
যা -স্বপ্ন, ও আমার বিশ্বাস
তোমার ছায়া আমার বুকের বিতর
স্বপ্ন হয়ে আসে বাবা,,
ঝুলন্ত দোলনায় চড়তে ঢরলাগে বাবা
কুন্তি এই ধুলনায় নয়।
কেনো-না তুমি দিয়েছো বাবা আমায ধাক্কা,
যা আমি আর হাওয়া দুনো নে- থমকে আছি
এই তো স্বপ্ন ছায়া হয়ে আমার সামনে পিছনে আসে।
আমি ছাড়া ঝুলন্ত ধুলনা আমার সামনে ধুলছে.?
তুমি আসলে না কেনো বাবা –
আমি কথো বার ডাকছি তোমায়,
কি এই সমাজ বলেছে সত্য,
তোমার মাঝে নেই কোনো প্রেম।
এক স্বপ্ন রয়েছে বাবা তোমার হাত
যা সময় নে দিয়েছে আমার সাতে.?
এখন আমার হাতে দু দু হাত
জন আর করিম হে না বাবা আমার সাতে
এখন আমি চাইলেও ফিরতে পারিনা
এই বন্ধন কখনো ভাংবেনা,,
কাঁদি তবিও অরা আমাকে হাসায়
মরে যেতে চাই তবিও অরা আমাকে বাঁচায়,
এক ঘর এক স্বপ্ন দেখেছি আমরা তিনজন?
যা তোমাদের মাজে নেই,
তাই তো দিয়েছো অনাথ আশ্রমে….??
৮/৪/২০১৬….
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনাথ শিশুদের আশ্রয় হচ্ছে অনাথ আশ্রমে , কিন্তু সবসময় এটা সত্যি হয়না। বাবা মায়ের কুকর্মের ফলেও কারো আশ্রয় হতে পারে এখানে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা।
দিদি সবসময় হয়না এই কথা সত্যি,
কিন্তু বর্তমান সময়ে বাবা মা থাকাসত্যেও হাতে গুনা কয় জন ছাড়া –
এমন অনেক শিশু আছে অনাথের মতো,।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
অনাথদের আশ্রম এক কঠিন জায়গা।
তবুও কারো কারো আশ্রয় হয় সেখানেই।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা – কৃতজ্ঞতা
আপনার জন্য শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
অনাথ আশ্রমে থাকা কারও কাম্য নয়
তবু তো বড়ো হয় কেউ কেউ।
শুভ কামনা
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছে দাদা এই জায়গা কোন শিশুর জন্য কাম্য না।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা,
অপনার জন্য শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অনাথ আশ্রম যেনো কাউকে না যেতে হয়। সৃষ্টিকর্তা সহায় হোন
ভালো লিখেছেন। শুভকামনা রইলো
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দিদি সৃষ্টিকর্তা সহায় হোন।
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা, আপনিও ভালো থাকুন সব সময় শুভ কামনা রইলো।
কামাল উদ্দিন
অনাথের আকুতি ফুটে উঠেছে আপনার কাব্যে, প্রদর্শনে দিয়াছেন ভিন্ন মাত্রা……ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা মন্তব্যে মুগ্ধতা,
দাদা কাজের ব্যস্ততায় অনেক দিদি আপনার কোন লেখা পড়া হয়নি,
খুব মিস করি আপনার লেখা পড়ার।
ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো 🌹🌹
কামাল উদ্দিন
আমি আর লিখি কই, সবই তো ছবির উপর দিয়া চলে যাই দাদা।
তৌহিদ
অনাথ এতিম এদের কথা শুনলে পড়লে আমার চোখে পানি আসে দাদা। কত অসহায় বাবা মা ছাড়া তারা সকলেই।
লেখায় ক’লাইন পরপর স্পেস দিলে আরো সুন্দর লাগতো।
ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা মন্তব্যে মুগ্ধতা,
দাদা আপনারি মতো আমিও,
আপনিও ভালো থাকবেন ধন্যবাদ।
জিসান শা ইকরাম
অনাথ আশ্রম নিয়ে কবিতাটি খুবই ভালো লেগেছে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা,
ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
ফয়জুল মহী
পরিপাটি লেখা । মন ছুঁয়ে গেল লেখা। ♥️♥️
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় কবিবর,
ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো।
হালিম নজরুল
চমৎকার বিষয় নিয়ে লিখেছেন দাদা। বানানের দিকে দৃষ্টি দেবার অনুরোধ রইল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা -কৃতজ্ঞতা
অবশ্যই খিয়াল রাখবো।
রেহানা বীথি
অনাথ আশ্রমের কথা ভালো লিখেছেন বেশ।
ভালো থাকবেন সবসময়।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা
ভালো থাকুন সবসময় শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা -কৃতজ্ঞতা
অবশ্যই খিয়াল রাখবো।