বিশুদ্ধ প্রার্থনায়

রেহানা বীথি ২৭ এপ্রিল ২০২০, সোমবার, ১০:৪৬:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

একজন নারীর তৈরি ভ্যাকসিন গ্রহণ করলেন আরেক নারী। গোটা বিশ্ব উন্মুখ হয়ে তাকিয়ে তাদের দিকে। যদি সফলতা আসে, রুখে দেয়া যাবে মহামারি।

“যদি” নয়, আমরা নিঃশ্বাস আটকে আছি ভীষণ আশায়, সফলতা আসবেই।

আসছে মে মাসে করোনা ছেড়ে যাবে বাংলাদেশ…. বলছেন বিশেষজ্ঞরা। এই চরম মুহূর্তে এমন আশার বাণীই তো চাই। চাই বিশ্বাস করতে, মে মাসের কোনও এক নির্জন দুপুরে অবিশ্বাস্য মিষ্টতায় কেউ উচ্চারণ করবে……

এই তো আর কয়েক ঘণ্টা। অনেক কষ্ট করেছেন আপনারা। আর একটু ধৈর্য্য ধরে শুধু আজকের রাতটা পার করুন। ভোরেই উঠবে নতুন সূর্য। অদ্ভুত অদৃশ্য আঁধারে ঢেকে যাওয়া বাংলাদেশসহ পৃথিবীর আকাশ ভরে যাবে মায়াবী আলোয়। ঘর ছেড়ে বেরোবো আমরা, নামবো পথে। একসাথে ঊর্ধ্বপানে চেয়ে বিশুদ্ধ প্রার্থনায়, নিজেদের গায়ে মেখে নেবো সেই আলোর মায়া……

সত্যিই বিশ্বাস করতে বড় সাধ জাগে!

৮৩৩জন ৭০৮জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ