তবুও হেঁটে যাই

হালিম নজরুল ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ০৯:৩৪:২৬অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

ছোপ ছোপ রক্তের দাগ,কিছু ভস্ম-ছাই,
আর লাশের গন্ধ পেয়েও বিস্মিত হলাম না।
মিনার-মাস্তুলের আবছা আলোর আভা—
আমাদের টেনে নিয়ে গেল ভাগাড়ের কাছাকাছি।

বাতাসে প্রতিহিংসাপরায়ন ধ্বংসের তাগিদ।

আলুথালু বর্তমান,স্মৃতিকাতর নাষ্টালজিয়া ভুলে
আমরা পা বাড়ালাম মায়াবী রাত্রির দিকে।
প্রতিবিম্বে ভাসছিল অনন্ত সুখ,তিলোত্তমা-স্বর্গ।

বহুদূর হেঁটেছি আমরা;অন্তহীন ঘড়িটার মতই।

কিন্তু এ কি!দিনশেষে কোথায় পৌঁছলাম আমরা!

এই পড়ন্ত বিকেলে নৈরাশ্যবাদ——-
ক্রমশঃ গিলে খেতে চায় আমাদের!
বাতাসে বাতাসে মৃত্যুর খেয়া——-
শূন্যতা টেনে আনে স্বপ্নের শাখায়।

তবুও আমরা হেঁটে যাই।
একটা নির্ভীক প্রতিবাদ,বেঁচে থাকবার আর্তনাদ,
কতিপয় প্রতিবাদী লাশ,আর একটি লালসবুজ পতাকা
আমাদের মনে করিয়ে দেয়—
এখনো ছুঁয়ে আছি মায়ের আঁচল,
সমুখে অপেক্ষমান একটি “সোনার বাংলাদেশ”।

***—————————————****

৫৩২জন ৩৯১জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ