এবারের পহেলা বৈশাখটা গৃহবন্ধী হিসেবে পালন করলাম শুধু পহেলা কেন দোসরা তেসরা চৌঠা সব বৈশাখী এখন পর্যন্ত গৃহবন্ধি হিসেবে পালন করছি বৈশাখী ঝড় কালবৈশাখীর কালো মেঘ সবই গৃহবন্ধিত্বের মধ্যে দেখছি কোথাও কোন কোলাহল নেই ভুভুজেলার পো পো শব্দ নেই নেই নাগরদোলা বৈশাখী মেলা কিছুই টাকডুম টাকডুম করে আজ বাজেনা বাংলাদেশের ঢোল রমনা বটমূল [ বিস্তারিত ]