অনলাইন ক্লাস

তৌহিদুল ইসলাম ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ০৮:০৪:৩৮অপরাহ্ন অণুগল্প ৩২ মন্তব্য

মিঠু ভাই সহ একই পাড়ায় থাকি আমরা। সে আগে ওয়েল্ডিং এর কাজ করতো, করোনাকালে কাজ নাই তাই রিক্সা চালায়।

তার মেয়েটা ক্লাস নাইনে পড়ে আর বড় ছেলে কুড়িগ্রাম পলিটেকনিক কলেজে। পড়ুয়া বাচ্চারা অনেকের মত অনলাইনে ক্লাস করতে পারছেনা কেন জানেন? কারন তাদের একটা এন্ড্রয়েড মোবাইল ফোন নেই।

শুরুর দিকে কিছুদিন পাশের বাসার একজনের মোবাইলে ইন্টারনেট প্যাক কিনে দিয়ে দিয়ে ছেলেমেয়েরা দু’জনেই অনলাইন ক্লাস করছিলো। কিন্তু অর্থাভাবে মিঠু ভাই নিত্যদিন কুলিয়ে উঠতে পারেনা। তাছাড়া যার মোবাইল তারও ব্যক্তিগত কাজ থাকে নিজের মোবাইলে।

মিঠু ভাইয়ের রিক্সায় যেতে যেতে এসব শুনে খারাপ লাগছিলো। অনলাইন ক্লাস করার সামর্থ্য আসলেই সবার নেই। সাধ ও সাধ্যের মেলবন্ধন সে সুদূরপরাহত!

১০৮৪জন ৯২৩জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ