চৈত্র মাস

মুন ১১ এপ্রিল ২০২০, শনিবার, ০৮:২৯:২৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

চৈত্রের খর তাপে চারিদিকে কাঠফাটে
ফাগুলের হাওয়া দোলে আগুনের বাহুডোরে

চারিদিকে তপ্ত মন শুধু উষ্ণ
দখিনা হওয়াতেও অগ্নির বর্ম

চারিদিকে উৎপাত গ্রীষ্মের অনুপাত
বৈশাখী ঝড় এলো সব কিছু উড়ে নিলো

গ্রীষ্মের প্রখরতা চৈত্রের আগমতা
চারিদিকে তপ্ত মন তৃষ্ণার্থ

গ্রীষ্মের দাবদাহ চৈত্রে সূচনায়ও
আমপাকা গরমে কাঁঠালের স্মরণে
চারিদিকে তপ্ত মন অনুতপ্ত
কবে হবে শৈত মন শুধু চাইতো

বসন্ত নিঃশেষ গ্রীষ্মের অভিষেক
চৈত্রের মাঝে হয় সব কিছু উন্মেষ

৭০৯জন ৬০৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ