
নিভে-যাওয়া-সূর্য-কালে
কী-আর করার/ভাবার থাকে,
সটান পরিপাটি মুগ্ধতার নিঃশব্দতায়;
ইচ্ছে ঘুড়িরা উড়ি উড়ি করে, উড়বে বলে
বিফলের টান-টান স্রোতে ভেসে গেছে
না-বলে না-কয়ে,
ডুবে যাওয়া –ভেসে যাওয়া
ডুবে/ভেসে যেতে যেতে স্নিগ্ধ স্পর্শের
রেশ এখন-অ, এই উপচে পড়া দু’কুলে।
যত্ন-বন্দি-বাক্স খুলে বিষাদ-আনন্দের
দুর্লভ খুনসুটিগুলো নেড়ে চেড়ে আলগোছে
ফেলে রাখি যত্ন-অবহেলায়, ভাবি সময় পেলে
সময় করে হিসেব নেব কড়ায়গণ্ডায়;
সে-বারে
রঙ্গিন পালের স্রোত মাঝিকে জিজ্ঞেস করেছিলাম,
ফিরতে পারবে তো? বলেছিল শক্ত করে,
কক্ষন ও না;
মনে মনে ভাবি, বেশ তো, তাই যেন হয়!
এমন কথার জয় জয়কার যেন হয়।
মাঝরাতে ঘুম ভেঙ্গে অবাক বিষ্ময়ে দেখি
আবছায়া মত, ছত্রিশ-পাটি দাঁত মেলে
হেসে বেড়াচ্ছে এক কুহকের শাঁকচুন্নি।
ছবি নেটের।
২৭টি মন্তব্য
সুরাইয়া পারভীন
তারমানে এতোক্ষণ স্বপ্ন দেখছিলেন
শাঁকচুন্নির বুঝি ছত্রিশ-পাটি দাঁত হয়!
ছাইরাছ হেলাল
ওদের দাঁত বাহান্ন পাটি ও হতে /দেখাতে পারে, ব্যাপার না কোন।
স্বপ্ন দেখতে হবে কেন! ওরা তো আমাদের সাথে সাথেই পাশে পাশেই আছে/থাকে, দেখি বা না দেখি।
ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
যা বাব্বা! এ তো রীতিমতো জীবন্ত বত্রিশ পাটি দাঁতওয়ালী। খুব সাবধান কিন্তু এখনোই না আবার ঘাড়খান দেয় মটকানী
ছাইরাছ হেলাল
দুয়ায় রাখলেই সব ফকফকা থাকবে।
সুরাইয়া পারভীন
আপনি আমাগো শাঁকচুন্নী কইবেন
আবার দোয়াও চাইবেন 😏👻👻
ছাইরাছ হেলাল
আগে তাহলে বাহান্ন পাটি দাঁত দেখান !!
যদি তা না দেখতে পারেন তবে দুয়া মাস্ট, মনে রাখতে হবে।
সুরাইয়া পারভীন
দুয়া দাওয়া যা লাগে দেওয়া হবে
আপনি আগে দেখান বাহান্ন পাটি দাঁত-ওয়ালী শাঁকচুন্নী
ছাইরাছ হেলাল
আপনি/আপনারা (প্রায় সমগোত্রীয়) এদের(বাহান্ন পাটিদের) দেখতে পাবেন-না ,
তবে হোঁৎকা মামদো, মেছো, গেছো ভুতদের হর হামেশাই পাবেন, পাশে পাশে !!
দুয়া কিন্তু চালু থাকবে।
সুরাইয়া পারভীন
সে আমি সবসময় চালু রাখি/ রাখবো না চাইলেও।
হোঁৎকা মামদো, মেছো, গেছো ভুতদের হর হামেশাই পাবেন, পাশে পাশে !! এদের অস্তিত্ব নিয়ে সংশয় থাকলেও কল্পনায় তো সবই সম্ভব তাই না
আচ্ছা যা হোক। ইচ্ছে করে জ্বালানোর জন্য আমি দুঃখিত ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
এ কেমন তর কথা!!
আমরা তো আমরাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার ঝাড়ফুকের দরকার আছে আপনার এতো সুন্দর লেখনীতে শাকচুন্নী , ভুত, প্রেত এসব আসে কেন!! বিষাদ আনন্দের হিসাব করে কি লাভ বিষাদের পাল্লাটাই ভারী হবে? ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
কড়া ওঝা আমিও খুঁজি, যেন অঝার ঘিলু নড়ে-চড়ে না যায়।
তবুও আন্নদ-বিষাদ গুলো নজরে আনা খুব দরকার।
আপনিও ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
“যত্ন-বন্দি-বাক্স খুলে বিষাদ-আনন্দের
দুর্লভ খুনসুটিগুলো নেড়ে চেড়ে আলগোছে
ফেলে রাখি যত্ন-অবহেলায়, ভাবি সময় পেলে
সময় করে হিসেব নেব কড়ায়গণ্ডায়;”
আমরা সবাই কবির মতো
সময় গুনি আশায় আশায়।
মধ্যরাতের শাঁকচুন্নির বিষন্নতায়।
ভাল থাকবেন শুভ কামনা।
( যত্ন-অবহেলায়। নাকি অযত্ন-অবহেলায় হবে বুঝা বড় দায় )
ছাইরাছ হেলাল
আসলে ভাল ও মন্দ দুটোকেই বোঝানোর চেষ্টা করেছি অমন করে।
ভাল থাকবেন ভাই।
তৌহিদ
সব ইচ্ছে সবসময় পূরণ হয়না। স্বপ্ন মাঝেমধ্যে দুঃস্বপ্ন হয়েও ধরা দেয়।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
স্বপ্নগুলো পরিপূর্নতা আনে দুঃস্বপ্ন ভেদ করে।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
মাঝেমধ্যে ইচ্ছেরা মুখ ফিরে থাকায়।
তবুও ইচ্ছে নিয়ে বাঁচতে হয়।
এসবের মাঝে শাঁকচুন্নি কেমন করে প্রবেশ করলো,দাদা?
ছাইরাছ হেলাল
এরা সব সময় আবছায়া হয়ে পাশে থাকে, দেখা যায়-না , দেখা দেয়-না।
ইচ্ছে আমাদের বাঁচিয়ে রাখে।
ধন্যবাদ আপনাকে।
রেহানা বীথি
শাকচুন্নির তো ভাবের রাজ্যে যাতায়াতের বড় শখ!
হিসেব আমিও নেবো ভাবি, কিন্তু আলগোছে পড়েই থাকে সব।
কবিতা ভীষণ ভালো লাগলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
খুব সাবধান, এদের থেকে, ভুজুং ভাজুং দিয়ে মাথা আউলা করে দিয়ে মজা লয়।
জীবনের হিসেবে অবহেলে পড়ে পড়েই থেকে যায়।
ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
রাত্রে পড়বনা ডর করবে।
ছাইরাছ হেলাল
খুবই ঠিক কথা , সাবধানে থাকায় উত্তম।
ধন্যবাদ।
আরজু মুক্তা
ভয় মনে থাকলো শাঁকচুন্নি রাতে গো হানা দিবেই।
ভয়কে জয় করুন। ভালো থাকুন। গান শুনুন। ব্যয়াম করুন। রিল্যাক্স। এবং ঘুম দেন শান্তির।
শুভ কামনা
মোঃ মজিবর রহমান
দারুন বললেন আপু।
ছাইরাছ হেলাল
আপু সব সময় ই ভাল বলে !!
ছাইরাছ হেলাল
আপনি কী কোন ওঝা!! কবজের ব্যবস্থা দিলে ইপকৃত হইতাম !!
ধন্যবাদ দিলাম।
আরজু মুক্তা
ওঝা না মনোবিজ্ঞানী 😂😁