
ক্লিনার সফটওয়্যার খুঁজে নিতেই,
মস্তিষ্ক থেকে আনইন্সটল হয়ে গেছে প্রেম এ্যাপ্স!
প্লে স্টোরের ডাউনলোড লাইব্রেরী, ফাঁকা!
রিকোভারী রিকোয়েস্ট পেয়েও মেমোরি গুলো রিকোভার হচ্ছে না, ঘুরেফিরে
কিছু ছবি
কিছু স্মৃতি
কিছু ক্ষণ
এক চিলতে আলোয় জমানো
অন্ধ-ভুলের সন্ধিক্ষণ..
ডিভাইস ভরেছে ভালোবাসা ভাইরাসে,
একাউন্ট সিস্টেমের গোলমালে
ড্যামেজ ছিলো সার্ভিস অপশন,
সময়মতো সিগনাল এলো না!
যোগ্য-অ-যোগ্যতা নির্ণয়ে
রিজেক্ট হলো অ্যাক্টিভ চার্জার..
বিগড়ে যাওয়া যন্ত্রটার গ্যালারি বক্সে
আমি মানুষের দেখা পেলাম,
ইশ্বর মানব
স্বপ্ন মানব
ক্ষমাসুন্দর মানব
কাঙ্ক্ষিত মানব
নিষিদ্ধ মানব..
ক্লিক করেছি একের পর এক অনুর্বর কৌতূহলে,
দৃশ্যমান অদৃষ্ট দেখালো,
রিফ্রেশ ধৃষ্টতার ভর্ৎসনা-ক্লান্তি!
আমি চাইতে ভুলেছি,
অভিমান-অভিযোগ তুলেছি
শপথের ভুলে শর্ত ভেঙেছি;
আগল খুলেছি মরচে পড়া দরজার
বেঁধেছি আবেগ পাঁজরের শেকলে,
মুক্ত করেছি দীর্ঘশ্বাস, প্রতি- প্রশ্বাসের আড়ালে,
অতঃপর….আমি অভিযোগ হীন হলাম।
★ ছবি-নেট থেকে
৩৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পড়া লাগবে ভাল করে!
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও, অসাধারণ আপু।মষ্তিস্ক থেকে প্রেম এ্যাপস আন ইন্সটল হয়ে গেলেও কিছু স্মৃতি, ছবি কখনো মুছে যায়না। অ-কবিতা থেকে মুক্ত হলেন !! ভালো থাকুন সবসময় 🌹🌹🌹🌹
সাবিনা ইয়াসমিন
আপনিও ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
যাক শেষ পর্যন্ত রিফ্রস হলেন!
সাবিনা ইয়াসমিন
হু 🙂
সুপায়ন বড়ুয়া
ভাইরাস বা ভালবাসা নিয়ে
একটি অপরুপ কাব্য লিখন।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
অনুপ্রেরণা পাই এমন মন্তব্যে 🙂
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
মনোরম ও মনোহর লেখনী ।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
মস্তিষ্ক থেকে আনইন্সটল হয়ে গেছে প্রেম এ্যাপ্স!
মস্তিস্ক তাহলে এখন প্রেম শূন্য তাহলে?
রিকভার যদি কিছু নাইই হয় তবে কিছু স্মৃতিই বা আসে কিভাবে!
কত ধরনের মানবের কথা জানা হলো আপনার কবিতার মাধ্যমে। ঈশ্বর মানব, স্বপ্ন মানব কখন যে নিষিদ্ধ মানব হয় বুঝি না। কবিদের কথা যে কবে বুঝতে পারব সঠিক ভাবে? 🙁
চাইতে ভুলে যাওয়া ভালো লক্ষন না,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ভালবাসা ভাইরাসে আক্রান্ত মস্তিষ্কে বাকি সব ড্যামেজ হয়ে গেছে। ভাইরাস মানেই বৃহত্তর কিছু, কালে-অকালে মহামারীর মতো ছড়িয়ে যায়। তাই বলে সম্পূর্ণ অবয়ব নিঃশেষ হয়ে যায় না। স্মৃতি হাতড়ে কিছু না কিছু অবশিষ্ট পাওয়াই যায়।
প্রেম এ্যাপ্স অতিশয় ক্ষুদ্র। যখন তখন ডাউনলোড করা যায়। আবার রিমুভ হওয়া মাত্রই সব গায়েব!
শুভ কামনা 🌹🌹
ত্রিস্তান
ডিজিটাল অ-অকবিতায় ঠাসা সোনালীর মাদারবোর্ড- র্যাম
পাদপৃষ্ঠে লিখে দাও সমুদ্রের গান-
যখন স্যাটেলাইট অকেজো হয়; ডোমেইন হোস্টিং সার্ভার
কার্যত পুরো সিস্টেমটাই ভেঙ্গে পড়ে-
মুখ থুবড়ে পড়ে থাকে সম্পর্কের শেকড়ে পোঁতা নেটফ্লিক্স
তখন এসো তুমি আদিমতার উলঙ্গ আলখেল্লা পরে,
তবে ভাইরাস নয়, ভালোবাসার হবে জয়জয়কার ।।
সাবিনা ইয়াসমিন
কমেন্ট দেখে চোখ-কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে! ভালোবাসা ভাইরাস যেখানে ঢুকে পড়ে, সেখানে বাকিসব সব অকার্যকর। সম্পর্কের শেকড় যদি মজবুত হয় তবে দিন শেষে ভালবাসার-ই জয় 🙂
সোনালীর জন্যে একরাশ শুভ কামনা 🌹🌹
আপনাকেও 🙂
রাফি আরাফাত
আমি চাইতে ভুলেছি,
অভিমান-অভিযোগ তুলেছি
শপথের ভুলে শর্ত ভেঙেছি;
আগল খুলেছি মরচে পড়া দরজার
বেঁধেছি আবেগ পাঁজরের শেকলে,
মুক্ত করেছি দীর্ঘশ্বাস, প্রতি- প্রশ্বাসের আড়ালে,
অতঃপর….আমি অভিযোগ হীন হলাম।
আমি বাকরূদ্ধ হয়ে বারবার পড়েছি। আর ভেবেছি কিভাবে লিখে ফেললো এতো সুন্দর কিছু৷
শুভ কামনা আপু
সাবিনা ইয়াসমিন
কি বলবো এমন মন্তব্যের জবাবে! মাঝে মাঝে শব্দহীন হয়ে যাই তোমাদের এত ভালবাসায় 🙂
খুব ভালো থেকো,
অবিরত শুভ কামনা রইলো 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
টেকনোলোজি কবিতা।
বেশ ভালো হয়েছে দিদি।
কিন্তু তেমন একটা বুঝতে পারিনি😭
সাবিনা ইয়াসমিন
এই জন্যেই আমি অ-কবিতা লিখি। কি লিখেছি ঐটা অন্তত নিজে বুঝি। তোমার কান্না দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ধুরর, আর কবিতাই লিখবো না 😞😞
রেহানা বীথি
রিকোভারী রিকোয়েস্ট পেয়েও মেমোরি গুলো রিকোভার হচ্ছে না, ঘুরেফিরে
কিছু ছবি
কিছু স্মৃতি
কিছু ক্ষণ
এক চিলতে আলোয় জমানো
অন্ধ-ভুলের সন্ধিক্ষণ..
রোবট নই আমরা, হতেও পারবো না। ঘুরেফিরে আসবেই এমন কিছু। আধুনিক টেকনোলজি যে আমাদেরকে কতটা আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে! কবির ঘাড়ে ফেলছে অ-কবিতা নয়, কবিতার নিঃশ্বাস।
দারুণ লিখেছেন।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, একদম ঠিক ধরেছেন! সারাক্ষণ নেট ঘাটাঘাটি করার কারণে কবিতায়ও টেকনোলজির প্রভাব চলে এসেছে 😜😜
তবে রোবট যেহেতু নই, স্বভাব বদলে যাবে 🙂
অনেক অনেক ভালোবাসা ❤❤
তৌহিদ
কবিতা পড়ে নিজের মাথাই হ্যাং হয়ে গেলো আপু। এরকম এপস আছে নাকি যা মাথা হ্যাং করা থেকে বিরত রাখে?
ভালোবাসা ভাইরাসে আক্রান্ত হলে র্যাম, মেমরি সব ভজগট হয়ে যায়। রিকভারি এপস ইনস্টল করলেও কিছু মেমরি কিন্তু অগোছালোইই থেকে যায়।
অদ্ভুত এক কবিতা পড়ে আশ্চর্য হয়েছি। আপনি আধুনিক কবিদের তালিকায় ঢুকে গেলেন এখন থেকে। শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
মাথা হ্যাং করলে একটাই এ্যাপ্স চালু করা যায়, তা হলো নিজের চুল সর্ব শক্তি দিয়ে টেনে ছিড়ে ফেলা… তারপর চুলের মায়ায় ব্রেন অটোমেটিক রিলোড হয়ে যাবে 😄😄
অনেক ধন্যবাদ ভাই।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
আলমগীর সরকার লিটন
অন্যরকম ভাবনায় প্রকাশ কবি দিদি
অনেক শুভ কামনা রইল————-
সাবিনা ইয়াসমিন
সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ লিটন ভাই।
অজস্র শুভ কামনা রইলো আপনার জন্যে 🌹🌹
হালিম নজরুল
ক্লিক করেছি একের পর এক অনুর্বর কৌতূহলে,
দৃশ্যমান অদৃষ্ট দেখালো,
রিফ্রেশ ধৃষ্টতার ভর্ৎসনা-ক্লান্তি!
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
প্রযুক্তিযুক্ত কবিতা ভালো লেগেছে ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ নিরব,
নতুন লেখা দিন।
শুভ কামনা 🌹🌹
রেজওয়ান
চমৎকার প্লট। অসাধারণ আপি🥳❤
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা নিও,
ভালো থেকো,
অপার্থিব
প্রেম এপস হৃদয়ের হ্যান্ডসেটে বিল্ট ইন অবস্থায় থাকে, কখনো সুপ্ত কখনো প্রকাশ্য। প্লে ষ্টোর থেকে সম্ভবত আপডেটেড ভার্সন ডাউনলোড করা যায়। কখনো বাস্তবতা নামের এন্টিভাইরাসের চাপে ভাইরাস তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় তবুও বেঁচে থাকে কিংবা থাকতে হয়।
ভাল লাগলো কবিতাটি।
সাবিনা ইয়াসমিন
ঠিক! সুপ্ত অবস্থায় থাকে। আপডেটে স্থান করে নেয় হোম স্ক্রিনে। তারপর লড়াই শুরু হয়, অন্যান্য এপ্সের সাথে। নিজের অস্তিত্বের লড়াই, ক্রমাগত বাড়তে থাকা স্পেস নিয়ে, কখনো মালোয়্যার ভাইরাসের সাথে।
এমন কমেন্টের অপেক্ষায় ছিলাম। বহুদিন পর ফিরলেন নিজের স্বকীয় সত্তায়।
ধন্যবাদ অপার্থিব।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
ডিজিটাল যুগ নামকরণ সার্থক হলো আপনার কবিতায়।
ওরে বাপরে বাপ!
দুর্দান্ত উপস্থাপন 👏👏👏
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আমার দৌড় এ পর্যন্তই। তবু্ও এমন মন্তব্যে ধন্য হলাম।
অনেক অনেক শুভ কামনা 🌹🌹