
মিতা–২// আছো??
মিতা–১//কেউ নেয়নি খোঁজ!
মিতা–২// কেউ আর তুমি এক?
মিতা–১//আমি ভাবলাম ,খোঁজ নেয়া মানুষ বহুত জুটে গেছে , সেজন্য মিতা আমার মনে করলো না সারারাত।
মিতা–২// এমনই হয় তাই না? অভিযোগের পাল্লাটা তোমার জন্য জমা।
কেবল জানি তুমি নিবেই আমার খোঁজ। যেমনি করেই নিচ্ছো তুমি রোজ। হয়তো আমায় নেই প্রয়োজন তাড়িয়ে দাও দূরে, পেয়ে গেছো ভালো থাকার রসদ এততদিনের পড়ে।
মিতা–১//দিবো জবাব রোসো: আয়োজনের ঝক্কিতে আছি,
ইফতার আসন্ন।
আসছি পরে তোমার
কথার জবাব দেবো
কোমড় বেঁধে তৈরী থেকো।
মিতা–২// কোমড় বেঁধে ঠিক,চলবে তবে আজ।
কত্ত কিছু সামলে একটু সময় পেলে,
তোমার জন্য ছুটে অাসি
কথার ঝুড়ি মেলে।
পোস্ট দিয়েছি “তো” কবিতা, কমেন্ট দেওনি কোনো? তোমার এতো দেমাগ কেনো বলো?
মিতা– ১ // ভালো তো!
আর কি বলবো?
শব্দেরা সব উড়াল দিলো,
তোমার “তো” এর ধাক্কায়…
এবার হলো তো???
মিতা– ২//অমৃতের মত তো…
মিতা– ১// আপনি কিঞ্চিত অপমান করিলেন বলিয়া বোধ হইতেছে তো!!!!!!
আপনি বলেন অমৃত?
টপকাইয়া পড়িলো আপনার ঘরেত
আপনি চক্ষু মেলিয়া করুন শব্দদর্শন।
মিতা– ২// না বুঝিয়া অপমানিত হইলেন। কষ্ট পাইলাম।
অাপনার মন্তব্যের প্রশংসা করা তবে কি ভুল?
ভালোবাসায় খাঁদ থাকিতে নাই জানিবেন।
মিতা– ১// আপনারও বুঝিতে কিঞ্চিত দোষ রহিয়াছে….. আপনার উচ্চকিত প্রশংসার শব্দ ‘অমৃত’ খন্ডিবার তরে উহা উত্থাপন করিয়াছি……আপনি বুঝিতে পারিলে ঘুরাইয়া প্রতিমন্তব্য করিতে পারিতেন। তাহা এড়াইয়া এইবারে আপনি সত্যই আমাকে আঘাত করিলেন আপনার মোক্ষম অস্ত্র দ্বারা। এ হেন হীণ নিচ হইতে পারিব বলিয়া মনে করিনা, খাঁটি ভালবাসা বুঝিবার জ্ঞান অদ্যাবধি ধারন করিতে ব্যর্থ হইয়াছি।
এর মানে এই নহে, যোগ্যের চেয়ে আপনি অধিকতর আসনখানি অকাতরে বিলীন করিয়া ঢালিবেন আমার তরে।
মিতা– ২//ভালবাসা মানে এই , যোগ্যের চেয়ে আপনি অধিক আসনখানি আকড়ে বসে আছেন আমার মনে।
যদি ভুল করি শুধরাইবার স্বাধীনতা আপনার আছে। গায়ে জ্বালা ধরার মত পাতলা চামড়া আমার নাই।
আপনি নিজেকে যাই ভাবেন। আমি গুনকির্তন করে যাবো সবসময় কারন খুব ভালোকে খুব ভালো বা অমৃত বলিতে আমার কার্পণ্যতা নেই।
আপনি যা বলিলেন অমৃত বলিয়া গিলিয়া খাইলাম।
সবি বুঝিতে পারিলাম অবশেষে…..
মিতা — ১// হইছে থাউক তুমি কি চিনিলা আমারে। বুজ্জি। মাফ চাই বাফু।
মিতা– ২// ইহাকে কোমড় বেঁধে নামা বলে।
দু’জনে একে অপরের চুল ছিড়িলেও সংসার ভাঙিবোনা বলেদিলাম!!
নোটঃ খুনসুটি না হলে সম্পর্কের গভীরতা অনুভব করা মুশকিল।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
মান-অভিমান ভালোই হলো। হুম খুনসুটি না হলে সম্পর্কের অমৃতরস খুঁজে পাওয়া যায় না। সব সম্পর্কেরই মাঝে এমন কিছু মান অভিমান, খুনসুটি সম্পর্কের গভীরতা , বন্ধন চির অটুট রাখুক
শিরিন হক
ঈদ মোবারক
সুপায়ন বড়ুয়া
“খুনসুটি না হলে সম্পর্কের গভীরতা অনুভব করা মুশকিল।”
কথাটা ঠিক
রম্যটা লাগলো ভাল।
আবার লেবু বেশী কচলাইলে তিতা হয়ে যেতে পারে।
তাই পরিমিত খুনসুটি ভাল। শুভ কামনা।
শিরিন হক
ঈদ মোবারক
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
শিরিন হক
ঈদ মোবারক
সঞ্জয় মালাকার
খুনসুটি না হলে সম্পর্কের গভীরতা অনুভব করা মুশকিল।
সত্যি কথা,
চমৎকার উপস্থাপন, পড়ে ভালো লাগলো খুব।
শুভ কামনা রইলো।
শিরিন হক
ঈদ মোবারক
সঞ্জয় মালাকার
দিদিভাই আপনাকেও ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।
জিসান শা ইকরাম
মান অভিমান, খুনসুটি জীবনেরই অংশ।
ভালো লাগছে দুই বান্ধবীর এমন কাব্যিক কথামালা।
চলুক এমন কথাকাব্য।
কুড্ডা শব্দটি অনেক দিন পরে শুনলাম।
শুভ কামনা।
ঈদ মুবারক।
শিরিন হক
শুভ কামনা
হালিম নজরুল
সাধুভাষা আমার খুব ভাল লাগে।
বন্যা লিপি
আমারো খুব ভালো লাগে। সুযোগ পাইলেই আর আর উহা ছাড়িনা। বরং ঝগড়ার সময় এই সাধুভাষাই আমার মোক্ষম ভাষা বলিয়া মনে হইতে থাকে, ব্যাবহারের উপযুক্ত সময়।
শিরিন হক
ঈদ মোবারক
শামীম চৌধুরী
খুব ভাল লাগলো
ঈদ মোবারক।
শিরিন হক
ঈদ মোবারক
বন্যা লিপি
আমাদের এ হেন “কুড্ডায় বাহাইন্না “ঝগড়াঝাঁটি ও এইখানে আনিয়াছো মিতা? আমাকে অবহিত করিতে পারিতা। কিঞ্চিত লজ্জিত বোধ হইতেছে এখন😊😊😊 হা হা হা হা….. যাক, আমাদের বন্ধুত্ব বা ভালবাসা ই বা শুধু দেখবে কেসো সকলে, ঝগড়াঝাঁটি ও দেখুক সবাই।
ঈদ মোবারক।
শিরিন হক
আমি তাড়াহুড়ায় নাম মেনশন করতে ভুলে গেছি এজন্য ক্ষমা প্রার্থী।
তৌহিদ
মধুর ঝগড়া মাঝেমধ্যে অনাবিল সুখানুভব নিয়ে আসে জীবনে।
ঈদ মোবারক আপু। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।
ভালো থাকুন সবসময়।