
আজ ২৩শে সেপ্টেম্বর,
আজ শুভ জন্মদিন তোমার।
কত শত লেখক, কবিবর লিখে যায় প্রাণের শব্দভান্ডার,
হাসিমুখে বরণ করো নবীন লেখক, কবি, ছড়াকার।
সবার মন্তব্যের ভাঁজে থাকে অনুপ্রেরণা, আশীর্বাদের ঝড়-
নবীন-প্রবীণ ব্লগারগণ সোনেলায় মিলেমিশে হয় একাকার।
আছেন সবার উপরে সবার প্রিয় ইকরাম দাদা ভাই,
সোনেলার ব্লগে যার কোনো জুড়ি নাই।
আছেন সবার প্রিয় মহারাজ নিজ মহিমায়,
মন্তব্য করেন সবার লেখায় অবিরাম নিগূঢ়তম ভালোবাসায়।
মমি ভাইয়ের লেখনীতে মাটির গন্ধ পাই,
মন্তব্যে ভালোবাসা ও কৃতজ্ঞতা দুটোই খুঁজে পাই।
মুজিবর ভাইয়ের লেখা কম ,
তবুও সবার মন্তব্যে হাজির থাকেন অবিরাম।
বন্যা আপুর লেখায় মন্তব্য করা বড়ই দুঃসাধ্য ব্যাপার,
সহজ ভাষায় কঠিন ভাবগাম্ভীর্যে করে যান কথোপকথন বিশ্বমানের।
সুপায়ন দাদা লিখেন কবিতা সমসাময়িক বিষয়ে,
মন্তব্য করেন সব লেখায় ছন্দ মিলিয়ে।
নিতাই দাদার লেখায় থাকে জীবনের সংগ্রাম,
মন্তব্যে রেখে যান সবার জন্য সম্মান , শ্রদ্ধা অবিরাম।
তৌহিদ ভাই সমসাময়িক, কবিতায় আছেন সেরা হয়ে,
সুচিন্তিত মতামত আর মন্তব্যে থাকেন এগিয়ে।
সাবিনা আপুর লেখায় প্রেমের সহজ সরলতা,
সবার মন্তব্যে রেখে যান সর্বদা বিশালতা।
কামাল ভাইয়ের ছবি ব্লগের হয়না তুলনা,
অসম্ভবকে সম্ভব করাই ওনার বাঁচার প্রেরণা।
শামীম ভাইয়ের বিষয়বস্তু যদিও পাখিদের নিয়ে,
বন্যপ্রাণীও আছেন সমান তালে- পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সাথে নিয়ে।
রেহানা আপুর গল্প মন কেড়ে নেয়,
মিষ্টি আপুর মিষ্টি মন্তব্য হৃদয় ছুঁয়ে দেয়
আরজু আপু আছেন বিষয়ের বৈচিত্র্য সমাহারে,
বানানের ভুল ধরেন মন্তব্যের খাতিরে।
ইঞ্জা ভাইয়ের গল্প আর সমসাময়িক চমৎকার শিক্ষণীয়,
সবাইকে আপন করে হয়ে যান অতুলনীয়।
সুরাইয়া পারভীন একান্ত অনুভূতি লিখে যান সতত,
সবার ভালোবাসা আর অনুপ্রেরণায় ধন্য হন অবিরত।
নাজমুল ভাইয়ের ছোট্ট কবিতায় থাকে কঠিন বাস্তবতা,
সারমর্ম বের করতেই হারিয়ে যায় মন্তব্যের পাতা।
অনন্য ভাইয়ের শব্দবুননে বিমোহিত হয় সবাই,
অনেক দিন ধরে তারে খুঁজে না পাই।
এস. জেড বাবু ভাই ও আছেন দূরে সরে,
তবুও আছেন সদাই সবার অন্তর জুড়ে।
নতুনদের আগমনে মুখরিত সোনেলার আঙ্গিনা,
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, কাউকেই ভুলিনা।
আট বছর পূর্তিতে জানাই একরাশ শুভেচ্ছা,
সবাই থাকবো এক হয়ে সোনেলায়-এই হোক ইচ্ছা।
৪৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
প্রথম হইলাম।
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভেচ্ছা। 💓💓। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা রইল
মোঃ মজিবর রহমান
আপনাকেউ অন্তএমম থেকে সোনেলার সোনালীয় শুভেচ্চছা নবম বছরের।
আরজু মুক্তা
দিদি, এভাবে আমায় তুলে ধরলেন! কৃতজ্ঞ আমি! সহ ব্লগার আর সোনেলার ভালোবাসায় সিক্ত আমি।
সোনেলা দীপ্ত পদে এগিয়ে চলুক।
আপনার কবিতার জন্য থাকলো শুভেচ্ছা অহর্নিশ।
আর সোনেলার জন্মদিনে থাকলো ফুলেল ভালোবাসা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু 💓🌹। ভালোবাসা অবিরাম
খাদিজাতুল কুবরা
বাহ্ দিদি চমৎকার লেখনশৈলীতে প্রিয় ব্লগারদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
আপনি সবার কথা লিখেছেন, আমি আপনার কথা বলছি,
ফাল্গুনী দিদি প্রায় সকলের লেখা পড়েন,
সুন্দর উৎসাহ ব্যাঞ্জক মন্তব্য করে শীর্ষ লিস্টে ও থাকেন।
কালজয়ী কবিতা নিজেও লিখেন।
কঠিন শব্দের কারুকাজেে সাজা দুর্বোধ্য জটিল সমীকরণ।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই নবম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। এখানে সবাই প্রিয় ব্লগার, সবার মন্তব্যে প্রতিনিয়ত আশীর্বাদ পুষ্ট হই। যাদের পেয়েছি প্রথম থেকেই তাদের নিয়ে পোষ্টমর্টেম করলাম আরকি। নতুনদের জন্য শুভকামনা ,কখনোই ভুলবোনা কাউকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরত। শুভ সকাল আপু
খাদিজাতুল কুবরা
কারুকাজে সাজান
তৌহিদ
লেখা পড়ে অভিভূত হলাম আপু। সবাইকে নিয়ে এসেছেন!
কি দারুণ! লেখা পড়ছি আর ফুল ঝরছে!! অভিনন্দন সবাইকে।
সোনেলার জন্মদিনে এত চমৎকার একটি লেখা দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
সবাইকে আনা তো সম্ভব হয়নি সময়ের অভাবে , শুধু প্রথম থেকেই যাদের পাচ্ছি তাদের কয়েকজন কে নিয়ে লিখলাম । শুভ জন্মদিনের শুভেচ্ছা রইলো। শুভ সকাল
তৌহিদ
একটা লেখায় সবাইকে আনা সম্ভবও নয়। যারা নিয়মিয় ব্লগে আসেন লেখায় তারাই আসবে এটাই স্বাভাবিক।
বন্যা লিপি
বাহ্ বাহ্ বাহ্👏👏👏 এত চমককার বর্ননা? কিন্তু একটা বিষয় স্পষ্ট। আমি বন্যা লিপি সবার কাছেই একই রকম ফিডব্যাকিং পেয়ে যাচ্ছি। কঠিন আর রেপুটেশনের ১২টা বাজানো ১৩টা। নাহ্ আমার সুবোধ হওয়া হইলো না।
এই রেপুটেশন নিয়া আমার আর পলানো ছাড়া উপায় নেই।
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
আরে নাহ কি যে বলেন আপনি আছেন বলেই আমরা লেখায় ভাবনার খোরাক খুঁজে পাই, মন্তব্যে ভালোবাসা ও শিক্ষা দুটোই পাই। নবম বর্ষ পূর্তিতে শুভেচ্ছা ও ভালোবাসা
ফয়জুল মহী
দীর্ঘায়ু হোক, জয়তু সোনেলা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। নবম বর্ষ পূর্তিতে শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা
প্রদীপ চক্রবর্তী
চমৎকার কাব্যকথনের সমাহারে প্রস্ফুটিত সোনেলা।
সকালবেলা ব্লগে প্রবেশ করেই দেখছি ফুল ঝরছে।
তা দেখে মন ভরপুর হয়ে গিয়েছে।
.
সত্যিই দিদি বেশ ভালো লিখেছেন।
শুভ জন্মতিথি সোনেলা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা শুভ জন্মদিন এর শুভেচ্ছা রইল। সময়ের অভাবে সবার নাম উল্লেখ করতে পারিনি। জয়তু সোনেলা, জয়তু সোনেলার ব্লগারগণ। শুভ কামনা রইলো। শুভ সকাল
রেহানা বীথি
বাহ্ বাহ্ দারুণ!!
এ কবিতার কোনও তুলনাই নেই।
অনেক শুভেচ্ছা সোনেলা।
ভালোবাসা অবিরত তোমার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানবেন। আপনার সুন্দর, মিষ্টি লেখা ও মন্তব্য দুটোই খুউব মিস করি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল
ছাইরাছ হেলাল
সুপর্ণা ফাল্গুনীর কথা লিস্টে বাদ পড়ে গেছে, যোগ করে দিন।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এমন দিনে।
আপনি এখন সোনেলার, সোনেলা এখন আপনার।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
নবম বর্ষে পদার্পনের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আমাকে নিয়ে তো আমি লিখবো না শুধু জানি সোনেলার আঙ্গিনায় ভালোবাসার বৃষ্টি ঝড়ে যার ভাগীদার অবশ্যই আমিও। শুভ সকাল
ছাইরাছ হেলাল
আমাদের বাজাতে বলছেন আপনার ঢোল!!
শেষে আবার কী না কী দাঁড়ায় !!
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে সিক্ত হই বারবার আপনারা যা বাজাবেন তাতেই আমি ধন্য হবো। শুধু বকা না দিলেই হলো 😋😋।
খাদিজাতুল কুবরা
ভাইয়া মন্তব্যেে কিছুটা যোগ করে দিয়েছি।
ছাইরাছ হেলাল
একদম ঠিক কাজ করেছেন,
ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
সোনেলার জন্মদিনে
সোনেলার সোনাঝরা নক্ষত্রদের
নিয়ে দারুণ দারুণ বন্দনা 👏👏👏
চমৎকার পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই
আপনাদের সবার স্নেহ ভালোবাসায় আন্তরিকতায় বেঁচে থাকতে চাই আরো দীর্ঘ এক জীবন।
পরিশেষে বলতে চাই…
ভালোবাসি সোনেলাকে
ভালোবাসি আপনাদের সবাইকে💜💜
সোনেলার নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে
সোলেনার সাথে বসবাসকারী সবার জন্য রইলো
আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। আপনার জন্য ও শুভকামনা রইলো। জয়তু সোনেলা
আলমগীর সরকার লিটন
শুভ জন্মদিন জানাই শুধু
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ জন্মদিন শুভ হোক। জয়তু সোনেলা
ত্রিস্তান
শুভেচ্ছা সতত সোনেলার জন্মদিনে এমন সুন্দর সাবলীল ছন্দে সবাইকে এক বন্ধনীতে আবদ্ধ করার জন্য ধন্যবাদ ।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও ধন্যবাদ অনেক দিন পর আপনার লেখা ও মন্তব্য পাওয়ার জন্য। জন্মদিনের শুভেচ্ছা রইলো। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
দিদি আমার লিখেন ভাল
কবিতায় আর ছন্দে।
অনুপ্রেনায় সবার সেরা
সমালোচনা মন্দে।
সোনেলার জন্মদিনে শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
জিসান শা ইকরাম
সোনেলার অষ্টম বর্ষপূর্তি এবং নয় বছরে পদার্পনের এই দিনে অনেক অনেক শুভেচ্ছা ছোটদি।
বিশাল এক ছন্দে মিলানো কবিতা লিখেছো সবাইকে নিয়ে আজকের দিনে।
সবাই যে ধরনের লেখা এবং মন্তব্য করেন, সবাইকেই নিয়ে এসেছ তেমন ভাবেই।
খাদিজাদুল কুবরা লিখেছে তোমার কথা, এটুকু বাদ পরে গিয়েছিল কবিতা থেকে।
সোনেলা এবং সোনেলার সবাইকে কতটা ধারন করলে এমন কবিতা লেখা যায়, তা সহজেই বুঝা যায়।
শুভ কামনা ছোটদি,
শুভ ব্লগিং।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই আপনার জন্য ও শুভকামনা ও সোনেলার জন্য শুভেচ্ছা। চেষ্টা করেছি সবাইকে আনার জন্য কিন্তু সবাইকে মেনশন করতে পারিনি। নতুনদের নাম মেনশন করিনি সময়ের অভাবে। ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন। জয়তু সোনেলা জয়তু সোনেলার ব্লগারগণ
সুপর্ণা ফাল্গুনী
আমার কথা হলো আমি সবার ভালোবাসায় ধন্য , কাউকেই ভুলিনা, একসাথে থাকার ইচ্ছা কবিতার শেষে এগুলো আমার জন্য ই
রেজওয়ানা কবির
প্রত্যেককে এত সুন্দরভাবে আলাদা আলাদা বৈশিষ্ট্যে তুলে ধরেছেন আপু সত্যি প্রশংসনীয়। খুব ভালো থাকুন।শুভকামনা,অতুলনীয়, চমৎকার ভাবের প্রকাশ।ভালোবাসা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু 💓🌹। আপনাদের ভালোলাগা তেই আমার লেখার সার্থকতা। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা রইলো। আপনার জন্য ও শুভকামনা অহর্নিশি
সামশুল মাওলা হৃদয়
সোনেলার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নয় বছরে পদার্পন দিবসে আপনাকে আন্তরিক শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন
হালিম নজরুল
অন্তহীন শুভেচ্ছা ও শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
এতো ছোট মন্তব্যে আজকের দিনে মন ভরলো না। শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য ও সোনেলার সবার জন্য
শামীম চৌধুরী
সোনেলা জন্মদিনে শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া এমন দিনে এতো ছোট মন্তব্য দিলে হবে না। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন পাখির বর্ণনা নিয়ে হাজির হোন। জয়তু সোনেলা