
আমার আমি, বড্ড অগোছালো।
আমার আমি, আগেই ছিলাম ভালো।
আমার আমি, শুধু থাকি কল্পনায়।
আমার আমি, শুধু তোমাকেই এই মন পেতে চায়।
আমার আমি,যখন তখন, যেখানে সেখানে, ঘুরে বেড়াতে ভালোবাসি।
আমার আমি, শত অবহেলার পরেও
তুমি না চাইলেও বার বার তোমার কাছে ফিরে আসি।
আমার আমি, একটু শব্দেই ভয়ে আঁতকে থাকি।
আমার আমি,এই তুমিটাকে
ভাল করে চিনতে এখনও ঢের বাকী।
আমার আমি, সবসময় নিজেকে সাঁজাতে পছন্দ করি।
আমার আমি, যখন হাতে কাঁচের চুরি,কপালে নীল টিপ পড়ি, তখন নিজের কাছেই নিজেকে মনে হয়, স্বর্গ থেকে নামা এক ডানাকাটা পরী।
আমার আমি,খুব বেশি আবেগপ্রবণ আর অভিমানী।
আমার আমি, এই সম্পূর্ন রাগী ছেলেটার ভিতরের তুমিটাকে জানি।
আমার আমি, অল্পতেই রেগে যাই।
আমার আমি, আরও বেশি ভেঙ্গে পড়ি যখন তোমাকে কাছে না পাই।
আমার আমি, অবচেতনে শুধুই তোমার ছবি এই দুই চোখে আঁকি।
আমার আমি,তোমাকে এত ভালোবাসি যে কখনো দিও নাকো ফাঁকি।
আমার আমিটা সত্যি অনেক ভাল,
কিন্তু তুমি বকা দিলে মুখটা অল্পতেই হয়ে যায় কালো।
আমার আমিটাতেই,
সারাজীবন তোমাকে বেঁধে রাখতে চাই,
আর তোমার তুমিটার মাঝে আমার আমিটাকে ধরে রাখতে চাই।।।
৩২টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার লেখা । সুন্দর l
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
নাসির সারওয়ার
আপনি আপনার মত থাকুন।
কেউ পালটাতে আসলে আমাদের (সোনেলা) ডাকবেন।
সহজ সুন্দর লেখা। ভালো লেগেছে।
রেজওয়ানা কবির
এটাইতো আমার নিজস্বতা ভাইয়া।ধন্যবা। আর সহজ ভাষায় মনের ভাব বেশি করে ফুটে ওঠে।
বন্যা লিপি
আমার আমি- এমন করে বাসতে যদি জানি ভালো! মন খারাপের মেঘগুলো সব দূরে থেকেই ভাবলো শুধু, ওই মনে জায়গা হবে নাকো।
এমনি করেই কাটুক তবে জনম;
একটা তুমি থাকুক শুধু হয়েই তোমার আপন।
রেজওয়ানা কবির
খুব সুন্দর আপু।ধন্যবাদ ভাইয়া।
রেজওয়ানা কবির
দু:খিত আপু শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
নিজেকে নিজের মাঝে আজীবন ধরে রাখুন। নিজ-নিজস্বতা যতদিন থাকবে ততোদিনই সব কিছু নিজের থাকবে, রাগ/রাগী ছেলেটাও 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
হুম আপু আপনার ককথাগুলো সুন্দর। ধন্যবাদ ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
আমিত্ব বন্দনা বেশ!
আমিত্ব বজায় থাক শত আমিত্বের মাঝে।
সবার জনা হয়েই।
ভাল লাগল।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
প্রদীপ চক্রবর্তী
তোমার তুমিটার মাঝে আমার আমিটাকে ধরে রাখতে চাই।
আমিটাই প্রাধাণ্য পাক।
শুভকামনা রইলো দিদি।
রেজওয়ানা কবির
শুভকামনা ভাইয়া।
শামীম চৌধুরী
উহু,
আমার আমি অল্পতে রেগে গেলে চলবে না। আমার আমিতেই সবার হৃদয় জয় করতে চাই। কুব সুন্দর। শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
মাঝে মাঝে রাগ হাতের বাইরে চলে যায় ভাইয়া😋
সুপর্ণা ফাল্গুনী
আমার আমি নিয়ে দারুণ কবিতা পড়লাম। আপনি আপনার নিজস্ব সৌন্দর্যে বাঁচুন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু।শুভকামনা।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির সৃষ্টিময় কথা কবি আপু
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
রোকসানা খন্দকার রুকু।
আমরা সবাই নিজের মত। চাইলেও কেউ কারও মত হতে পারবনা।আর চাওয়াটা অন্যায়।
আল্লাহ এমন করেই তৈরি করে যদি খুশি থাকেন তাহলে নিজেকে বদলাতে চাওয়া তার সাথে কনটেস্ট এ যাওয়ার মত।
শুভ কামনা ইকরি।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আমার প্রিয় টুকটুকি এইজন্যইতো তোমাকে এত,,,,❤❤❤
কামাল উদ্দিন
নিজেকে চেনা সত্যিই কিন্তু অতোটা সহজ নয়। আজকের চেনাটা কালকে মনে হয় ভুল চেনা। তবু আপনি নিজেকে চিনে সব অনুভুতিগুলো কাব্যে রূপান্তরিত করতে পেরেছেন বলে শুভেচ্ছা।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়।
কামাল উদ্দিন
আপনাকেও আন্তরিক ধন্যবাদ আপু।
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন, আমি কাব্য
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
“আমার আমি, বড্ড অগোছালো।
আমার আমি, আগেই ছিলাম ভালো।
আমার আমি, শুধু থাকি কল্পনায়।
আমার আমি, শুধু তোমাকেই এই মন পেতে চায়।”
আমিত্ব নিয়ে এমন ভাবনা কজনাই বা পারে করতে।
তাই তো আমি পড়তে গিয়ে জানা হল চিনতে।
শুভ কামনা।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
তৌহিদ
বর্তমান আমার আমিকে নিয়েই ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
আরজু মুক্তা
আপনি আপনার মতো থাকেন।
রেজওয়ানা কবির
হুম আপু সেভাবেই থাকতে চাই।