বয়সটা তখন খুব বেশি হলে ষোল বা সতেরো হবে,
ভালবাসা তখন প্রয়োজনীয় এক আবেগের নাম।
নিজের বলতে তখন এক আকাশ স্বপ্ন ছিলো,
স্বপ্ন দেখি,স্বপ্ন কবে আমার হবে?
চাহিদা বলতে তখন আমার কাছে ভালবাসা লাগবে,
নিয়ম করে কেউ ভালবাসবে,ভালো রাখবে,
অগোছালো ভালবাসা হারিয়ে যেতে পারে,
তাই নিয়ম করে ভালবাসাই শ্রেয়,কি সব ভাবনা তখন!
এই ষোলোতে আমাদের একটা আপন মানুষ লাগে,
আপন কেউ কেউ হয়,কিন্তু স্থায়িত্ব কেউ পায় না,
তাই ষোল কখনো চরম বাস্তবতা হয়ে দাঁড়িয়ে যায়,
প্রান না হয় নাই বা দিলাম,মন এখানেই মরে যায়।
সব নিয়ে বয়স ষোলোতে ভাবনাগুলো এলোমেলো,
কিন্তু নিজের কাছে সবচেয়ে গোছানো কিছু,
এই শহরে সবার একবার ষোলো আসে,
এই ষোলো মানেই আবেগ,যে আবেগের ভিত্তি নেই!
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ষোড়শী প্রেমের কথা, ভালো লাগার কথা সুন্দর বলেছেন। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
রাফি আরাফাত
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর অবশ্যই সতর্ক থাকবেন।
শুভ কামনা আপু
সাবিনা ইয়াসমিন
“ এই ষোলোতে আমাদের একটা আপন মানুষ লাগে,
আপন কেউ কেউ হয়,কিন্তু স্থায়িত্ব কেউ পায় না,
তাই ষোল কখনো চরম বাস্তবতা হয়ে দাঁড়িয়ে যায়,
প্রান না হয় নাই বা দিলাম,মন এখানেই মরে যায় “…
ষোলোর ভাবনা-বোধ ঠিকমতোই তুলে ধরেছো। এই সময়টায় স্বপ্ন আসে, বাস্তবতার কষাঘাতে স্থায়ীত্ব পায়না। সতেরো তে এসে মরে যায় স্বপ্নগুলো। এরপর জীবন্ত হয়ে উঠে জীবনের গল্প।
শুভ কামনা 🌹🌹
রাফি আরাফাত
ধন্যবাদ আপু। ভালো থাকবেন। শুভ কামনা। ওহ হুম,করোনা থেকে সাবধান। মাস্ক নয়,সচেতন থাকবেন। হুম।
ফয়জুল মহী
সুনিপুণ ও বস্তুনিষ্ঠ লেখা।
রাফি আরাফাত
ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
ষোল মানেই আবেগ, যে আবেগের ভিত্তি নাই। কিন্তু কিছুউ কিছু অস্থির আবেগ নির্ঘুম ও চঞ্চল বানায়ে ফ্রেলে যা বিপদজনক।
রাফি আরাফাত
জি ভাই। ভালোবাসা নিবেন
মোঃ মজিবর রহমান
নিলাম দিলাম
আলমগীর সরকার লিটন
বেশ আবেগিময়
অনেক শুভেচ্ছা জানাই কবি দা
রাফি আরাফাত
ভালোবাসা ভাই
ইঞ্জা
এই ষোলোতে আমাদের একটা আপন মানুষ লাগে,
আপন কেউ কেউ হয়,কিন্তু স্থায়িত্ব কেউ পায় না,
তাই ষোল কখনো চরম বাস্তবতা হয়ে দাঁড়িয়ে যায়,
প্রান না হয় নাই বা দিলাম,মন এখানেই মরে যায়।
ষোড়শী প্রেমের ভালো লাগা আজীবন থাকে।
খুন সুন্দর লিখলেন ভাই।
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
ইঞ্জা
শুভকামনা অশেষ
হালিম নজরুল
একরাশ ভাললাগা
রাফি আরাফাত
ভালোবাসা নিবেন ভাই
ছাইরাছ হেলাল
বেসামাল ষোল কেউ-ই ভুলতে পারে না।
রাফি আরাফাত
জি ভাই। ষোলো অনেক দামী
ত্রিস্তান
এটা খুবই ভালো লাগছে। আপনার লেখা তো এর পড়েছি বলে মনে হচ্ছে না। কেন এমন হলো বুঝলাম না, যাই হোক এটা আমার ব্যর্থতা। লিখতে থাকুন, ইনশাআল্লাহ পড়বো।
রাফি আরাফাত
ভাই আসলে আমি নিয়মিত না ব্লগে। তাই হয়তো পড়েন নি। তবে আমি আপনার পড়েছি বেশ কয়টি লেখা। ভালো লাগার মানুষ আপনি।