধানের ঘ্রাণে কৃষকের হাসি মুখ ভরবে।
শুভ কামনা দাদা।
ছাইরাছ হেলাল
কৃষকের আনন্দে আমরাও একাকার এই সোনালী সময়ে।
আপনাকে কিন্তু পাচ্ছি না।
শারদ শুভেচ্ছা আপনাকে।
সঞ্জয় মালাকার
দাদা বুজেনইতো প্রবাসি জীবন, সময়ের কাছে জিম্মি।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
ছাইরাছ হেলাল
আপনার মঙ্গল কামনা করি সব সময়।
ভাল থাকুন প্রবাসে।