
মানব সেবার নামে যারা করে যায় টেস্ট প্রতারণা
ক্ষমা নেই তাদের দিনে দিনে বাড়িয়েছে দেনা।
চিকিৎসার নামে ওরা খুলেছে আধুনিক কষাইখানা
টাকার বদলে মানুষ মেরেছে বিবেকে দিয়েছে হানা।
বিবেক ওরা বন্ধক রেখে টাকার পিছনে ছোটে
সুযোগ বুঝে মুখোশ খোলে নিত্য নতুন ফাঁদে।
করোনা কালের মহামারীতে মানুষ আজ অসহায়
সেই সময়টা বেছে নেয় তারা টাকার নেশা পায়।
করোনা টেস্টের কাগজ বেঁচে রোগ বিস্তার করে যায়
ফাঁসির দাবী উঠুক এবার মানুষ হত্যার দায়।
কেউ করে যায় চিকিৎসার নামে আগুনে মানুষ পোড়ে
আই সিও ব্যবসার নতুন ফাঁদে গলা টিপে ধরে।
করোনা যুদ্ধে বাঁচার লড়াইয়ে লড়ছে বাংলাদেশ
সেবার নামে প্রতারক যারা তারা হোক নি:শেষ।
মুখোশ তাদের খসে পড়েছে শান্তি কমিটির বেশ
যুদ্ধাপরাধে দণ্ডিত হোক গর্জে উঠে বাংলাদেশ।
৩৪টি মন্তব্য
বন্যা লিপি
বিভৎস মানসিকতায় ভরে গেছে তাবৎ দুনিয়া। নির্মম এই ভাইরাস দিয়ে মানুষের বোধদয় ঘটানোর মহা সুযোগ থাকা সত্যেও যাদের মানসিকতায় এতটুকুও আঁচড় ফেলতে পারেনি, মানবিকতার চরম এই দুঃসময়ে তাঁদের শত ধিক্কার জানালেও কম হবে।
ছন্দ কাব্যে দারুন ভাবে ফুটিয়ে তুললেন প্রতিবাদী কিতাঙ
সুপায়ন বড়ুয়া
সহমত আপু। মানবিকতার চরম এই দুঃসময়ে তাঁদের শত ধিক্কার জানালেও কম হবে। তাইতো করোনা যুদ্ধে যুদ্ধাপরাধী হিসেবে বিচার দাবী করছি।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমাদের মানবিক আর সামাজিক অবক্ষয় আজ কোথায় নেমে এসেছে তা কল্পনা করাও কঠিন হচ্ছে। ছন্দে ছন্দে সুন্দর লেখা। আমাদের প্রত্যাশা — “করোনা যুদ্ধে বাঁচার লড়াইয়ে লড়ছে বাংলাদেশ
সেবার নামে প্রতারক যারা তারা হোক নি:শেষ।
মুখোশ তাদের খসে পড়েছে শান্তি কমিটির বেশ
যুদ্ধাপরাধে দন্ডিত হোক গর্জে উঠে বাংলাদেশ”।
ভালো থাকবেন দাদা । শুভ কামনা ।
সুপায়ন বড়ুয়া
এই লোক গুলোকে যতবার দেখি
ততবার থু থু দিতে ইচ্ছে করছে।
দেশ যেহেতু করোনা যুদ্ধে লিপ্ত
এরা যুদ্ধাপরাধী। এদের বিচার চাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অবশ্যই বিচার হওয়া উচিৎ দাদা।
সুপায়ন বড়ুয়া
ধরাতো পড়লো অবশেষে
বিচার অবশ্যই হতে হবে।
ভাল থাকবেন। শুভ কামনা
বন্যা লিপি
প্রচন্ড ভুল বানান। ছন্দের শৈলীতে চমৎকার প্রতিবাদী কবিতা উপস্থাপন করলেন দাদা। সাধুবাদ আপনাকে।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু বানান সংশোধন করার চেষ্টা করেছি।
বানানে একটু কাঁচা
ফেইস বুক লিখিয়ে বলে কথা।
ভাল থাকবেন। শুভ কামনা।
বন্যা লিপি
না দাদা, আমি আপনাকে বলিনি বানান ভুলের কথা। আমার মন্তব্যের বানান প্রচন্ড ভুলে ভরা, সেটা বোঝাতে দ্বিতীয় মন্তব্য করেছি। আপনার লেখায় চোখে পরার মতো বানান ভুল পাইনা আমি।
ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ভয়ে থাকি বানান ভুলে
যা দেখতে চোখে লাগে।
বাংলায় কাঁচা মোবাইলে লিখি
ভুলে ভরা অনেক দেখি।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা একদম সময়োপযোগী লেখা।
আসলে চিকিৎসা নিয়ে যে এতোবড় জালিয়াতি করতে পারে তার মৃত্যুদণ্ড হওয়া উচি।
শুভকামনা রইল।
ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
শান্তি কমিটির চেয়ারম্যান মা বোনদের আশ্রয় দেয়ার ছলে
পাকিস্থানিদের হাতে তুলে দিয়েছিলেন।
এরা টেষ্ট আর চিকিৎসা দেয়ার ছলে করোনা ছড়ানোর দায়ে যুদ্ধাপরাধের বিচারে দণ্ডিত করা উচিত।
ভাল থাকবেন। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
রাঘববোয়ালকলে তুলে ধরলেন দাদা।
খেতে খেতে কি একটা মোটা হইছে।
তা বলেও শেষ করা যাবেনা।
ধিক্কার জানাই নরপশুকে।
চিকিৎসার নামে এতবড় জালিয়াতি। তা কখনো মেনে নেওয়ার নয়।
উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।
.
সময়োপযোগী লেখনী।
কলম চলুক দাদা।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন দাদা।
এই জানোয়ারদের শেষ দেখতে চাই।
শান্তি কমিটির চেয়ারম্যান মা বোনদের আশ্রয় দেয়ার ছলে
পাকিস্থানিদের হাতে তুলে দিয়েছিলেন।
এরা টেষ্ট আর চিকিৎসা দেয়ার ছলে করোনা ছড়ানোর দায়ে যুদ্ধাপরাধের বিচারে দণ্ডিত করা উচিত।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
প্রতারকদের ক্ষমা নেই। যারা তাদের আশ্রয়প্রশ্রয়দাতা তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।
চমৎকার লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
ক্ষমা নাই তাদের
মানুষ লড়ছে বাঁচার যুদ্ধে
এরা দাঁড়াল জনতার বিরুদ্ধে।
তাই দাবি একটাই
ওদের আজ শাস্তি চাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
এই মহামারীতেও নিস্তার পেলাম না এইসব চোর , জালিয়াত, মুনাফালোভী দের হাত থেকে। কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। দাদার কবিতায় সমসাময়িক বিষয় দারুন ছন্দ বিলায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো দাদা।
সুপায়ন বড়ুয়া
আরে দিদি মাথা ঠিক গরম হয়ে আছে।
এরাই করোনা ছড়িয়ে দিয়েছে
মানুষ হত্যার দায় থেকে মুক্তি নাই।
শান্তি কমিটির ভুমিকায় নেমেছে
তাই যুদ্ধাপরাধে এদের বিচার চাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আম জনতার চোখের বাইরে আরও কত কী হচ্ছে কে জানে!
এ ও হতে পারে দু’চার দিন হই চই এর পর যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন হয়ে যেতে পারে,
অপেক্ষা করি, দেখি না কী হয় পদ্ধতিতে!!
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাইজান।
কেউ সাহস করে অপরাধীদের ধরতে চায় না।
কারন তাদের শিখর অনেক গভীরে থাকে।
এই জন্য বস প্রথমে জানতে চায় প্রমান করতে পারবে তো। অকাট্য প্রমান না থাকলে উল্টা কালো কোট পড়া লোকেরা উল্টা বিপদে ফেলে।
তবে এরা শান্তি কমিটির আদলের অপরাধের শাস্তি হবেই। এ বিশ্বাষ রাখতে পারি।
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
গভীর চিন্তা ভাবনা সম্বলিত নিপুণ রচনাশৈলী।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান। প্রশংসায় অনুপ্রাণিত
ভাল থাকবেন। শুভ কামনা।
মাছুম হাবিবী
এরকম অনেক সাহেদ এখনো বাংলার বুকে দুর্নীতির মশাল জ্বালিয়ে নিজেদের অস্তিত্ব শীতিল রাখছে।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান। তাদেরকে আমরাই আবার মাথায় করে রাখি। এদেরকে সামাজিক ভাবে বয়কট করি
ও বিচারের আওতায় আনতেই হবে।
না হলে রক্ষা নাই। ভাল থাকবেন।
সুরাইয়া নার্গিস
যুগ উপযোগী লেখা দাদা ভাই।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।
শুভ কামনা।
আরজু মুক্তা
এদের আখেরাতে যে কি হবে?
সুপায়ন বড়ুয়া
আখেরাতে ওদের বিচার হবেই।
শুভ কামনা আপু। ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু।
একদম সত্যি কথা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
ভাল থাকবেন। শুভ কামনা।
পর্তুলিকা
দুরাচার অপরাধীদের কঠিন বিচার চাই। আরো চাই এভাবে বড় বড় দুষ্কর্ম্মের মহারথী যত আছে সব গুলোকে ধরা হোক। সমসাময়িক কবিতা অনেক ভালো লিখছেন।
সুপায়ন বড়ুয়া
আপনার আশা পুরণ হবে এই কামনা করি
অপরাধীরা যতই দাম্ভিক হোক না কেন পার পাবে না।
ভাল থাকবেন। শুভ কামনা।
উর্বশী
করোনা যুদ্ধে বাঁচার লড়াইয়ে লড়ছে বাংলাদেশ,
সেবার নামে প্রতারক যারা তারা হোক নিঃশ্বেস।
সময়পোযোগী দারুন শক্তিশালী স্লোগান হতে পারে।। আন্তরিক ধন্যবাদ ও অফুরান শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
আমনার মন্তব্যে মনে পড়ে গেল
ছাত্রজীবনের দেয়াল লিখনের কথা
এখন তো আর হয় না লেখা
তাই লিখে যাই সোনেলার পাতায়।
ভাল থাকবেন। শুভ কামনা।