
কোন কালেই ঘর ছিলো না
ঘর ছিলো না হৃদয় তলে
এ-ই দেখে যাও বুকে কেমন
আগুন ছাড়া আগুন জ্বলে।
চাইছি যারে খুব করে খুব
সেই ভেঙেছে স্বপ্ন চূড়া
বন্য হয়ে হারিয়ে গেছে
অন্ধকারে ফুলের তোড়া।
আজও পাখি ডাক দিয়ে যায়
দূরে কোথাও আকাশ-মলে
পাহাড় ছোঁয়া দুঃখ বরফ
এক নিমিষেই যায় যে গলে।
কিন্তু আজও মন পড়ে রয়
শুক্রবারে শুকনো জলে
এই দেখে যাও বুকে আমার
আগুন ছাড়া আগুন জ্বলে।
দালান জাহান
১৮.৬.২০
১৫টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ উপস্থাপন । চমৎকার ভাবনার প্রকাশ।
দালান জাহান
ধন্যবাদ দাদা শুভরাত্রি
নীরা সাদীয়া
অসম্ভব সুন্দর ছন্দময় লেখনী। মনের কথায় ঠাসা যেন। এরকম লেখা আরও চাই। মনটা ভরে গেলো সকাল বেলায়।
দালান জাহান
ধন্যবাদ ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো কবিতা, ছন্দ মিললো দারুন। ভালো থাকবেন সবসময়
দালান জাহান
কৃতজ্ঞতা কবি ভালো থাকুন সবসময়
প্রদীপ চক্রবর্তী
বাহ্
অসম্ভব ভালো লাগলো,দাদা।
দালান জাহান
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময় শুভরাত্রি
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বিরহের দারুণ প্রকাশ । ভালো থাকবেন ।
জিসান শা ইকরাম
যা চাই, তা অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায়।
সুন্দর কবিতা।
শুভ কামনা।
মোহাম্মদ দিদার
আহ কি ছন্দের মিল, কথায় বহার। মুগ্ধ হলাম সুপ্রিয় লেখক।
কেমন আছেন?
অনেক দিন পর আসলাম
তৌহিদ
স্বপ্ন সবসময় পূরণ হয়না কিন্তু! তারপরেও আশায় বুক বেঁধে ভালোবাসি আমরা।
সুন্দর লিখেছেন ভাই।
আরজু মুক্তা
আশা ছাড়া যায় না।
ছন্দ ভালো লাগলো
এস.জেড বাবু
চমৎকার
অভিভুত ভাইজান
হালিম নজরুল
চমৎকার লেখা।