
বাঙালি বড় আজব জাতি,
সবটাতে তার বড্ড মাতামাতি।
এজন্যে তাদের হুজুগে বলে,
নিত্য আবেগে সদা ভেসে চলে।
হঠাৎ আজব এক রোগ এলো,
চিকিৎসাহীন রোগে মৃত্যু হলো।
ভয়ে সবাই আতঙ্কিত হয়,
উপায় খোঁজে, বাঁচার উপায়।
শুধু বাঙালির কোন ভয় নাই,
ঈশ্বর ভরসায় স্বান্তনা খুঁজে পায়।
ঝড়ে বক মরে, ফকিরে লাফায়,
দোয়া তাবিজে নাকি করোনা পালায়!
করোনা নাকি খুব জাত চেনে,
মুসলিমদের নাকি সে গুরু মানে।
মুর্খ লোকেদের অলীক ভরসা,
কোথায় পায় এত সাহস সহসা!
দলে দলে লোক ওয়াজ শুনতে যায়,
বাড়িতে বাড়িতে ডিজে পার্টি দেয়।
বিয়েবাড়িতে চলে দারুন হৈচৈ মজা,
একই আচরণে চলে রাজা সহ প্রজা।
মন্ত্রী মশাইগণ বেজায় সাহসী,
চিন্তা নাই কোন সদা হাসিখুশি।
চলছে ইশকুল, কলেজ পুরোদমে,
পড়তেই হবে ,টানলেও যমে!
কোন কিছুতেই নেই কোন মানা,
দেশটা যে বড্ড দলকানা।
হবে না তাদের ই কোন ক্ষতি,
ইমানদার হলে তবে মুক্তি।
হায় করোনা হায় করোনা,
ধরলে তো কাউরে ছাড়েনা।
এটুকু বোধ কবে হবে?
হাজার মৃত্যুর দামে যখন মূল্য দেবে?
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
মহান আল্লাহ রক্ষা করুণ আমিন
ইসিয়াক
আল্লাহ ছাড়া উপায় নাই।ঠিক বলেছেন ভায়া্।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
ইসিয়াক
ধন্যবাদ রইলো ভাইয়া
রেহানা বীথি
এ ভয়াবহতা থেকে মুক্তি পাক মানবজাতি। ভালো লিখেছেন ভাই।
ইসিয়াক
এ ভয়াবহতা থেকে মুক্তি পাক মানবজাতি।
সেটাই কামনা আপু্।
সাবধানে থাকুন।শুভকামনা।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদে সহায় হবেন এই দুর্দিনে।
ইসিয়াক
আল্লাহ আমাদে সহায় হবেন এই দুর্দিনে।
সতর্ক থাকুন। সাবধানে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর সহায় হোন। সাবধানতা অবলম্বন করে সবকিছুই করতে হবে। ধন্যবাদ ভাইয়া
ইসিয়াক
ঈশ্বর সহায় হোন।
শুভকামনা দিদিভাই।
বন্যা লিপি
মহান আল্লাহ্ আমাদের মাফ করুন।আমিন।
ইসিয়াক
হ্যাঁ আপু এখন আল্লাহ আমাদের ভরসা।
সুপায়ন বড়ুয়া
করোনা তুমি আর এসোনা
তোমার ভয়ে কেউ ঘুমায় না
আতন্কে থেকে আর বাঁচি না
বন্ধু সবার শুভ কামনা।
ইসিয়াক
ভালো থাকুন।সুস্থ থাকুন ।
সাবধানে থাকুন দাদা
নিতাই বাবু
বর্তমানে এলাকার অনেক স্থানে আরবিতে লেখা দোয়াদরুদ সংবলিত ছাপা অক্ষরে ছোট ছোট কাগজের টুকরো লাগানো দেখা যায়। এই সুরা কয়েকবার পাঠ করলে নাকি কোরোনা পালিয়ে যায়। তা কতটুকু সত্যমিথ্যা তা জানার আগ্রহ থেকেই গেল।
কামাল উদ্দিন
মুর্খের দেশে সবই সম্ভব
কামাল উদ্দিন
করোনা কোন জাতি ধর্ম দেখে আক্রমণ করছে না। কিন্তু কিছু মোল্লা করোনার সাথে কথা বলে তাদের ধ্বংসের ফর্মুলা আবিস্কার করে ফেলেছে। হায়রে মূর্খ জাতি!
তৌহিদ
হুজুগে বাঙালি কোননদিনও শোধরাবেনা। অথচ এই মূহুর্তে আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন সচেতনতা।
ভালো লিখেছেন দাদা।
হালিম নজরুল
করোনা নাকি খুব জাত চেনে,
মুসলিমদের নাকি সে গুরু মানে।
মুর্খ লোকেদের অলীক ভরসা,
কোথায় পায় এত সাহস সহসা!
জিসান শা ইকরাম
করোনা নিয়ে খুবই আতংকের মাঝে আছি ভাই।