
অতঃপর সবুজাভ আলোর পথ ধরলাম। তার আগে ঘুরে বেড়িয়েছি শূন্য সাঁকোটার ওপারে। দেখেছি তখন অন্ধকার মাঠে আলোর বিরহ।
বহুদিন শুধু রাত ছিল তখন। লক্ষ জোনাকি গুহার আঁধারে ঘুমিয়ে পড়েছিল আলোটুকু ঢেকে। আমরা থমকে গিয়েছিলাম যে যার বয়সে।
ফুটে থাকা হাসনাহেনা সুবাসবিহীন,
সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছিল জোনাকি গুহাটিও।
আলোবিরহী মাঠে অসহায় তাকিয়ে থাকতে থাকতে নিজেদের ভাগ্যকেই শুধু দোষারোপ করেছি আমরা। ভাগ্য? তাকে সুপ্রসন্ন করার চেষ্টা করেছি কি কখনও? একসময় এ প্রশ্ন মনে উদয় হয় সকলের। আরও কিছু প্রশ্ন মনে উদয় হয় মুহূর্তেই…… আমরা আমাদেরকে ভালোবেসেছিলাম তো? ভালোবাসলে কেন ঢেকে যেতে দিলাম জোনাকির আলো? এখন যে এই না-পেরোনো বয়সে সীমাহীন আলোর দৈন্যতা! এ পাথর সময় পার হবে কেমন করে? কোনভাবে কি পাওয়া যাবে না আর একটি সুযোগ, নিজেদের দৈন্যতা কাটানোর? কেমন করে খুঁজে পাবো হারিয়ে যাওয়া জোনাকিগুহার সন্ধান?
একদিন… হঠাৎ করেই ভেসে এল সুবাস হাসনাহেনার। হারিয়ে যাওয়া গুহা থেকে ছুটে এল অসংখ্য জোনাকির নরম সবুজ আলো! কে খুলল গুহামুখ…. কে? কেমন করে পেল সে আলোর ঠিকানা? কাউকে দেখা গেল না কোথাও, শুধু আলো ছুটে এল।
আমরা ছুটে গেলাম, বহু প্রতীক্ষার পর অতঃপর খুঁজে পেলাম সবুজাভ আলোর পথ এবং অবধারিতভাবে সে পথেই এগোলাম আমরা…….
২৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো। পড়তে পড়তে মনটা ভরে উঠলো কষ্টে আবার সবুজাভের আলো দেখে, জোনাকি গুহাটি সত্যি আছে, থাকবে। ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
রেহানা বীথি
ভালো থাকুন আপু। শুভকামনা সবসময়।
ইঞ্জা
আলোবিরহী মাঠে অসহায় তাকিয়ে থাকতে থাকতে নিজেদের ভাগ্যকেই শুধু দোষারোপ করেছি আমরা। ভাগ্য? তাকে সুপ্রসন্ন করার চেষ্টা করেছি কি কখনও? একসময় এ প্রশ্ন মনে উদয় হয় সকলের। আরও কিছু প্রশ্ন মনে উদয় হয় মুহূর্তেই…… আমরা আমাদেরকে ভালোবেসেছিলাম তো?
অসাধারণ লিখলেন প্রিয় আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
শুভকামনা নিরন্তর প্রিয় আপু
হালিম নজরুল
একদিন… হঠাৎ করেই ভেসে এল সুবাস হাসনাহেনার। হারিয়ে যাওয়া গুহা থেকে ছুটে এল অসংখ্য জোনাকির নরম সবুজ আলো!
————–অসাধারণ
রেহানা বীথি
অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
এই অমূল্য হারানো জিনিস খুঁজে পাওয়া সহজ নয়, সবাই তা পায়/পাবে ও না।
এতো হারানো রত্ন উদ্ধার।
সুন্দর।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
আমরাই খুঁজি আলোর মুখ
খুব ভালো লাগলো।
ভালো থাকবেন। শুভ কামনা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ দাদা।
ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
সময়- স্রোত কারো জন্যে অপেক্ষা করেনা। দিন ফুরানোর ক্ষণে যখন সব আলো ম্রিয়মাণ হতে থাকে, তখন আমরা হতহৃদ প্রত্যাশায় থাকি। একমাত্র ভাগ্যের নক্ষত্রটাই আমাদের ভরসা। সৌভাগ্যের প্রান্ত ছুঁয়ে কখনো কখনো কারো জন্যে হয়তো সে জ্বলে উঠে আরও একবার পথ দেখাতে।
শুভ কামনা অনাগত দিনের জন্যে 🌹🌹
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যেও।
ভালো থাকুন আপু।
ফয়জুল মহী
সৃজনশীল ও মননশীল লেখা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
সবুজাভ আলোর পথে”
লেখকের একান্ত অনুভূতি যখন সৃজনশীল ও মননশীল হয়ে উঠে তখন ভাবনাগুলো বেশ পাঠকপ্রিয়তা লাভ করে।
আমরা আলোর মুখ দেখতে চাই।
এ প্রকৃতির সবুজাভ দ্বীপে।
..
শুভকামনা দিদি।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাই।
শুভকামনা নিরন্তর।
সুরাইয়া নার্গিস
অনেক ভালো লাগা ততো লেখাটা।
শুভ কামনা রইল আপু।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যেও।
ভালো থাকুন আপু।
তৌহিদ
হতাশাগ্রস্থতার মাঝে এক চিলতে আলোই পথ দেখায়, আশার আলো হয়ে আসে মনুষ্যসমাজে। করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেল অনেক কিছুই। পৃথিবীর ইকোসিস্টেম আবার সবুজ হতে শুরু করেছে। আমরা শিখেছি কিভাবে প্রকৃতির অভিশাপ থেকে পৃথিবীকে রক্ষা করতে হবে। এটাই সবচেয়ে বড় আশা।
লেখা ভাল লেগেছে আপু।
রেহানা বীথি
ভাই, ফিরে আসুক আবার হারানো সবুজ। ভালো থাকবেন।
এস.জেড বাবু
ভালোবাসলে কেন ঢেকে যেতে দিলাম জোনাকির আলো? এখন যে এই না-পেরোনো বয়সে সীমাহীন আলোর দৈন্যতা! এ পাথর সময় পার হবে কেমন করে? কোনভাবে কি পাওয়া যাবে না আর একটি সুযোগ, নিজেদের দৈন্যতা কাটানোর?
কিছু প্রশ্নের উত্তর হয়না
কেউ দেয়না
উত্তর হয়ত হয় – যখন নিজেই নিজের প্রশ্নের উত্তর দাতা হয়।
শুভকামনা আপু
সে পথে যাত্রা শুভ হউক।
নিদারুন উপস্থাপন-
রেহানা বীথি
অনেক ধন্যবাদ বাবু ভাই।
ভালো থাকুন সবসময়।
এস.জেড বাবু
আপনিও ভালো থাকবেন আপু
শুভকামনা
জিসান শা ইকরাম
এই আলো থাকুক আমাদের মাঝে সারাক্ষণ,
আশার আলো হয়ে।
সুন্দর লিখেছেন আপু।
শুভ কামনা।
রেহানা বীথি
ভালো থাকুন, নিরাপদে থাকুন ভাইয়া। শুভকামনা।
সুরাইয়া পারভীন
হারিয়ে যাওয়া আলো
না-পেরোনো বয়সে আসে আলোর দৈন্যতা
দূর করার জন্য সেই সবুজাভ জোনাকির আলো সবাই পায় না। যে পায় সে সত্যিই ভাগ্যবান/ভাগ্যবতী
চমৎকার লিখেছেন আপু 😍
রেহানা বীথি
অনেক ভালোবাসা দিলাম।
ভালো থাকবেন সবসময়।