
===================
একটা কবিতার পটভূমিতে
শুধু ফসলের মাঠ আর মাঠ-
একদিন মাচার ডোলভর্তি ধান
দুর্যোগ মাঝে বিলীন করেলেন
সেদিন থেকেই কবির তর্জনীর তীব্র গর্জন!
মিশে গেছে সসস্ত আকাশ বাতাস-
গন্ধবিরল মৃত্তিকার তরে- তরে;
তারপর ঘাত প্রতিঘাত উপেক্ষা করে
একদিন অন্তর স্পর্শে- কবির কবিতাকে
গভীর মমতায় আলিঙ্গন করলেন;
কবিতার চঞ্চলতা দেখে ভীষণ আনন্দ!
সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন
এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন
কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে
কবিতাকে আপন মমতায় সাজালেন;
বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে
মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।
০২ চৈত্র ১৪২৬, ১৬ মার্চ ২০
——————————-
২৭টি মন্তব্য
ফয়জুল মহী
দারুণ লেখা ,বেশ ভালো লাগলো
আলমগীর সরকার লিটন
মহী দা অশেষ ধন্যবাদ জানাই
ও অনেক শুভেচ্ছা রইল————
ছাইরাছ হেলাল
বানান গুলো একটু দেখুন।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি হেলাল দা
কোন বানানগুলো একটু দেখা না প্লীজ
ছাইরাছ হেলাল
পটভুমিতে/বিলিন/করেলেন/তর্জনির/সসস্ত
এগুলো দেখুন, যদিও আমার জানা খুব-ই সীমিত।
আলমগীর সরকার লিটন
জ্বি হেলাল দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————
সুপর্ণা ফাল্গুনী
এমন কবি চির অমর। বেঁচে আছে , থাকবে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
আলমগীর সরকার লিটন
কবি সুপর্ণা দিদি অশেষ ধন্যবাদ জানাই
ও অনেক শুভেচ্ছা রইল————
সুপায়ন বড়ুয়া
“বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে
মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।“
যে কবিতা অমরত্ত পায়
সে কবির মৃত্যু নেই।
মুজিব তুমি স্বাধীনতা অমর কাব্যের কবি
তোমার মৃত্যু নেই। তুমি চীরন্জীব।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপায়ন দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————
মোঃ মজিবর রহমান
সসস্ত বানান কি ঠিক আছে লিটন ভাই। ভুল হলে ক্ষমীয়।
সুন্দরভাবে উপস্থাপন করলেন অবিসংবাদিত নেতাকে।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি মজিবর দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————
মোঃ মজিবর রহমান
হ্যা আপনাকেও মুজিবীয় বর্ষের শুভেচ্ছা।
কামাল উদ্দিন
কবিরা কবির মর্ম বুঝে, আমরা খালি পড়েই যাই…….শুভ কামনা জানবেন কবি লিটন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি কামাল দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————
কামাল উদ্দিন
আপিও সুস্থ্য থাকুন সব সময়।
কামাল উদ্দিন
আপিও = আপনিও
রেহানা বীথি
খুব ভালো লিখেছেন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি বীথি আপু
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————
মনির হোসেন মমি
দারুণ কবিতা।বিনম্ভ্র শ্রদ্ধা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি মনির দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————
তৌহিদ
কবিদের কবিতা বোঝা দায়!! ভালো থাকবেন দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি তৌহিদ দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————
জিসান শা ইকরাম
চমৎকার কবিতা।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি জিসান দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————
হালিম নজরুল
সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন
এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন
কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে
কবিতাকে আপন মমতায় সাজালেন
আলমগীর সরকার লিটন
জ্বি কবি নজরুল দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন————