চৈত্রের খর তাপে চারিদিকে কাঠফাটে
ফাগুলের হাওয়া দোলে আগুনের বাহুডোরে
চারিদিকে তপ্ত মন শুধু উষ্ণ
দখিনা হওয়াতেও অগ্নির বর্ম
চারিদিকে উৎপাত গ্রীষ্মের অনুপাত
বৈশাখী ঝড় এলো সব কিছু উড়ে নিলো
গ্রীষ্মের প্রখরতা চৈত্রের আগমতা
চারিদিকে তপ্ত মন তৃষ্ণার্থ
গ্রীষ্মের দাবদাহ চৈত্রে সূচনায়ও
আমপাকা গরমে কাঁঠালের স্মরণে
চারিদিকে তপ্ত মন অনুতপ্ত
কবে হবে শৈত মন শুধু চাইতো
বসন্ত নিঃশেষ গ্রীষ্মের অভিষেক
চৈত্রের মাঝে হয় সব কিছু উন্মেষ
১২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“চৈত্রের খর তাপে চারিদিকে কাঠফাটে
ফাগুলের হাওয়া দোলে আগুনের বাহুডোরে”
বিষন্ন বদনে মানুষ আজ খুঁজে মরে
শহরে প্রাণ নাই , আসুক আবার ফিরে।
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন এই খরতাপ আর করোনাতে। শুভ সকাল
রেহানা বীথি
ভালো লিখলেন। ভালো থাকবেন এই দুঃসময়ে।
সুরাইয়া নার্গিস
দারুন লেখা।
শুভ কামনা রইল
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
ভালো লাগলো।
ইঞ্জা
গ্রীষ্মের দাবদাহ চৈত্রে সূচনায়ও
আমপাকা গরমে কাঁঠালের স্মরণে
চারিদিকে তপ্ত মন অনুতপ্ত
কবে হবে শৈত মন শুধু চাইতো
বসন্ত নিঃশেষ গ্রীষ্মের অভিষেক
চৈত্রের মাঝে হয় সব কিছু উন্মেষ
কবে খাবো এইবারের আম জাম কাঁঠাল কে জানে, এইবারের করোনায় সবই গেছে বিসর্জ্জনে, আহারে মনটাই খারাপ হয়ে গেছে।
ফয়জুল মহী
সকল প্রসংশা একমাত্র বিধাতার
হালিম নজরুল
সুন্দর প্রয়াস।
তৌহিদ
সুন্দর লিখেছেন। আরও লিখুন। আর হ্যা সমসাময়িক বিষয়ে আপনার লেখা চাই নিয়মিত। ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
বসন্ত নিঃশেষ গ্রীষ্মের অভিষেক
চৈত্রের মাঝে হয় সব কিছু উন্মেষ।
বাহ্!
দারুণ কাব্যকথন।
Chad Saudagar
কবিতা লিখতে মন চায়,কিন্তু সেইটা কপালে নাই..
ভাল লিখেসেন…আহ শিত ই ভাল চৈত্র মানেই কাটফাটা রোদ😐
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা,
শুভ কামনা।