
স্বপ্নের আকাশে ভাসে সুখের রসদ।
চুমুকে চুষে নিতে চাই মুঠোভরা সুখ।
চাওয়াটা আকাশ চুম্বী !
প্রত্যাশিত ক্ষণের অপেক্ষায় নির্ঘুম কাটে রাত,
ঘড়ির কাঁটা বেজে ওঠার শব্দে।
সময়ের দীর্ঘতায় আকাশ কখনো নীল মেঘের আচ্ছাদনে ঢাকা পড়ে।
অজানা ভয় পিছু ছাড়েনা!
জলের ঘরে স্বপ্নে হাত- পা- চোখ একটু একটু করে প্রসারিত হয়।
হৃৎপিন্ড টিকটক করে বেজেই চলেছে।
ভুমি কম্পনে কাঁপিয়ে চলে, আবার নিশ্চুপ নিরবে ভয়ে কম্পিত হয় মগজ।
উৎকট সময়ের অবসান হবে আজ;
সোনালী অক্ষরে লিখা হবে নতুন অধ্যায়ের সূচনা লিপি।
তপ্রহরের রঙীন আবর্তে সুর্যের উদয় ।
আমি চেয়ে থাকি মুগ্ধতার আলোয়!
দুঃস্বপ্নের শতাব্দী পেরিয়ে
এ যেনো অন্যরকম সুখ!
স্বর্গের দেবতা আজ আমার ঘরে।
তুলতুলে নরম হাতে বেঁচে থাকার সুখ।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
পড়ে অভিভূত হলাম
শিরিন হক
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর একটি কবিতা পড়ে সকালটাই সুন্দর হয়ে গেল । অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দিনগুলো এমন সুন্দর করেই কেটে যাক। শুভ কামনা রইলো
শিরিন হক
ধন্যবাদ আপু আপনিও ভালো থাকুন
ছাইরাছ হেলাল
বেঁচে থাকার সুখ-প্রত্যাশা লেখায় নিয়ে এসেছেন,
অবশ্যই আমাদের দুঃস্বপ্নের আধার পেরিয়ে সুখের প্রভাত সূর্য দেখবো-ই।
শিরিন হক
ইনশাল্লাহ সবাই ভালো থাকবো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবির সুন্দর আকাঙ্ক্ষা — স্বর্গের দেবতা আজ আমার ঘরে।
তুলতুলে নরম হাতে বেঁচে থাকার সুখ। — পূরণ হোক। ভালো থাকবেন । শুভ কামনা ।
শিরিন হক
শুভ কামনা
প্রদীপ চক্রবর্তী
দারুণ আবাহন।
ভালো কাব্যকথন দিদি।
শিরিন হক
এতো ছোট মন্তব্যে মন ভরেনা
সুপায়ন বড়ুয়া
“স্বপ্নের আকাশে ভাসে সুখের রসদ।
চুমুকে চুষে নিতে চাই মুঠোভরা সুখ।“
বন্ধু আমার আশায় আছে
কেটে যায় দু:খ।
ভাল লাগলো। শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ
আরজু মুক্তা
আহবানটা দ্রুত আল্লাহ কবুল করুক।এটাই প্রত্যাশা
হালিম নজরুল
উৎকট সময়ের অবসান হবে আজ;
সোনালী অক্ষরে লিখা হবে নতুন অধ্যায়ের সূচনা লিপি।
——–বাহ