
আমার কলম আজ ইশ পিস করছে কিছু একটা লিখব বলে
চোখে ভাসছে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত এক শিশুকে
যে শিশুটি হাসু আপার বাবাকে বাবা ডাকতে চেয়েছিল।
এক দুরন্তপনা কিশোর চল চঞ্চল চপলা হরিনীর মতো সদাহাস্যময়ী।
শাহিন স্কুলের সেই মেধাবী কিশোরটির কথা বলছি।
আমি আজ সেই কিংবদন্তির কথা বলতে এসেছি
আমি আজ সেই গোল্ডেন বয় শেখ কামালের কথা বলছি।
ঢাকা কলেজের টগবগে তরুণ ছাত্রলীগ নেতার কথা বলতে এসেছি।
যিনি পাক জান্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে স্লোগানে প্রকম্পিত করত রাজপথ।
ঊনসত্তরের অভুত্থানের কিংবদন্তী ছাত্রনেতার কথা বলছি।
আমি শেখ কামলের কথা বলছি।
আমি আজ অবিভক্ত পাকিস্তানের অন্যতম উদীয়মান তরুণ দীর্ঘদেহী ফাস্টবোলারের কথা বলতে এসেছি।
যার ফাস্ট বোলিং এর সামনে প্রতিপক্ষের পা কাঁপত
পাকিস্তানে উপেক্ষিত সেই বোলারটির কথা বলতে এসেছি।
যার অপরাধ সে একজন বাঙালী, পিতার নাম ছিল শেখ মুজিব।
আমি আজ শেখ কামালের কথা বলছি।
আমি আজ একজন সাচ্ছা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার কথা বলতে এসেছি।
যে যৌবনের প্রথম প্রহরে দেশ মাতৃকার টানে
২৫শে মার্চ কাল রাত্রিতে যুদ্ধে গিয়েছিল নিরস্ত্র হাতে।
যার বুকে ছিল সাহস
দেশ মাতৃকার প্রতি টান
আর মানুষের প্রতি ছিল অগাধ বিশ্বাস।
আমি আজ সেই সাহসী যোদ্ধার কথা বলতে এসেছি।
মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর প্রথম ব্যাচের কমিশন প্রাপ্ত অফিসার
যিনি প্রধান সেনাপতির ১ম এডিসি সেকেন্ড লে: শেখ কামাল
যাকে বীর উত্তম খেতাব থেকে বঞ্চিত করা হল
বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় ২য় এডিসি খুনী নূর কে।
আমি আজ এক শিক্ষানুরাগী যুবকের কথা বলতে এসেছি
যিনি যুদ্ধ জয়ী বীরের বেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
চৌখস ছাত্রটি শিক্ষায় মনোনিবশ করে।
আমি আজ এক শৌখিন সেতার বাদকের কথা বলছি
যারা সেতারের সুরে উঠত গান ,নাটক আর খেলাধুলা
রাজনীতি অর্থনীতি মুক্তি পাশাপাশি সাংস্কৃতিক বিপ্লব যার প্রেরণা।
আমি আজ এক দক্ষ সংগঠকের কথা বলতে এসেছি
যার পলকে অসংখ্য পদকের সাথে ছিল আবাহনী ক্রিয়াচক্রের প্রতিষ্টাতা ও
যার পদচারনায় মুখরিত থাকত ক্রিয়াঙ্গন
ফুটবল, ভলি , হকি আর ক্রিকেট থাকত যার রক্তে
সাংস্কৃতিক অঙন ছিল যার প্রেম
আমি আজ এক প্রেমিক যুবকের কথা বলতে এসেছি
যার প্রেমের প্রতীক্ষায় ছিল শত সহস্র ধনীর দুলালি
একটু হৃদয়ের উষ্ণতা পাওয়ার জন্য ছিল প্রতীক্ষায়
সেও ভালবাসত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোল্ডন গার্ল
সহপাঠি দেশ বরণ্য এ্যাথলেট সুলতানা খুকুকে।
হে প্রেমিক এ্যাথলেট, তোমার হাতের মেহেদীর রঙ শুকাতে
ঘাতকের নির্মম বুলেট তোমার বক্ষ বিদীর্ণ করে
বাংলাদেশের বুক ছিড়ে বের হওয়া রক্ত ফোয়ারায়
আজও রঞ্জিত হয় কৃষ্ণচুড়া
তোমার বিয়েতে কল্পিত সোনার মুকুট আজও হয়নি দেখা
বুলেটের ঝাজরায় তছনচ করা ৩২ নম্বর বাড়ির আঙিনায়
আমি আজ সেই কিংবদন্তীর কথা বলতে এসেছি
আমি আজ সেই গোল্ডেন যুগলের অতৃপ্ত আত্নার কথা বলতে এসেছি।
আমি আজ শেখ কামালের কথা বলতে এসেছি
তোমরা ঘুমাও শান্তিতে বত্রিশ নম্বরের বাড়িতে
আমরা জেগে আছি আজো এই বাংলায়।
৩২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা তাকে নিয়ে লেখার জন্য। ভালো লেগেছে। দারুন লিখেছেন। তার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনি ও ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
মানবিক দায় থেকে লিখি দিদি।
মুজিব পরিবারে জন্ম আর
দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করার অপরাধে
২৬ বছর বয়সে এই গোল্ডেন বয়কে হত্যা করা হল।
জাতি হারাল এক অমূল্য সম্পদ।
শুভ কামনা দিদি।
ইঞ্জা
দাদা কি বলে ধন্যবাদ দেবো আপনাকে, এমন কিংবদন্তিকে নিয়ে লেখা সবাইকে দিয়ে হয়না।
সুপায়ন বড়ুয়া
দুর্ভাগ্য এই স্বদেশ মাতৃভুমি।
জাতি এই সুর্যসন্তানদের রক্ষা করতে পারেনি
কতগুলো নরকের কীট ঘাতকের হাত থেকে।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। ভাইজান।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ইতিহাসের এই বরেণ্য ব্যাক্তিদের গৌরবগাঁথা স্থান পায়নি কোনো পাঠ্য বইয়ে। দেশকে ভালোবেসে বরণ করতে হয়েছে নৃশংস মৃত্যু। শান্তিতে থাকুন তারা ওপাড়ে। বিধাতা তাদেরকে প্রাপ্য সম্মান দিন।
আপনার লেখায় অনেক অজানা ইতিহাস জানা হলো দাদা। ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
জাতি ইতিহাসের এই বরেণ্য ব্যাক্তিদের গৌরবগাঁথা স্থান দিতে না পারলে কৃতঘ্ন জাতি হিসেবে স্থান পাবে।
শুধু মাত্র মুজিব পরিবারে জন্ম আর
দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করার অপরাধে
২৬ বছর বয়সে এই গোল্ডেন বয়কে হত্যা করা হল।
জাতি হারাল এক অমূল্য সম্পদ।
শুভ কামনা আপু। ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
তাঁকে নিয়ে খুব একটি চর্চা হতে দেখি না, তাই অনেক কিছুই অজানা থেকে যায়।
আপনার মাধ্যমে অনেক কিছু জানা হলো।
সুপায়ন বড়ুয়া
মানুষের মগজ ধোলাই এমন ভাবে করেছে ২১টি বছরে খুনীর দল। এখন পড়তে বা জানতে ও ভয় পায়।
সত্য উদ্ভাষিত।
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
আপনার কবিতার মাধ্যমে অনেক কিছু জানা যায়।
ভালো থাকুন, শেখ কামাল, ওপারে।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
মানুষ পড়তে বা জানতে ভয় পাইলে ও।
সত্য লিখতে ভয় কিষের।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
আজকের দিনের মধ্যে একটা সেরা কবিতা পড়লাম।
সত্যিই অসাধারণ লাগলো।
তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। ভাল লাগলো জেনে।
মানুষের মগজ ধোলাই এমন ভাবে করেছে ২১টি বছরে খুনীর দল। এখন পড়তে বা জানতে ও ভয় পায়।
সত্য উদ্ভাষিত। সত্য লিখতে ভয় কিষের ?
ভাল থাকবেন। শুভ কামনা।
শামীম চৌধুরী
একজন মেধাবী ছাত্র,রাজনীতিবিদ ক্রিড়ানক ও সর্ব বিষয়ে পারদর্শী একজন মানুষ ছিলেন। যতদিন দেশ থাকবে ততদিন ক্রিড়াঙ্গনে জাতি উনাকে শ্রদ্ধাভরে স্মরন করবে। খুব ভাল লাগলো লেখাটি পড়ে।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
ভাল লাগলো জেনে।
জাতি একজন মেধাবী সংগটক ও গোল্ডেন বয়কে
হারালো। মুজিব পরিবার ও স্বাধীন বাংলাদেশ উপহার দেয়ার অপরাধে।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
শেখ কামাল সেনাবাহিনীর সদস্য ছিলেন্না তিনি মুক্তিজুদ্ধের প্রধানের এ ডি এস ছিলেন।
তার অনেক কিছুই জানলান আপনার পোষ্ট থেকে।
সুপায়ন বড়ুয়া
এক অর্থে ঠিক বলেছেন ভাইজান।
তিনি পাকিস্থান প্রত্যাগত খুনী নুরের মতো সেনাবাহিনীর সদস্য ছিলেন না। যার জন্য নুর ২য় এডিসি হওয়ার সুবাদে বীরত্তোম খেতাব পায়। ওনি ১ম এডিসি হওয়ার পর ও দেয়া হয় নি। তিনি
“মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর প্রথম ব্যাচে কমিশন প্রাপ্ত অফিসার
যিনি প্রধান সেনাপতির এডিসি সেকেন্ড লে: শেখ কামাল
যাকে বীর উত্তম খেতাব থেকে বঞ্চিত করা হল
বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় খুনী নূর কে।”
আমি লিংক দিতে জানি না বলে দিই নি।
ছবি বলে কথা। উপরের ছবি দেখে বুঝা যায়।
জেনে নিলে ভাল।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাই। বীরউত্তম ও অন্যান্য সকল খেতাব স্বসত্র বাহীনির মধ্যেই বেশি সীমাবদ্ধ। মুক্তিজুদ্ধের পদক তারাই দিয়েছে। বীরুত্তম শুধু বেসামরিক বংগবীর কাদের সিদ্দিকী পিয়েছে। সব সামরিক বাহিনি নিয়ন্ত্রন করেছে।
সুপায়ন বড়ুয়া
তিনি লেখাপড়া শেষ করার জন্য। সেনাবাহিনীর চাকরি ছেড়ে লেখাপড়ায় মনোনিবেশ করে স্বাধীনতার পরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ভাল থাকবেন। শুভ কামনা।
নিতাই বাবু
শেখ কামাল সেই সময়কার একজন মেধাবী ছাত্র ও ছাত্রনেতা-সহ তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের মহানায়ক। এছাড়াও সেদিন ১৯৭৫ সালের ১৫আগস্টের কাল রাতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জাতির পিতার পরিবারের যে-ক’জন ঘাতকদের বুলেটে প্রাণ হারিয়েছিলো, সবাই ছিল এদেশের সোনালি ভবিষ্যত। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু ঘাতক রাষ্ট্র ক্ষমতার লোভ আর সামলাতে পারেনি। ক্ষমতার লোভে পড়ে নিজেদের পিতার বুকেই গুলি চালিয়েছিলো। আজ আপনার এই পোস্টে জাতির পিতা ও শেখ কামাল-সহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহি আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে শান্তি কামনা করছি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা।
ঐ বেজন্মা খুনীর দল শুধু খুন করেই খান্ত হয়নি।
দীর্ঘ ২১ বছর ধরে বিচার বন্ধ করে খুনীদের পুরস্কৃত করেছে। অপপ্রচার করে মানুষকে করেছে বিভ্রান্ত।
আজ মানুষ সত্য জানতে ভয় পায় আর কুন্টা বোধ করে।
ভাল থাকবেন দাদা। শুভ কামনা।
তৌহিদ
ডলিজহুর ম্যাডামের একটি লেখায় শেখ কামাল সম্পর্কে জেনেছিলাম। অথচ এদেশের একটি অপশক্তি তাকে নিয়ে সর্বদা মিথ্যাচার করে আসছে।
সুন্দর একটি বিষয়ে লিখলেন দাদা। শেখ কামালের প্রতি শ্রদ্ধা।
শুভকামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
মিথ্যা অপসৃয়মান সত্য সমাগত।
এই অপশক্তি নিপাত যাক
বেজন্মা খুনীর দল।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
মনির হোসেন মমি
হে প্রেমিক এ্যাথলেট, তোমার হাতের মেহেদীর রঙ শুকাতে
ঘাতকের নির্মম বুলেট তোমার বক্ষ বিদীর্ণ করে
বাংলাদেশের বুক ছিড়ে বের হওয়া রক্ত ফোয়ারায়
আজও রঞ্জিত হয় কৃষ্ণচুড়া
তোমার বিয়েতে কল্পিত সোনার মুকুট আজও হয়নি দেখা
বুলেটের ঝাজরায় তছনচ করা ৩২ নম্বর বাড়ির আঙিনায়
কঠিন সত্য তুলে ধরেছেন। বাঙালী জাতি কতটা হারামী হলে এমন জগন্যতম ঘটনা ঘটায়।বড় আফসোস লাগে-বড় আফসোস।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
ঐ বেজন্মা খুনীর দল দীর্ঘ ২১ বছর বিচারের পথ বন্ধ করে। খুনীদের পুরস্কৃত করেছে।
পাশাপাশি অপ প্রচার করে। জনগনের মন থেকে মুছতে চেয়েছে।
ওর ব্যর্থ। সময় এসেছে জবাব দেয়ার।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
মুজিব পরিবার নিয়ে লেখা পড়তে পারা সৌভাগ্য।
শেখ কামাল সম্পর্কে অনেক কিছু জানলাম।
ভালো লেগেছে কবিতাটি।
আপনার কলমের শানিত লেখা চলুক দুর্বার গতিতে।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
আমার ও জানার কৌতুহল থেকে অনেক ঘাটাঘাটি করে পড়তে হয়েছে। যারা আজ শেখ কামালের বন্ধু বলে সুবিধাভোগী তারা কম লিখেন ভবিষৎতে অন্য সুবিধা নেয়ার জন্য।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
প্রথমে ধন্যবাদ প্রিয়া দাদা ভাই।
শ্রদ্ধা শেখ কামালের প্রতি, সত্যি আপনার লেখায় অনেক তথ্য পেলাম যা আমার জানা ছিলো না।
ওনাদের নিয়ে যদি পাঠ্য বইয়ে কোন লেখা থাকতো তাহলে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারতো।
এমন বিরত্বের কাহীনি গুলো জানলে অনেক ভালো লাগে, জানলাম।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু। শেখ কামালের বন্ধু বলে সুবিধাভোগীরা ফায়দা লোটে। আবাহনী ক্রিয়াচক্র ছাড়া অন্যরা স্নরন করতে দ্বিধা বোধ করে।
পাঠ্যসুচীতে প্রতিক্রিয়াশীলতা ভর করেছে।
নিন্দুকেরা বলবে পরিবারতন্ত্র চালু করেছে।
তবু ও করি স্বরণ নিজের তাগিদে।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
লিখে যান দাদা অনেক কিছু জানর আছে, জানতে চাই।
আপনিও ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
শুভ কামনা আপু।
হ্যাপী ব্লগিং। চলবে।