
নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে উইপোঁকা ~
করোনায় আক্রান্ত মনের দেয়াল ~
জলের ছায়া ধুম্র মায়া ~
প্রহর গুলো বেখাল ।
হিসাব কষি খতিয়ানের পাতায় ~
রেওয়ামিলে গড়মিল ~
প্রাপ্তি প্রদানে অণুবিক্ষণ দৃষ্টি রাখি
তালকে দেখি তিল ।।
দিনের শেষে রাত্রি আসে ~
নতুন স্বপ্ন জাগে ভোরে ~
গোধুলীর প্রেমে বসন্ত নামে ~
প্রহর কাটে ঘোরে ।।
যায় বেলা যায়, সময়ের কাটায় ~
কর্ম কাঠামোর টানে ~
সুর খুঁজে পাই আপন মনে ~
পুরনো সেতারের গানে ।।
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দিন শেষে রাত্রি আসে, ভোর হলে নতুন স্বপ্ন, আশায় রই বেঁচে। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ইঞ্জা
চমৎকার লিখেছেন, ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
ইঞ্জা
শুভেচ্ছা
বন্যা লিপি
নিশ্বাসে বিষ, বিশ্বাসে উইপোকা….সময়টা যে আমাদের কঠিন বাস্তবতার। রেওয়ামিল আর খতিয়ানের গড়মিল হিসেবে সময়ের কাঁটা পুরোনো সেতারেই ফিরতে মন চায়।
উপস্থাপনের মুন্সিয়ানা ভালোলেগেছে।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
চমৎকার লেখা। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
করোনা এসে পড়েছে কবিতাতেও!
বেলা ফুরোবার আগেই হারানো সুর ফিরে আসুক,
শুভ কামনা রইলো কামরুল ভাই 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা আপনার জন্য,
করোনা না এসে উপায় নাই আপু
সুপায়ন বড়ুয়া
“দিনের শেষে রাত্রি আসে ~
নতুন স্বপ্ন জাগে ভোরে ~
গোধুলীর প্রেমে বসন্ত নামে ~
প্রহর কাটে ঘোরে ।।”
সুন্দর তো !
হতাশার মাঝে ও ভাল লাগার মতো কবিতা
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
অনেক শুভ কামনা
আলমগীর সরকার লিটন
চমৎকার এত ছন্দদুলায় অনুভূতির প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
এস.জেড বাবু
গোধুলীর প্রেমে বসন্ত নামে ~
প্রহর কাটে ঘোরে ।।
স্মৃতিগুলো কেমন যেন আঁকড়ে ধরেছে লিখায়।
ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
করোনায় আক্রান্ত মনে দেয়াল!
রোগ মুক্ত হোক মনের দেয়াল। চমৎকার প্রকাশ
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
নিরব সাগর
হিসাব বিজ্ঞান ভালো বুঝেন দেখছি।
কামরুল ইসলাম
কিছুটা বুঝি
ধন্যবাদ
মনির হোসেন মমি
পুরনো সেতারের টানে….মানে পুরান চাউল ভাতে বাড়ে। চমৎকার।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই