
ক্রমাগত হেঁটে যাচ্ছি শব্দ-হীনতার দিকে
সূর্যাস্ত-বেলায়, শুধুই একাকী, একাকীর পথে;
হতে পারে, সামান্য অপেক্ষা, দৈব- দেবতার,
পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো।
আপনাপন সান্ধ্য-মোড়ে হাজির আজ
অসংখ্য আনন্দ-দেবতা।
এক কালের প্রচণ্ড-সুহৃদ স্বদলে পাশ কাটিয়ে
ব্যস্ততায় চালু রেখেছে রাত্রির আনন্দ-কৌশল,
প্রবল কামের তেজ-অক্সিজেন গায়ে মেখে!!
এ এক না-ফেরার-ভেলা, ইচ্ছে উদাসীনতায়;
চাঁদের আকাশ-জালে নড়েচড়ে ওঠে
আলগোছে লুকিয়ে রাখা এক টুকরো নীলাকাশ
জিয়ন কাঠির ছোঁয়ায়, তুচ্ছ সবকিছু ছুঁড়ে ফেলে
অণু-নক্ষত্রের বুকে চিবুক চেপে, জেগে থাকি, একাকী।
ছবি নেটের।
২৮টি মন্তব্য
রেজওয়ানা কবির
আপনার লেখাগুলো খুব ভালো লাগে ভাইয়া।শুভকামনা।
ছাইরাছ হেলাল
শুভকামনা আপনার জন্য ও।
ভাল থাকুন।
বন্যা লিপি
আকাশও লুকিয়ে রাখা যায় তবে? তবে তাই থাকুক একান্ত আপন হয়ে।
ছাইরাছ হেলাল
চাইলে কত কিছুই তো লুকোন যায়, শুধু সত্যি সত্যি নিজের মত করে চাই কি না সেই আগে ঠিক করতে হবে।
ধন্যবাদ, পড়ার জন্য।
আরজু মুক্তা
এরকম মায়াবী জোসনায় হাঁটা দিলে, হৃদয় আকাশের নীল পাখিটা ডানা মেলবেই। তার মাঝে আবার শরতের আকাশ। সব ফকফকা। রোমান্টিক হৃদয় আপ্লুত হোক বারবার। একাকী নির্জনে।
ছাইরাছ হেলাল
নীল পাখি তো দেখছি মন্তব্যেই ডানা মেলেছে লেখা পেড়িয়ে।
একাকীর নির্জন্তা আমাদের সবার চাই-ই, বলি বা না-বলি।
ভাল থাকবেন আপনি নিয়মিত।
সুপর্ণা ফাল্গুনী
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের ই মাতাল সমীরণে- আপনার লেখায় গানটি মনে পড়ে গেল। এক টুকরো আকাশকে জালে আটকে রাখলে সেতো ছটফট করবেই। খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
আকাশ কিন্তু আঁটকে পরে/আঁটকে যায়/আঁটকে ফেলিও!!
গানটির কথা মনে করিয়ে দিয়ে ভালই করেছেন, আবার শোনা হলো।
আপনিও ভাল থাকবেন।
কামাল উদ্দিন
ক্রমাগত হেঁটে যাচ্ছি শব্দ-হীনতার দিকে, এটাই তো আমাদের নিয়তি। হাটতে হাটতে এক সময় নিজে শব্দহীন হয়ে কোন শব্দহীন ঘরে শয়ন, অতঃপর কি কে জানে?
ছাইরাছ হেলাল
শব্দহীনতাই আমাদের চুড়ান্ত পরিণতি, তার আর পর থাকে না, নেই- ও।
অনেক ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
পূর্ণ চাঁদের জ্যোৎস্নায় মহারাজের
একাকী জেগে থাকাটা উপভোগ্য হোক।
ভাল লাগলো শুভ কামনা।
ছাইরাছ হেলাল
দারুন করেই বলেছেন, ভাই। উপভোগ্য হোক বা না হোক,
জ্যোৎস্না আমাদের চাই-ই।
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও ধন্যবাদ। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনাকেই শুভকামনা নিরন্তর, ভাই।
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু।
সবসময় অন্যরকম স্বাদ পাওয়া যায় আপনার লেখায়।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য অনেক ধন্যবাদ।
নিতাই বাবু
আমি ভাবছি, একসময় হয়তো আমিও নিঃসঙ্গ হয়ে একা একাই সারারাত জেগে জেগে আকাশে তারাগুলো গুনবো।
কবির ভাবনার জয় হোক। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।
ছাইরাছ হেলাল
আসলে এক সময় আমাদের নিজের কাছে ফিরে যেতেই হয়/হবে।
আপনি ও ভাল থাকবেন তখন।
ধন্যবাদ।
নাসির সারওয়ার
চলে যাওয়া নিয়ে হায়পিতাস ভালো না। তার চেয়ে আনন্দ দেবতাকে সালাম দিন।
আর হ্যা, একা লুকিয়ে না থেকে সাথে কাউকে নিয়ে নিন। নইলে গুগল মামা দিয়ে খুজে নেবে কিন্তু।
ছাইরাছ হেলাল
আনন্দ দেবতার সাথে তো কস্তাকস্তি জারি আছে,
তারপর ও আইছি একা যামু একা সেটি তো ভুলে যাওয়া যাবে না।
আপানার কবি মন চাইলেই খুঁজে নিতে পারে, সব্বাই তা না, পারেও-না মুনে কয়।
কবিতার কদ্দুর কী হইলো!! আপডেট তো পাইতেছি না।
কবিতাং স্মরণং গচ্ছামি!!
শামীম চৌধুরী
ভাইজান, কবিতা যতটুকু আমাকে মুগ্ধ করেছে তার চেয়ে বেশী মুগ্ধ হয়েছি ভরা পূর্নিমার চাঁদের ছবি দেখে। রাতের আকাশে চাঁদ যেমন বসুন্ধরাকে আলোকিত করে রেখেছে ঠিক তেমন প্রশান্তি এনে দিলে কবিতাটি আমার মনে।
হিংসা হয় আপনাকে নিয়ে। কেন কবি হতে পারলাম না। ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
আমিও আপনাকে খুব হিংসে করতে চাই, কেন আপনার মত ফটোগ্রাফার হওয়ার চেষ্টা
করতে পারলাম না।
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে আছে সব বড় বড় কলাগাছ!!
ভাল থাকবেন ভাই।
সুরাইয়া পারভীন
পূর্ণ চাঁদের এমন রূপোলী আলোয় একাকী নির্জনে না হেঁটে
দুইজন মিলে নির্জনে হাঁটলে বেশিই ভালো লাগবে বিশ্বাস করুন
নিজের আকাশকে সাথে নিয়ে
রূপোলী আলোয় একবার ভিজেই দেখুন
ছাইরাছ হেলাল
আরে একাকী কৈ দেখলেন!!
পথ তো আমার সাথেই থাকে একাকীর হয়ে!!
দেখি আকাশের সাথে মিতালি করা যায় কী না !!
ধন্যবাদ দিচ্ছি আপনাকে।
তৌহিদ
জোছনায় মত্ত হয়ে সৌন্দর্য অবলোকনে যতই ছন্নছাড়া হোন একসময় নীড়ে ফিরতেই হয় মহারাজ।
শরতের কবিতা কবে পাবো? শুভকামনা সবসময়।
ছাইরাছ হেলাল
সবাইকেই নিজের ঠিকানায় ফায়ার আসতে হয়, আমরা ফিরি ও।
শরৎ এসে গেছে বলতে বলতেই।
ধন্যনাদ দিচ্ছি।