
শব্দের শুদ্ধচারণ
শিরিন হক
শুদ্ধচারণ ভূমিতে আবাদ হোক বিশুদ্ধতার বীজ।
সেখানে ফলুক সাম্য-অসাম্প্রদায়ীকতা-প্রেম এবং মানবাতার ফসল।
নবজাতকের মুষ্টিবদ্ধ হাতে তুলে দেই এক একটি পদ্মকমল।
প্রতিটি পথের দ্বার খুলে দিতে-
ভুমিষ্ঠ নবজাতক হোক সভ্যতার প্রতীক।
মগজের মননশীলতায় গোটা পৃথিবীতে হোক সবুজের আবাদ।
আমি গাইতে আসিনি শরীরের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা শব্দের জ্বালাময়ী গান
আমি লিখতে আসিনি নগ্নতার বিচিত্রতা
কামুক চোখে আগুন জ্বালিয়ে তোমাদের ঠেলে দিতে চাইনা নরকের পথে।
মায়ের শরীর আবৃত রেখে অন্তরকে উন্মোচন করে যেতে চাই আজন্মকাল।
প্রজন্মের পর প্রজন্মের শব্দের শুদ্ধচারণ হোক জনক এবং জননীর বেশভূষা।
২৭ জুন ২০২০
বরিশাল
২০টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মায়ের শরীর আবৃত রেখে অন্তরের উপসনা করে যেতে চাই আজন্মকাল।
প্রজন্মের পর প্রজন্মের শব্দের শুদ্ধচারণ হোক জনক এবং জননীর বেশভূষা। — খুব চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো কবি।
শিরিন হক
অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ আহ্বান দিদি।
ভালো লাগলো অনেক।
শিরিন হক
শুভ কামনা নিরন্তন
জিসান শা ইকরাম
পৃথিবীতে এমন বিশুদ্ধ মানব আসুক।
কবিতা ভালো লেগেছে।
নিয়মিত লেখুন, অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ আপনাকে
সুপর্ণা ফাল্গুনী
শুদ্ধতা আমাদের সবার কাম্য। এমন সুন্দর সুন্দর কবিতা আরো চাই শুদ্ধ শব্দে, সৌন্দর্যে। ভালো থাকুন সুস্থ থাকুন
শিরিন হক
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হই সবসময়।ধন্যবাদ জানবেন
ফয়জুল মহী
মনোহর ও মনোরম লেখনী
শিরিন হক
ধন্যবাদ
বন্যা লিপি
লেখার অন্তর্নিহিত মূলভাব ঠিকঠাক উপস্থাপন করেছো। খুব সম্ভবত আমি নিজেও লিখেছিলাম এমন ধারার একটা লেখা। “শব্দের চারণভূমি ”
দুটো লেখারই বিষয় প্রায় একই রকম।
ভালো লাগলো।
শুভ কামনা।
শিরিন হক
তোমার সাথে বিশুদ্ধ কবিতা লেখা নিয়ে আলাপ কালে তুমি বলেছিলে সুড়সুড়ি জাগানো টাইপ কবিতা তোমার পছন্দ নয়। তখন তুমি বলে ছিলে তুমি সবসময় “শব্দচারন ভুমির পক্ষে” তুমি আমিও তোমার মতই ওসব কবিতা বিরোধীতা করি।কালকের আলাপের পর এ কবিতার জন্ম।
বন্যা লিপি
আমার টাইমলাইনেও আছে আবার এখানেও আছে। তবু তোমাকে আলাদা করে দেবার চেষ্টা করবো।
শিরিন হক
তোমার লিখাটা পড়িনি তবে দুটো লেখার বিষয় বস্তু এক হয়েছে শুনে আশ্চর্য হলাম। তোমার লিখাটা পড়তে চাই মাকে দিও।
শিরিন হক
আমাকে দিও
তৌহিদ
বিশুদ্ধতা ছড়িয়ে যাক মনেপ্রাণে।মনের গুপ্ত কোঠর আলোকিত হোক শব্দের শুদ্ধাচারনে বপিত বীজের সতেজ অঙ্কুরোদগমে।
সুন্দর কবিতা, ভালো থাকুন আপু।
শিরিন হক
ধন্যবাদ ভাই
সঞ্জয় মালাকার
মায়ের শরীর আবৃত রেখে অন্তরকে উন্মোচন করে যেতে চাই আজন্মকাল।
আরজু মুক্তা
লেখকরাই তো পারে কালি কলম নিয়ে বিশুদ্ধ ভাবে লিখতে।
শুভকামনা
হালিম নজরুল
মগজের মননশীলতায় গোটা পৃথিবীতে হোক সবুজের আবাদ।
————চমৎকার আহবান