
ন্যায্যতার কথা ভাবতে ভাবতে ঘুমুতে ইচ্ছে করছে না, আজ আর,
সুখ-মৌমাছি, স্বপ্নের মৌ-মৌ মৌচাক! নাহ্, সব পানসে,
বীর-দর্পে খেলে যাচ্ছে/খেলে দিচ্ছে করোনা!
যতই ভাবি/বলি করোনা তোমার খাওয়া নেই,
কে শোনে কার কথা, পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত
শুধুই আর্তের মরণ চিৎকার, রুদ্ধশ্বাসে।
(তাচ্ছিল্যের ক্রুর হাসি, করোনা-মুখে)
দাম্ভিক/দর্পি রুজভেল্ট থেকেও আজ কান্না ভেসে আসছে
রাজাধিরাজ এক লক্ষ/দু’লক্ষ প্রাণ করোনা -মুখে ছুঁড়ে দিয়ে
আপোষের অসহায়-প্রস্তাবে জানাচ্ছে বাঁচার আকুতি;
সুদূরের দিগন্তে পরিপূর্ণ নৈঃশব্দের গান ভেসে বেড়াচ্ছে
পৃথিবীর তাবৎ মহা মহা বিজ্ঞানীরা আজ দিশেহারা,
লাগাম পড়ানো যাচ্ছে-না, তুমুল অশ্বারোহী এক দৈত্যকে;
বেঁচে থাকার বীজ-গান আর কত দূরে কেউ জানে-না,
জেনে যাব হয়ত কোন একদিন
কাতার কাতার সারিবদ্ধ লাশের মর্মস্পর্শী চিত্র ছুঁয়ে;
ঝর্ণা-জলের মৃত্যুর হিম স্রোতে দারুণ অমিশ্রিত ভাবে
ভেসে যাচ্ছে শুকনো পাপড়ি আর হলদে পাতার মিছিলে।
(অসভ্য)করোনা তুমি কি ক্যাসানোভার পরমাত্মীয়?
ছবি……..নেট থেকে।
৩৬টি মন্তব্য
তৌহিদ
হিন্দু মুসলিম গরীব বড়োলোক কাউকেই ছাড় দিচ্ছেনা করোনা। প্রিন্স প্রিন্সের ঘরে ঢুকে হানা দিচ্ছে মরণঘাতি এই ভাইরাস।
বিজ্ঞানীরা দিশেহারা। এর চেয়ে হেমলক পানেও বুঝি মানুষ ফিরে পেত প্রাণ।
ছাইরাছ হেলাল
বিজ্ঞানী/গবেষকেরা আজ পাগল, সাথে বিখ্যাত গাড়ী কোম্পানী থেকে বিমান ব্যবসায়ীরা নেমে গেছে
এই অসম যুদ্ধে, যার যা আছে, কিন্তু মৃত্যুর মিছিল এগিয়ে যাচ্ছে।
আল্লাহ আমাদের সহায় হবেন।
৪৮, ৫৮৩ টি লাশ সাথে নিয়ে সভ্যতা আজ অসহায়।
তৌহিদ
লাশের মিছিলে মৃতদেহের সংখ্যা আজ ৫০২০০ !!
ছাইরাছ হেলাল
এখন ৬৪৬০৬!!
আল্লাহ রহম করুন।
সুরাইয়া পারভীন
অসভ্য করোনা থেকে মুক্তি পাওয়ার আশা নেই বললেই চলে, তবুও মন বলে একদিন সব ঠিক হয়ে যাবে। মৃত্যুদানব এই করোনা থেকে মুক্তি মিলবেই ইনশাআল্লাহ
ছাইরাছ হেলাল
অবশ্যই বিধাতার কাছে মুক্তি চাই/চাইছি।
কিন্তু এ মৃত্যু মিছিল চালু আছে/থাকবে বলেই বিজ্ঞানীদের অনুমান।
ভাল থাকবেন আপনি।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই কঠিন বাস্তবতা। কিছুতেই এর করাল গ্রাস থেকে বাঁচার উপায় নেই! কতটা অসহায় সমস্ত বিজ্ঞান আজ । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা
ছাইরাছ হেলাল
আমরা আজ সত্যি অসহায় এই দানোর কাছে।
আপনিও সাবধানে থাকবেন।
সুপায়ন বড়ুয়া
“কে শোনে কার কথা, পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত
শুধুই আর্তের মরণ চিৎকার, রুদ্ধশ্বাসে। “
করোনা তুমি আর এসো না
এই মরু প্রান্তে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
করোনা তো কারো কথাই শুনতে চাইছে না,
আমরা শুধুই বিধাতা কাছে ক্ষমা প্রার্থনা করি।
ভাল থাকবেন, ভাই।
এস.জেড বাবু
পৃথিবীর তাবৎ মহা মহা বিজ্ঞানীরা আজ দিশেহারা,
লাগাম পড়ানো যাচ্ছে-না, তুমুল অশ্বারোহী এক দৈত্যকে;
আল্লাহ একমাত্র ভরসা_
তিনি কোন না কোনও / কারো না কারও উসিলায় / মাধ্যমে অবশ্যই দৈত্যের মুখে লাগাম লাগিয়ে দেবেন।
শুভ প্রত্যাশা
ছাইরাছ হেলাল
আমরা সেই রহমতের দিনের অপেক্ষা করছি।
ভাল থাকবেন আপনি।
ফয়জুল মহী
লেখা বেশ মন ছুঁয়ে গেল।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
ইঞ্জা
দাম্ভিক/দর্পি রুজভেল্ট থেকেও আজ কান্না ভেসে আসছে
রাজাধিরাজ এক লক্ষ/দু’লক্ষ প্রাণ করোনা -মুখে ছুঁড়ে দিয়ে
আপোষের অসহায়-প্রস্তাবে জানাচ্ছে বাঁচার আকুতি;
রাতেভঘুম হয়না ভাইজান, জীবনে এমন পরিস্থিতিতে পড়বো ভাবিনি কখনো, মৃত্যু যেন চারপাশে ঘুরে ফিরছে, আহ করোনা তুই কবে বিদায় হবি, হবে কি?
ছাইরাছ হেলাল
সাধাবণ নিয়মে আসু মুক্তির কোন সম্ভবনা নেই।
শুধু আল্লাহর বিশেষ রহমত ছাড়া।
নিরাপদে থাকবেন ভাই।
ইঞ্জা
আল্লাহ সবাইকে রক্ষা করুন, আমীন।
ছাইরাছ হেলাল
আমিন, আমিন।
হালিম নজরুল
সুদূরের দিগন্তে পরিপূর্ণ নৈঃশব্দের গান ভেসে বেড়াচ্ছে
পৃথিবীর তাবৎ মহা মহা বিজ্ঞানীরা আজ দিশেহারা,
লাগাম পড়ানো যাচ্ছে-না, তুমুল অশ্বারোহী এক দৈত্যকে
———–অসাধারণ
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ, ভাল থাকুন।
রেহানা বীথি
দিশেহারা আজ তাবৎ পৃথিবী। সত্যিই রাতে ঘুমোতে পারি না।
ছাইরাছ হেলাল
বিভিন্ন জার্নাল দেখলে সত্যি সত্যিই ভয় লাগে।
সবাইকে আগলে রেখে নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
পৃথিবীর সভ্য মানুষগুলো এখন অসহায় হয়ে পড়েছে। বাধা দেয়ার কেউ নেই জেনেই হয়তো অদৃশ্য ভাইরাসের এত শক্তি। তাবৎ প্রানীকূলের সেরা মনুষ্য প্রজাতি এর বিরুদ্ধে লড়াই করার উপাদান কবে আবিস্কার করবে তা শুধু প্রানীজগতের স্রষ্টাই ভালো জানেন, যদিও করোনা তারই সৃষ্টি।
আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন,
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
অতীতের মত ঠিক-ই একদিন ভ্যাকসিন আবিস্কার হবে,
ততদিনে করোনা তার নির্ধারিত মিশন শেষ করে ফিরে গিয়ে আনন্দে থাকবে।
আবার আসবে ফিরে নব নব রূপে নূতন মৃত্যুদূত হিসাবে।
নিরাপদে থাকবেন, দোয়ায় রাখবেন।
সাবিনা ইয়াসমিন
হ্যা মহারাজ, মৃত্যুদূত ফিরে ফিরে আসে নবরুপে, নতুন নামে। মৃত্যুদূতের কত কত নাম! অথচ তারই চিরমৃত্যু নেই। আমাদেরও মুক্তি নেই 🙁
ছাইরাছ হেলাল
কিন্তু আমরা তাঁর কাছেই মুক্তি চাই, প্রাণে-মনে।
ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
প্রথম ও দ্বিতীয় পর্ব পড়া হয়নি দাদা।
পড়ে মতামত ব্যক্ত করবো।
ছাইরাছ হেলাল
ব্যাপার না, সময় পেলে পড়ে দেখবেন।
ধন্যবাদ।
সুরাইয়া নার্গিস
অনেক সুন্দর লেখা, আল্লাহ্ আমাদের সহায় হোন।
শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
আমরা এক মাত্র তার-ই সাহায্য চাই।
ধন্যবাদ।
কামাল উদ্দিন
ক্যাসানোভাটা কেহেলাল ভাই, বড় কোন ভাইরসা নাকি?
ছাইরাছ হেলাল
ক্যাসানভা লিখে সার্চ দিন। এখানে বলা যাবে না।
ধন্যবাদ।
কামাল উদ্দিন
বলেন কি সার্চ দেওয়ার আগেই ডর লাগতাছে।
ছাইরাছ হেলাল
সার্চ দিলে তো ছাড়তে চাইবেন না!!
জিসান শা ইকরাম
এই মৃত্যু মিছিল থেমে যাক,
এই কামনা করা ছাড়া কিইবা করতে পাড়ি আমরা?
ছাইরাছ হেলাল
বিধাতার কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই।
ধন্যবাদ।