
ফুঁসে ওঠা জলরাশি ছুঁড়ে দ্যায় শুধুই
ডুব-যন্ত্রণা ফি বছর,
সোমত্ত-বান প্লাবন মেলে শুধুই
ভাসিয়ে দেয়, ভাসিয়ে নেয়,
প্রকৃতির এ এক হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি।
বিভাজিত হৃদয়ে শুধুই হারানোর বেদনা
বাঁধ ভাঙ্গা জলের তোড়ে তাও চাপা পরে যায়,
গোটা প্রান্তর জুড়ে শুধুই সফেদে ভাসে যাওয়া
বিপুল বিস্তৃত বিন্যাসে;
অভিবাসহীন খাঁ খাঁ শূন্যতায় শুধুই নিরন্তর নির্জনতা,
মেঘ-জলের নির্মম-কঠিন আবরণ কেটে তর্কাতীত
ফুরফুরে ঝিলিমিলি নীলাকাশ একদিন ঝুঁকিহীন
সান্নিধ্যের-তাড়া করবেই, জানি।
ছবি নেটের।
৩২টি মন্তব্য
রেজওয়ানা কবির
ভালো লাগল।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
ইঞ্জা
ফুঁসে ওঠা জলরাশি ছুঁড়ে দ্যায় শুধুই
ডুব-যন্ত্রণা ফি বছর,
সোমত্ত-বান প্লাবন মেলে শুধুই
ভাসিয়ে দেয়, ভাসিয়ে নেয়,
প্রকৃতির এ এক হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি।
বানবাসিদের এই তো যন্ত্রণা ভাইজান।
ছাইরাছ হেলাল
ফি বছর আমরা এই দুর্জোগ যন্ত্রণা সয়ে যাচ্ছি, প্রকৃতির নির্মমতায়।
ভাল থাকবেন ভাই।
ইঞ্জা
দুঃখ তো এখানেই ভাইজান, শুধু প্রকৃতি নয়, প্রশাসনও যেন মানুষকে নিয়ে খেলছে।
ছাইরাছ হেলাল
উরে উরে কত কথা বলেরে!!
সুপর্ণা ফাল্গুনী
বানভাসি মানুষ আজ মানবেতর জীবন-যাপন করছে। প্রতিবছর ই বলতে গেলে ফুঁসে উঠছে জলরাশি আর ভাসিয়ে নিয়ে যাচ্ছে জমি, সম্পদ, বাড়ি-ঘর। চারিদিকে শুধুই সফেদ ফেনা । একদিন দুর্দিন কেটে ঝলমলে নীলাকাশ উপভোগ করবোই। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
নীলাকাশের অপেক্ষায় জীবন কেটে যাচ্ছে।
শুধু ছুঁতে পাচ্ছি না। দুর্দিন কেটে যাক এ প্রার্থনা অবশ্যই থাকে প্রাণে।
ধন্যবাদ দিচ্ছি।
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও শুভকামনা ও ধন্যবাদ
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
সুপায়ন বড়ুয়া
“ফুঁসে ওঠা জলরাশি ছুঁড়ে দ্যায় শুধুই
ডুব-যন্ত্রণা ফি বছর,
সোমত্ত-বান প্লাবন মেলে শুধুই
ভাসিয়ে দেয়, ভাসিয়ে নেয়,
প্রকৃতির এ এক হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি।”
বানভাসি মানুষের দু:খ দুর্দশা
ধরা পড়ে যায় বন্ধুর কলমে
তাই তো লিখে যান অবিরাম
করে যান অপূর্ব কাব্যের সৃষ্টি।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
প্রকৃতির এই দুর্বিষহ রূপ আমাদের মধ্যে বোঝা হয়ে চেপে আছে।
হাঁসফাঁস অবস্থা শুধুই। লেখায় সেটাই তুলে আন্তে চেষ্টা করেছি মাত্র।
নিরাপদে থাকবেন আপনি , ভাই।
নিতাই বাবু
আপনার তুলনা আপনিই। পুরো কবিতার লেখা বিশ্লেষণ করার সাধ্য নেই আমার। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।
ছাইরাছ হেলাল
প্রতি বছরের বন্যা আর দুর্যোগের কথা বলার চেষ্টা করেছি।
ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
ফুঁসে ওঠা জলরাশি ছুঁড়ে দ্যায় শুধুই
ডুব-যন্ত্রণা ফি বছর,
সোমত্ত-বান প্লাবন মেলে শুধুই
ভাসিয়ে দেয়, ভাসিয়ে নেয়,
প্রকৃতির এ এক হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি।
দাদা আমিও এক বান বাসি
প্রকৃতির এ এক হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি।
ধন্যবাদ দাদ,,
ছাইরাছ হেলাল
আপনি ও বানভাসি ভাবতেই মন খারাপ হয়। পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
কামাল উদ্দিন
ঝড় বন্যার মতো হেঁয়ালি-ভরা অনাসৃষ্টিগুলো আমাদের যুগ যুগ ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। এর অবসান হওয়ার কোন সম্ভাবনা নাই, কিন্তু সুষ্ঠু পরিকল্পনায় এসব থেকে জান মালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব, তেমন পরিকল্পনাকারী কোথায় আমাদের!!
একবার মাত্র পড়েই পোষ্টে মন্তব্য করতে পারলাম এটা কি আপনার ব্যর্থতা নাকি আমার সফলতা ঠিক বুঝে উঠতে পারছি না 🙂
ছাইরাছ হেলাল
পুরোপুরিই আপনার সফলতা অবশ্যই।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সত্যই কঠিন,
তবুও আমাদের চেষ্টা করেই যেতে হয়।
সময় করে সময় দিবেন এ আশা থাকেই।
ধন্যবাদ।
কামাল উদ্দিন
যাক আমার সফলতা হলে এটা অবশ্যই ভালো খবর 🙂
ছাইরাছ হেলাল
আপনি সব সময় ই বহাল তবিয়তে সফল।
সুরাইয়া পারভীন
সমস্ত দুর্যোগ বিপর্যয় একদিন থেমে যাবে
নীলাকাশের বুকে অজস্র নীল আর শুভ্রতার
হাতছানি
আকাশনীলা হয়ে ধরা দেবে নীলাকাশ প্রেমী
কোনো কবির কবিতাতে
সুদিন আসবে,আসবেই
ছাইরাছ হেলাল
সেই সুদিনে সুহৃদেরা পাশে থাকবেন নীলাকাশ ছুঁয়ে এ প্রত্যাশা আমাদের সবার।
আপনি ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো।
অসাধারণ।।।।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
তৌহিদ
বন্যায় আমাদের এখানে নদী পাড়ের মানুষ চরম দূর্গতিতে পড়েছে ভাই। পানি কিছুটা নেমে গেলেও শুরু হয়েছে বন্যা পরবর্তী নানাবিধ রোগ। আশাকরি তারা শিঘ্রই এ যাতনা থেকে মুক্তি পাবেন এটাই প্রার্থনা।
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
বিধাতার কাছে বানভাসি মানুষের জন্য প্রাথর্না করি শুধুই।
সবাইকে সামলে রাখুন হে বিধাতা।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
উপায় নেই, ভাসমান জীবনের এ-ই নিয়তি।
ডুবে যাবে, ভেসে উঠবে, স্মৃতির ভেলায় বৈঠা বেয়ে পাড়ি দিবে অথৈ নির্জনতার পথ। আর বছর ফি-বছর সবই সমান 🙂
ছাইরাছ হেলাল
কল্যান কামনা ছাড়া বিধাতার কাছে আর কিছুই চাওয়ার নেই।
আপনিও ভাল থাকবেন।
আরজু মুক্তা
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া কঠিন। এক আল্লাহ আমাদের ত্রাণকর্তা
ছাইরাছ হেলাল
আমরা তাঁর কাছেই শুধু সাহায্য প্রাথর্না করি।
ভাল থাকবেন।
উর্বশী
সময়পোযোগী দারুন লেখা। বানভাসি মানুষের খুব কষ্ট। চোখে দেখার মত নয়।ত্রান দিতে গিয়ে দেখেছি মানুষের হাহাকার। সহ্য করা খুব মুশকিল। আল্লাহ পাক সকলের মংগল করুন।
অজস্র ধন্যবাদ৷।
ছাইরাছ হেলাল
আপনার মোট আমিও তাঁর কাছেই সাহায্য চাই মনে প্রাণে।
ধন্যবাদ আপনাকে।