
সোনেলার জন্মমাসে জানাই তোমায় সালাম
হিসাব নিকাশ করতে বসি কখন কি পেলাম।
শাহবাগের উত্তাল দিনে মুক্তিযুদ্ধের শপথ নিয়ে জন্ম সোনেলার।
তারুণ্যের জয়যাত্রার আপোষহীন উন্মাদনায় এগিয়ে চলবার।
মানুষ বলে একটি ব্লগ সোনেলা তার নাম
সুধীজনের মিলনমেলা অনেক তার সুনাম।
কেউ বা আসে গল্প নিয়ে কেউ বা লিখে স্মৃতি
অভাজনের স্মৃতি কথায় লিখেন অনুভুতি।
উপন্যাসিক রঙ ছড়িয়ে মানেন রীতি নীতি
কেউ বা লিখেন সমসাময়িক কেউবা রাজনীতি।
কেউ বা লিখেন ভ্রমণ কাহিনী নানান রঙের ছবি
বাঘ মামাকে দেখতে গিয়ে পাখি দেখার হবি।
রম্য লেখায় হাত পাখা যার হাসির খোরাক পান
শিল্পী যিনি সুযোগ পেলেই তুলে আনেন গান।
সাহিত্যের রস আস্বাদনে আনেন নানান রূপকথা
গল্পের ছলে লিখে যান মনের লুকানো ব্যাথা।
কেউ বা সিনেমা দেখে লিখেন মুভি রিভিউ
রসিক পাঠক বই পড়ে লিখেন বুক রিভিউ
ইতিহাস নিয়ে গবেষণায় এগিয়ে থাকেন যারা
সাবলীল আর বাস্তবতায় তুলে আনেন তারা।
লেখা ঝোকায় হাত পাকিয়ে এডমিন যারা হলেন
সবার লেখায় পদচারণায় উৎসাহ দিয়ে চলেন।
কেউ বা আবার কবিতা লিখে আসর জমিয়ে তুলেন
৬০০ লেখার মাইল ফলকে মহারাজা হলেন।
অনেক আছে সকল শাখায় লিখতে যারা পারেন
যোগ্যতার সাক্ষর রেখে বাজিমাৎ তারা করেন।
সব লেখাতে সবাই গিয়ে ভুল ভ্রান্তি ধরেন
তাই তো সবাই উৎসাহ পায় গুণগান করেন।
এক ঝাঁক তরুণের আলোয় বিচ্ছুরিত এক নাম
সব লেখকের উচ্ছাসে হোক সোনেলার প্রাণ।
ভালবাসার একটি নাম সোনেলা তার নাম
প্রিয়তমার জন্ম মাসে ছড়িয়ে পড়ুক সুনাম।
৩৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
ছড়াখানা ভালই লাগল কবি দা
অনেক শুভ কামনা জানাই—————
সুপায়ন বড়ুয়া
মনের খেয়ালে কাগজে কলমে স্বপ্ন সাজাই
ছড়া না অনুভুতি বুঝতেই পারি নাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
ইঞ্জা
এক ঝাঁক তরুণের আলোয় বিচ্ছুরিত এক নাম
সব লেখকের উচ্ছাসে হোক সোনেলার প্রাণ।
ভালবাসার একটি নাম সোনেলা তার নাম
প্রিয়তমার জন্ম মাসে ছড়িয়ে পড়ুক সুনাম।
চমৎকার প্রকাশ, খুব ভালো লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
কার নাম রেখে কার নাম বলি।
তাইতো আমি সোনেলার জন্মমাসে
শুভ কামনা করে ফেলি।
ভাল থাকবেন। শুভ কামনা।
ইঞ্জা
সুন্দর বলেছেন দাদা।
ছাইরাছ হেলাল
সুনাম কী আর সাধে ছড়ায়!
আছেন গুণীজন কাব্য কথায়,
সোনা ফলিয়ে সোনা ছড়িয়ে
দিব্য-নজর চোখে,
ভাই আমার সারাক্ষণ তুলে রাখেন হৃদয়ে।
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
মহারাজা কাব্য লেখে
কবিতা আর ছন্দে।
সবার আগে পাশে থাকেন
ভাল আর মন্দে।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
তৌহিদ
আপনার মতন গুনী লেখককে সহব্লগার হিসেবে পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সোনেলার আদ্যপ্রান্ত কবিতায় ফুটিয়ে তোলা এ আপনাকেই সাজে। জাস্ট অসাধারণ!
মনোমুগ্ধকর লেখাটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
একটু ফাঁকি দিতে গিয়ে
সোনেলার জন্মমাসে কবিতা দিয়ে শুভ কামনা জানালাম। যাতে কারও নাম উল্লেখ না করে ও সবাইকে আনতে পারি। আপনার থেকে ধার নিয়ে বলি। পাঠকরাই লেখকের প্রাণ।
যদিও আমি লেখক নই রাজনীতির কর্মী হিসেবে দেয়াল লিখনের শ্লোগান হিসেবে যা শিখছি তাই লিখি
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা । পড়ে ভালো লাগলো।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ মহী ভাই। কি বলে কৃতজ্ঞতা জানাব
সকল লেখায় যে আপনাকে পাই।
শুভ কামনা।
শামীম চৌধুরী
বাহ কবি বাহ।
কবিতার চয়নে ছন্দে
সোনেলার জন্ম মাসে
কি নিদারুন অনুভূতি
জানাই তার সহানুভুতি।
রইলো শুভ কামনা
আমরা আপনাকে ছাড়ছি না।
সুপায়ন বড়ুয়া
এই যে আমার পাখি ভাই
কত সুন্দর লিখে তাই
বাঘ দেখতে গিয়ে
পাখি খুঁজে পাই।
তা দেখেই মজা পাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
এই হলো আমাদের সোনেলার একজন গুণীজন। কি সুন্দর সবকিছু ছন্দে , কবিতায় মনের সব কথা লিখে যায় অবিরাম। ধন্য সোনেলা, ধন্য আমরা আপনাকে সহযাত্রী হিসেবে পেয়ে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। জয়তু সোনেলা
সুপায়ন বড়ুয়া
দিদি আমার পাশে থাকে
সকল লেখায় সবার আগে।
দিদি আমার অনেক লিখে
মাঝে মাঝে হিংসে লাগে
তাই তো আমি চেষ্টা করি
দিদির মতো লিখতে পারি।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
নাসির সারওয়ার
ছন্দ দিয়ে মারপ্যাঁচ হবেনা আমা্য দিয়ে
তাই আমি পিছু হাটছি অনেক ভয় নিয়ে
“সব লেখাতে সবাই গিয়ে ভুল ভ্রান্তি ধরেন
তাই তো সবাই উৎসাহ পায় গুণগান করেন।”
এই লাইন দুটো বেশ সাহসী। সবাই যদি মেনে নেয়, তাহলেই ভালো।
গদ্য পদ্য অনুভূতি ভ্রমণ সবই দেখলাম সোনেলাতে, কিন্ত গান গাইলেন কে! মিস করলাম কেমনে !!
ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাইজান।
ভুল ভ্রান্তি ধরেন বলেই শিখতে পারি
লেখার অনুপ্রেরণা পাই। তারা শুভাকাঙ্খি।
পিছু হটলে হবে না
না লিখলে চলবে না।
কর নিয়ে আলোচনায় আসবেন বলে আসননি।
তাই বলে তো ভাইয়ের সাথে রাগ করে থাকি নি।
আর গান কিছুদিন গান লেখা ও পাইছিলাম।
ভাল থাকবেন। শুভ কামনা।
নাসির সারওয়ার
কর লেখায় আসবো ভাই। ওটাতে সময় লাগবে ভাই।
রাগ করবেন না তা জানি বলেই অন্য লেখায় থাকছি।
ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
ভাইজানের সাথে কি রাগ করা চলে ?
আসেন তবে আলোচনার ছলে।
লেখায় থাকুন, কাজে থাকুন
ভাল থাকুন। শুভ কামনা।
বন্যা লিপি
বাহ বহ বাহ….ছন্দের জাদুকর আপনি দাদা
বলেই দিলেন কথাকাব্যে হাজার ব্যাঞ্জনা
একথালাতেই বেড়ে দিলেন পঞ্চব্যঞ্জনের স্বাদ
এমন ছন্দ আপনি আর কার হাত?
শুভ কামনায় ভালো থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
সোনেলার জন্মমাসে শুভ কামনায় একটু ব্যতিক্রম
আনতে চেষ্টা করেছি সবাইকে নিয়ে।
সবাই কত সুন্দর লিখতে পারে নানান বিষয়ে
সোনেলায় না আসলে জানাই হতো না।
তাই তুলে ধরতে চেষ্টা করেছি।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
বন্যা লিপি
আপনিও ভালো থাকবেন দাদা।আপনার নতুনত্ব খুবই পছন্দ হয়েছে।
প্রদীপ চক্রবর্তী
বাহ্ বাহ্!
কবিতার আকারে সোনেলার জন্মতিথি লিখেছেন সে তো অসাধারণ ভাবনায় ফুটে তুলেছেন, দাদা।
একরাশ মুগ্ধতা জানাই।
শুভকামনা,
শুভ ব্লগিং।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা।
সোনেলার জন্মমাসে শুভেচ্ছা জানাতে চেষ্টা করেছি
আপনাদের মতো সুন্দর লেখা লম্বা করে লিখতে পারি না তাই। আর সবার নাম নিয়ে কিছু লিখতে গেলে বিপত্তি ঘটে। তাই সবাইকে নিয়ে লিখলাম।
আপনাদের মতো লেখক পাঠকরা আছেন বলেই
সোনেলার জয়যাত্রা অব্যাহত থাকবে।
ভাল থাকবেন শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
এক ঝাঁক তরুণের আলোয় বিচ্ছুরিত এক নাম
সব লেখকের উচ্ছাসে হোক সোনেলার প্রাণ।
ভালবাসার একটি নাম সোনেলা তার নাম
প্রিয়তমার জন্ম মাসে ছড়িয়ে পড়ুক সুনাম।******
ছন্দে ছন্দে দারুন লাগলো।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
আপনারাই সোনেলার প্রাণ
তাই গেয়ে যাই আপনাদের গান।
ভাল থাকবেন। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
খাদিজাতুল কুবরা
দুর্দান্ত লাগলো দাদা।
এক কবিতায় সব বিভাগের বিবরণ দিলেন তাও ছন্দে ছন্দে।
অনেক শুভেচ্ছা রইল এমন সুন্দর কবিতার জন্য।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
সবার মনোমুগ্ধকর লেখা পড়তে পড়তে
ভাল লাগার জন্ম তাই তাদের প্রতি
কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিয়ে লিখলাম
কবিতার ভাষায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
বাহবা! বাহবা! বাহবা!
এই না হলে হয়?
সোনেলার ব্লগার
দেখে যাও সবাই।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু,
আপনারাই হলেন সোনেলার প্রাণ
তাই তো আমি সোনেলার জন্মমাসে
গেয়ে যাই আপনাদের জয়গান।
ভাল থাকবেন। সাথে আছি।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
কবিতার মাধ্যমে ছন্দ মিলিয়ে সোনেলাকে নিয়ে চমৎকার একটি পোষ্ট দিলেন দাদা।
লেখার মাঝে প্রায় সমস্ত বিভাগকেই তুলে আনলেন।
লিখলেন বাঘ মামার পোষ্টে পাখির কথা বলা, মহারেজের ৬০০ তম পোষ্ট এর কথা।
আপনার সোনেলায় আগমনের প্রথম দিন থেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে লিখে যাচ্ছেন,
মন্তব্য দিয়ে সহ ব্লগারদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।
লেখক পাঠকের সম্মিলন যে একটি ব্লগের মূল আকর্ষন তা আপনি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছে।
আপনার সমসাময়িক লেখা, কবিতা দিয়ে ব্লগকে সমৃদ্ধ করছেন।
সোনেলার মিলন মেলায় অংশ নিয়েছেন অন্তরের তাগিদ থেকেই।
সোনেলার সাথে থাকুন,
শুভ কামনা, শুভ ব্লগিং।
সুপায়ন বড়ুয়া
চেষ্টা করেছি ভাইজান এঘেয়েমি কাটাতে।
যাতে স্বপ্ন নিয়ে গল্পর মতো না হয়।
সবাই একিরকম লিখতে গিয়ে পানসে হয়ে না যায়। আবেদন হারায়।
কারও নাম না লিখে ও সবাইর প্রতি কৃতজ্ঞতা জানানো যায়। কারন সকল পাঠক ও লেখক সোনেলার প্রাণ ভোমরা। সবাই কোন না বিষয়ে বিশেষ পারদর্শী।
আর আপনার কথা কি বলবো এই মানুষটাকে হাতে ধরে ব্লগে লেখা শিখালেন। আর আমি যে পরিমান বিরক্ত করেছি আমার লাইফে আর কাউকে করি নাই আমার অজ্ঞতার কারনে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আরে বাহ্!
ছন্দে ছন্দে সোনেলার বন্দনা
ব্লগারদের নিয়ে চমৎকার উপস্থাপনা
ব্যতিক্রম স্বাদের অবতারণা
এ কেবল আপনাকে দিয়েই সম্ভব দাদা
এতো সুন্দর লেখা পড়ার সুযোগ করে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
এই যে আপু আমার কত ভাল লিখতে পারে
আগেই জানা ছিল।
কেমন করে উৎসাহটা ছন্দের তালে দিল।
আপনারাই সোনেলার প্রাণ ভোমরা।
ভাল থাকবেন। শুভ কামনা।