
মনে হল কেউ ডাকছে, অথচ আমি এখন দীর্ঘ ঘুমে।
তবুও শুনতে পেলাম, ডাকছে কেউ।
কে ডাকছে? কে ডেকে ডেকে ভাঙাতে চাইছে নিরবচ্ছিন্ন অবসর? আমি তো ঘুমোতে চাই।
বার বার আঘাতে পাইনি একটানা অবসর। পাইনি এমন করে ঘুমোনোর সুযোগ। তবে কেন…?
বহুকাল ধরে পুরুষেরা ঘুমোতে দেয়নি আমাকে। আশা নিয়ে জেগে ছিলাম, সবকিছু মানুষের হবে। না নারীর না পুরুষের, শুধু মানুষের। হয়নি। অথচ জেগে থেকে থেকে যখন ঘুমিয়ে পড়েছে ক্লান্ত চোখ, তখন কে ডাকে? কে ডেকে দেখাতে চায় ধর্ষণের সচিত্র প্রতিবেদন? মৃতদেহে উপগত কামজ্বরে আক্রান্ত পুরুষ আমার ভূ-ত্বকে?
২৪টি মন্তব্য
শামীম চৌধুরী
ইদানিং দেশে ধর্ষনেক মাত্রা বেড়েই যাচ্ছে। মানুষের নোংরা মনের পরিচয় সহ নারীর দেহের উপর কেন? নারীর কি জন্ম শুদু তার দেহ বিলিয়ে দেবার জন্য? সেও তো মানুষ। তারও তো অধিকার আছে পুরুষের মতন বাঁচার? এই প্রশ্নগুলো ঘুরপাক খায়। ধর্ষকদের রুখে দেবার কোনই কি প্রতিকার নেই?
রেহানা বীথি
নৈতিক অবক্ষয়ের চরম সীমায় পৌঁছে গেছি আমরা। ভালো থাকবেন ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
ধরিত্রী হোক মানুষের
জাগুক বিবেক
উপড়ে ফেলুক বিকৃত রুচির
কাপুরুষদের
প্রমান হোক ধরিত্রী
তুমি নও ধর্ষকদের।
ভাল থাকবেন। শুভ কামনা।
রেহানা বীথি
আপনিও ভালো থাকবেন দাদা।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার, অনবদ্য আপু । আমাদের আর মানুষ হয়ে ওঠা হলো না সেখানে বৈষম্য দূর হবে কিভাবে? ধর্ষণ তো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে দেখতে না চাইলে ও দেখতে হয় , শুনতে হয় সেসব রগরগে বর্ণনা। শুভ কামনা রইলো
রেহানা বীথি
অনেক ভালোবাসা আপু।
ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
ধিক্কার ও ঘৃণা জানাই জানোয়ারদের
রেহানা বীথি
ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
এত জ্বলন্ত ভাবে কীকরে লেখেন তাই ই ভাবছি।
এত অল্প কথায়!!
সময় এমন ধর্ষণ-জরিত।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
চমৎকার লিখেছেন। আমিও চাই সবকিছু মানুষের হোক।
“ঘুমিয়ে পড়েছি” হবে কি?
রেহানা বীথি
ওখানে ‘ঘুমিয়ে পড়েছে ক্লান্ত চোখ’ লিখেছি। ভালো থাকবেন সবসময়।
শুভকামনা রইল।
হালিম নজরুল
ধন্যবাদ আপা। অসতর্কভাবে পড়েছিলাম নিশ্চয়ই।
রোকসানা খন্দকার রুকু
জাগতে হবে পুরুষ সমাজকে। নারীরাও মানুষ , রক্ত মাংসের মানুষ। তীব্র প্রতিবাদ জানাই। ধর্ষকরা নপুংসক তারা পুরুষ নয়।
এমন জ্বালাময়ী লেখা পড়তে ভালো লাগে।
শুভ কামনা। শুভ সকাল।
রেহানা বীথি
অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবসময়।
খাদিজাতুল কুবরা
দুর্দান্ত প্রতিবাদীী কলমকে শ্রদ্ধা জানাই। আরও লিখুন আপু। নরপশুদের যদি আল্লাহ পাক হেদায়েত দান করেন তবেই হয়তো সবকিছু ঠিক হবে। নয়তো নয়।
মিডিয়ার কল্যাণে প্রচারে অপরাধের প্রসার ছাড়া আর কিছু দেখতে পাই না।
রেহানা বীথি
ভালোবাসা আপু।
ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
ঘুমাবো না। জেগে জেগে সবটারে নপুংসক করতে হবে। এতে যদি সমাজ ভালো হয়।
রেহানা বীথি
ভালোবাসা জানবেন আপু।
ভালো থাকুন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
মানুষ দিনদিন পাশবিকতায় মেতে উঠেছে।
তাই প্রকৃতিও মানুষের উপর বিরূপ প্রভাব ফেলছে।
কোন পুরুষই ধর্ষক নয়,
পুরুষের মাঝে বাস করা কিছু পশুই ধর্ষক।
যারা পাশবিকতায় মেতে উঠেছে তাদের এই ঘৃণ্য তাবা মুড়িয়ে দেওয়া হোক।
.
সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবাদী লেখনী, দিদি।
রেহানা বীথি
ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
অল্পকথার লেখা বলেছিলেন! কিন্তু এর ভাবগাম্ভীর্যতা বিশাল। লিখতে গেলে অনেক সময় লাগবে।
নারীদের জন্ম থেকে মৃত্যু আলতো ঘুমের ঘোরে এক বিভীষিকারর মধ্যেই পার হয়। শকুনের চোখ ফাঁকি দিয়ে একটু শান্তি খুঁজে পাওয়াই দায়!
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা সবসময়।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
সমস্যা হলো- আমরা মানুষ হবার শিক্ষা পাইনা। পাই ধার্মিক হবার, তাও পরকালের জন্য।
বেহেশতের আশায় আমরা দোজখ বানিয়ে ফেলি আমাদের সমাজকে।
দুই তারিখ পোষ্ট দিলেন, আর গতকালই আমরা জানলাম অমানুষদের দ্বারা সংঘটিত চরম অমানবিকতার এক ঘটনা।
ভালো থাকুন আপু। শুভ কামনা।