এই ষোলো সবার আসে

রাফি আরাফাত ১১ মার্চ ২০২০, বুধবার, ১১:৪৪:২৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

বয়সটা তখন খুব বেশি হলে ষোল বা সতেরো হবে,

ভালবাসা তখন প্রয়োজনীয় এক আবেগের নাম।
নিজের বলতে তখন এক আকাশ স্বপ্ন ছিলো,
স্বপ্ন দেখি,স্বপ্ন কবে আমার হবে?

চাহিদা বলতে তখন আমার কাছে ভালবাসা লাগবে,
নিয়ম করে কেউ ভালবাসবে,ভালো রাখবে,
অগোছালো ভালবাসা হারিয়ে যেতে পারে,
তাই নিয়ম করে ভালবাসাই শ্রেয়,কি সব ভাবনা তখন!

এই ষোলোতে আমাদের একটা আপন মানুষ লাগে,
আপন কেউ কেউ হয়,কিন্তু স্থায়িত্ব কেউ পায় না,
তাই ষোল কখনো চরম বাস্তবতা হয়ে দাঁড়িয়ে যায়,
প্রান না হয় নাই বা দিলাম,মন এখানেই মরে যায়।

সব নিয়ে বয়স ষোলোতে ভাবনাগুলো এলোমেলো,
কিন্তু নিজের কাছে সবচেয়ে গোছানো কিছু,
এই শহরে সবার একবার ষোলো আসে,
এই ষোলো মানেই আবেগ,যে আবেগের ভিত্তি নেই!

৯৫৮জন ৮৫০জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ