সময়ের প্রত্যাশায়-

শিরিন হক ৩ জুলাই ২০২০, শুক্রবার, ০৩:৫৭:৩৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

স্বপ্নের আকাশে ভাসে সুখের রসদ।
চুমুকে চুষে নিতে চাই মুঠোভরা সুখ।
চাওয়াটা আকাশ চুম্বী !
প্রত্যাশিত ক্ষণের অপেক্ষায় নির্ঘুম কাটে রাত,
ঘড়ির কাঁটা বেজে ওঠার শব্দে।
সময়ের দীর্ঘতায় আকাশ কখনো নীল মেঘের আচ্ছাদনে ঢাকা পড়ে।
অজানা ভয় পিছু ছাড়েনা!

জলের ঘরে স্বপ্নে হাত- পা- চোখ একটু একটু করে প্রসারিত হয়।
হৃৎপিন্ড টিকটক করে বেজেই চলেছে।
ভুমি কম্পনে কাঁপিয়ে চলে, আবার নিশ্চুপ নিরবে ভয়ে কম্পিত হয় মগজ।

উৎকট সময়ের অবসান হবে আজ;
সোনালী অক্ষরে লিখা হবে নতুন অধ্যায়ের সূচনা লিপি।
তপ্রহরের রঙীন আবর্তে সুর্যের উদয় ।
আমি  চেয়ে থাকি মুগ্ধতার আলোয়!
দুঃস্বপ্নের শতাব্দী পেরিয়ে
এ যেনো অন্যরকম সুখ!
স্বর্গের দেবতা আজ আমার ঘরে।
তুলতুলে নরম হাতে বেঁচে থাকার সুখ।

৯৫০জন ৮৫২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ