
নয় নয় করে নয় বছরে পদার্পণ করলো সোনেলা। আমার উপস্থিতি কতদিনের? বছর পেরিয়েছি।
ব্যস?
না, ব্যস নয়।
এই এক বছরে বেশ কিছু হাবিজাবি পোস্ট দিয়ে মাথা ধরিয়েছি সবার। তবে কারও মাথা ধরিয়ে যে ভালোবাসা পাওয়া যায়, তা সোনেলায় না এলে জানতেই পারতাম না। সেদিক থেকে দেখলে, কারও ভালোবাসা পেতে চাইলে আগে মাথাটা ধরিয়ে দাও, ব্যস… কাজ হাসিল!
কিন্তু… বুঝেশুনে মাথা ধরানোই উত্তম, নইলে আবার হিতে বিপরীত হতে পারে।
তো যা বলছিলাম… সোনেলার জন্মমাস। এই সেপ্টেম্বরের কোনও এক দিনে জন্ম হয়েছিল সোনেলা ব্লগের। দিনটি ঝাঁঝালো ছিল না বৃষ্টিমুখর ছিল, না-কি ছিল থমথমে, তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল, একটি সৃষ্টি…একটি জন্ম। আর যেকোনও জন্মই আনন্দের। যেকোনও সৃষ্টিই আমাদেরকে নতুন কিছু বার্তা দেয়, ভাবায়, ভাবনার প্রতিফলন ঘটায়। আর সোনেলা তো কয়েকজন গুণী, নিষ্ঠাবান, সহৃদয় মানুষের ভাবনার যথার্থ প্রতিফলন। তাঁদের স্বপ্নের বাস্তব রূপ। এই স্বপ্ন যেন উদার আকাশে নির্বিঘ্নে ডানা মেলে উড়ে বেড়াতে পারে, সেজন্যে তাঁদের চেষ্টার ত্রুটি নেই।
আমরা… আমিসহ সোনেলার সমস্ত সদস্য, ব্লগারগণ তাঁদের এই স্বপ্নের এক অবিচ্ছেদ্য অংশ। দুঃখ-সুখে আমরা পাশাপাশি চলি। কেউ হয়তো সাময়িক দূরে সরে থাকি জাগতিক কারণে, তবু হৃদয়ে আমাদের সোনেলার বাস।
সফলভাবে আটটি বছর সম্পন্ন করার জন্য সোনেলাকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাই। এই উঠোনের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আগামী আরও বেশি সুন্দর হোক, সফল হোক। সবার পদচারণায় সর্বদা মুখর থাকুক প্রিয় সোনেলার মায়াবী উঠোন।
৩১টি মন্তব্য
তৌহিদ
আপনি সোনেলায় নিজের সাহিত্যকর্ম দিয়ে আমাদের পাঠককে অনুপ্রাণিত করেছেন। সোনেলায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সহব্লগার হিসেবে আপনাকে পাশে পেয়ে আমি গর্বিত। তবে নিয়মিত আসবেন এটাই প্রত্যাশা আপু। হাজার হলেও সোনেলা আপনারও ভালোবাসার প্লাটফরম তাই নয় কি?
লেখা পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা আপনাকেও।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাই। সারাদিন যায় কাজে-কর্মে, রাতে বসি লিখতে। কিন্তু রাত তো শুধু লেখার জন্যে নয়, ঘুমানোর জন্যেও। ভোরবেলায় উঠে আবারও কাজ। এভাবেই চলছে ভাই। পিঠের ব্যথা বেশ কাবুও করে ফেলেছে কিছুদিন ধরে। যাইহোক, সোনেলার বন্ধনে জড়িয়ে পড়েছি। সবার ভালোবাসা আমার সঙ্গী। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
আপু, নিজের যত্ন নিন। সবার জন্য শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
আপু মনে হয় খুব ব্যাস্ত নতুবা কোন সমস্যায় আছেন নইলে সোনেলা জন্মোৎসব এ এতো সংক্ষিপ্ত পোষ্ট আপনি দিবেন আমার অন্তত তা মনে হয় না।তবে হ্যা শেষ মুহুর্তে হলেও যে সোনেলাকে ভালবেসে পোষ্টটি করেছেন তাও কিন্তু সোনেলার জন্য বড় প্রাপ্তি।কারন উপহার ছোট বড় যাই হোক তা সন্মানের।
আপনি আপনার লিখুনির যোগ্যতায় সোনেলায় আপনার একটা শক্ত অবস্থান করে নিয়েছেন আর আমরা পাঠককুল আপনার কিছু লেখা পড়তে পেরে সোনেলার সুখে দুখে আপনাকে পেয়ে আমরা আনন্দিত গর্বিত।আপনর সাফল্যতা আমাদের গর্ব করবে, সোনলাকে করবে গর্বিত।
জয়তু সোনেলা।ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
রেহানা বীথি
ব্যস্ততা তো সবসময়ের সঙ্গী ভাই। তাছাড়া নানা দিক থেকে সব মন খারাপের বার্তা আসে, নিজেও অসুস্থ কিছুটা। এরমধ্যে আবার লেখালেখির ধাক্কা। জটিল অবস্থা। তবুও ভালোবাসার টানে সোনেলার জন্মমাসে সামান্য অবদান রাখার লোভ সামলাতে পারলাম না। ভালো থাকবেন সবসময়। জয়তু সোনেলা।
মনির হোসেন মমি
হুম।আপনিও ভাল থাকবেন।নিরাপদে থাকবেন।সকল মুশকিল আসান হউক।আমীন।
ইঞ্জা
আপনার প্রতিটি ব্লগ পোস্টই সবসময় অসাধারণ এবং গঠনমূলক ছিলো, ব্লগে কখনো ছাইপাঁশ দিয়ে লিখে লাভ পাওয়া যায়না আপু, আপনি যে ভালো লেখেন তা আমরা সবাই জানি।
শুভকামনা জানবেন আপু।
রেহানা বীথি
আপনাদের ভালোবাসা পেয়েছি, এর চেয়ে বড় আর কী হতে পারে ভাইয়া।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা নিরন্তর।
ইঞ্জা
ভালো থাকবেন আপু।
হালিম নজরুল
আট বছরটা আশি হোক এবং আশি থেকে আট শত। এভাবেই সোনেলা সফলতা নিয়ে এগিয়ে যাক অনন্তকাল।
রেহানা বীথি
তাই যেন হয়।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা নিরন্তর।
ফয়জুল মহী
অত্যন্ত চমৎকার ভাবে সাজানো গোছানো লেখাটি ।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
আপু হাবিযাবি আপনার কোন লেখা
তো চোখে পড়ল না
ভাল লেখেন বলে তাই বলতে চান না।
সোনেলার সাথে আপনার জন্যও শুভ কামনা।
রেহানা বীথি
আপনার জন্যেও শুভকামনা দাদা।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনি যদি বলেন হাবিজাবি লিখেন তাহলে আমরা কৈ যাবো? আপনার সুন্দর লেখনীর জন্য, মন্তব্যের জন্য ই সবার ভালোবাসা পেয়েছেন, পাবেন। আমাদের আর বঞ্চিত করবেন না আপনার সুন্দর লেখা থেকে। জয়তু সোনেলা। আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা রইল
রেহানা বীথি
পিঠের ব্যথায় ভুগছি আপু কিছুদিন ধরে। আপনাদের কথা মনে থাকে সবসময়। নিয়মিত হতে পারি না সেজন্যে খারাপ লাগে খুব।
ভালো থাকবেন সবসময়। ভালোবাসা রইল আপু।
সুরাইয়া পারভীন
কোথায় বলে
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে
সোনেলা এবং সোনেলার উঠানে বিচরণ করা সমস্ত ব্লগারই একে অপরকে ভালোবাসায় বেঁধে রেখেছে। সোনেলার পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক সেই কামনাই করছি।
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেহানা বীথি
ভালো থাকুন আপনিও।
শুভকামনা নিরন্তর।
আরজু মুক্তা
আপনার গল্পগুলো অসাধারণ হয়।
আপনার সুস্থতা কামনা করছি। শুভকামনা
রেহানা বীথি
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
শামীম চৌধুরী
সাবলীল ভাষায় অল্পতেই খুব সুন্দর উপস্থাপনায় আপনার অনুভূতি প্রকাশে আপ্লুত হলাম আপু।
শুভ কামনা রইলো।
রেহানা বীথি
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
রেজওয়ানা কবির
শুভকামনা আপু,সোনেলাকে ধন্যবাদ।
রেহানা বীথি
ভালো থাকবেন আপু।
শুভকামনা নিরন্তর।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভ কামনা জানাই বীথি আপু
রেহানা বীথি
ভালো থাকবেন সবসময়।
রোকসানা খন্দকার রুকু
হুম আপনার সাথে একমত।সোনেলা দীর্ঘজীবী না হলে আমরা কৈ যাবো। এতসুন্দর একটা অঙ্গন।
দোয়া করি পৃথিবী ধংস হোক তবু সোনেলা বেঁচে থাক।
শুভ কামনা আপু। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
রেহানা বীথি
ভালো থাকবেন আপু।
শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
আপনার পোষ্ট পড়ে আমি গল্প লেখা শিখছি,
এই শেখাটা যদি মাথা ধরানো হয়, তবে আমি চাই প্রতিদিন আপনি এমন মাথা ধরানো পোষ্ট দিন।
মাথা ধরায় যদি ভালো কিছু হয়, তবে মাথা ধরান আপনি।
আপনার সোনেলার উঠোনে বিচরন প্রায় এক বছর চার মাস, যে ৭১ টি পোষ্ট আপনি দিয়েছেন তার প্রতিটিই মান সম্পন্ন লেখা। আপনার মত এমন গুণী লেখক পেয়ে সোনেলা ধন্য।
নিয়মিত লেখা চাই।
ভালো থাকবেন।
শুভ কামনা, শুভ ব্লগিং।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া।
শুভকামনা নিরন্তর।