দেখলাম -ফোন দিয়েছিলে।
এতদিন পর -কপাল আমার মনে রেখেছ!
রিপ্লাই দেইনি -কাজ,বুয়ার জ্বর।
কিইবা বলি শুনি -সেই তো মিনিট দুই।
মা -হ্যাঁ ভালোই আছেন।
আমি -জ্বর,বেড়েছে ব্যাথা।
কাজ -সে তো চলছে উপায় নেই।
চাকরি -চলতে তো হবেই।
ওদিকের খবর -মরেছে দুজন।
সাবধানে থেক -হুম।
তুমি -আলহামদুলিল্লাহ ভালো।
আন্টি আঙ্কেল -সব ভালো।
তো আর কি? -বলব কিছু ?
বলো? -তোমায় মনে পড়ে খুউব।
পড়তেই পারে -দেখতেও ইচ্ছে করে খুউব।
লাভ নাই -ভালোও বাসি অনেক।
এই সময়ে এসব -মরার আগেও।
আমি বাসিনা -মিথ্যে,তাহলে ফোন যে!
দায়িত্ব বোধ -ওটাই তো ভালো বাসা।
আজাইরা কথা -হুম,সত্যিই তাই।
কে তুমি? -কি হলে ভালো হয়।
কিছুই না -বন্ধু জন!
আমার দরকার নাই -হবে একসময়।
আছে অনেক -হোকনা একটু ভীড়।
কেউ পারেনি -চেষ্টা করি।যদি…
ফোন নয় কেন? -কবিতাই তো ভালো।
কেন? -দুমিনিটের বেশি।
আজাইরা! -হুম,একদম আমার মতো।
ভালো থেকো -হুম তুমিও।
২৪টি মন্তব্য
শামীম চৌধুরী
ফনোলাপ তো দেখছি ভালই জমে ছিলো। ভাল লাগলো।
রোকসানা খন্দকার রুকু।
এখন তো ফোনই একমাএ ভরসা।
শুভ কামনা। ভালো থাকবেন॥
সুরাইয়া পারভীন
ভালো লিখেছেন
ভালো থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু।
আপনিও ভালো থাকবেন।
শুভ কামনা।
তৌহিদ
কথোপকথনের এই অযাচিত কথায় আসলে সব কিছুর খবর নেয়াই হয়ে গেল। এটিকে মোটেই আজাইরা প্যাচাল বলতে পারছিনা। বরং কাজের কথাই হয়েছে।
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু।
এ ছাড়া আর উপায় কি। ধন্যবাদ ও শুভকামনা।
রেজওয়ানা কবির
বাবারে এত ফোনালাপ।আমার সাথে কথা বলার সময় শুধু রাখি রাখি😋😋😋😋
রোকসানা খন্দকার রুকু।
মোটেও এত হয়নি।মাএ দুমিনিট।
কড়া গরমে কি আর ফোনালাপ জমে খোঁজ নেয়া আরকি?
সবাই দেখনা ফ্রিজে ঢুকে গ্যাছে।
শুভ সকাল।
আরজু মুক্তা
ভীড়, থেকো, ভালো, ব্যস্ত, রেখেছো, থেকো, কেনো। এই বানান গুলি ঠিক করে নেন।
আজাইরা কথা ভালো লেগেছে
রোকসানা খন্দকার রুকু।
অনেক ধন্যবাদ।শেখার কোন শেষ নেই।এরকম ভুলত্রুটি শুধরে দেবেন তাহলেই এগিয়ে যেতে পারব।
আর মাঝে মাঝে মাথা কেমন গুবলেট হয়ে যায়।
শুভ সকাল।
বন্যা লিপি
ভাগ্যিস লেখাটা চোখে পড়লো, এবং মনেও ধরলো- এবং আমার ভীষণ ভালোও লাগলো।
একটু বুঝে নিতে ঝামেলা হচ্ছিলো যদিও লেখার প্রজেন্টেসনে।
কিছু মনে করলেন নাতো এটুকু বললাম বলে?
রোকসানা খন্দকার রুকু।
আমারও তাই মনে হয়েছে কিন্তু চেষ্টা করেও ঠিক করতে পারলাম না।
“শিক্ষা হল দোলনা থেকে কবর”।মনে করলে তো শিখতে পারবনা। অবশ্যই ভালো মন্দ বলার অধিকার আছে সবার কারন আমরা তো একটা সোনেলা পরিবার।
শুভ সকাল। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আজাইরা শব্দটির ব্যবহারে লেখাটি তাল হারিয়েছে বলে মনে হচ্ছে।
সরাসরি বলতে ইচ্ছে হলো। দুঃখ প্রকাশ করছি না।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া।মনে থাকবে।
শুধরে নেবার চেষ্টা করব।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
তাল বেতাল হয়ে গেছে। তবে আজাইরা কথার ছলে সবই বলেছেন। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু।
কাজে যাওয়ার তাড়া নেই। তাই আজাইরা একে ওকে ফোনদিয়ে সময় কাটানো আরকি! নাহলে তিনি কি আর এতদিন পর ফোন দিতেন।এখন অপ্রয়োজনগুলোই মুল্যবান হয়ে দাড়িয়েছে এই বোঝাতে চেয়েছি।মনে হয় ঠিকঠাক হয়নি।
শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
আপু সারমর্ম বুঝেছি লেখাটা গুছিয়ে লিখলে অনেক ভালো লাগতো পড়তে। ধন্যবাদ আপনাকে। নিয়মিত লেখা চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির ছোঁয়া নতুনত্ব পাওয়া কবি আপু
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
জ্বি আপু আপনিও
ইঞ্জা
আজাইরা প্যাঁচাল ভালোই লিখেছেন দেশি, বেশ ভালো লাগলো।
রোকসানা খন্দকার রুকু।
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
ভালো থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
কথোপকথনে মনে হল প্রয়োজনীয় কথা, আজাইড়া নয়।
রোকসানা খন্দকার রুকু।
তাই বুঝি।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।