
দয়াপরবশ-চাঁদ (ভান)একটু মেলে ধরেছে নিজেকে
খুউব অনিচ্ছুক ভাব নিয়ে,
সিঁধ কাটা চোর ভিত্রে ঢুকবে কী ঢুকবে না
বা কতটা ঢুকলে পৌঁছে যাবে সুখের ঠিকানায়;
নিরোধক-জেল উপছে পড়ছে গা থেকে,
তবুও দ্বিধা থেকেই যাচ্ছে!
সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;
নিষ্পাপ ভ্রমণ-সকালে
আলো-আঁধারি এখন-ও বাঁধা পরস্পরে,
বসন্তের এক বিলাসী সকালে;
ছবিঃ নেট থেকে।
২৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সিঁধ কাটা চোর ভিত্রে ঢুকবে কী ঢুকবে না
বা কতটা ঢুকলে পৌঁছে যাবে সুখের ঠিকানায়;
নিরোধক-জেল উপচে পরছে গা থেকে,
তবুও দ্বিধা থেকেই যাচ্ছে! হা হা হা ভালো বলেছেন তো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনিও অনেক ভাল বলেন,
দ্বিধা থাকে!
অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
চাঁদ নিয়ে ভাবনা ভালো লাগলো
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি,
কিন্তু আপনার লেখাও চাই।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি । সুকোমল ভাবনা l
ছাইরাছ হেলাল
ভালো থাকুন।
ইঞ্জা
সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;
যাস্ট অনবদ্য, মন্ত্রমুগ্ধ হলাম ভাইজান।
ছাইরাছ হেলাল
ভাই, ধন্যবাদ দিলাম এক গুচ্ছ।
ইঞ্জা
আমিও শুভেচ্ছা দিলাম এক গুচ্ছ। 😊
ছাইরাছ হেলাল
ইস্সিরে! কাটাকাটি করে ফেললেন!
আপনি না ভাই লাগেন!
হালিম নজরুল
সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
হু, আজকের লেখাটা পড়ে শান্তি পাচ্ছি। এবার মনে হচ্ছে, ইয়েস! এটা মহারাজই লিখেছেন।
এটা একটি অভিমত। লেখার কমেন্ট নিয়ে পরে আসছি। কারণ কমেন্টটা টাইপ করতে এক্টু সময় লাগবে। আমি এখনো কপি করা শিখিনি 🙁
ছাইরাছ হেলাল
শান্তি এবং শান্তি।
অপেক্ষা করতেই আছি।
কপি-পেস্টের বিদ্যাটুকু আপনার না হলেও চলবে।
মন দিয়ে টাইপ করবেন প্লিজ।
সুপায়ন বড়ুয়া
নিষ্পাপ ভ্রমণ-সকালে
আলো-আঁধারি এখন-ও বাঁধা পরস্পরে,
বসন্তের এক বিলাসী সকালে;
ভালো লাগলো।
আপনার ও বসন্তের এক বিলাসী সকালটা শুভ হোক।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভকামনা।
ভাল থাকবেন ভাই।
কামাল উদ্দিন
চাঁদ যখন নিজেকে মেলে ধরে তখন কিন্তু সিঁধ কাটা চোরের ভিত্রে ঢুকার উপযুক্ত সময় না। অমাবস্যায় ঠিক মানিয়ে যেতো। বাড়ির পাশে সম্ভবত জঙ্গল টাইপের ছিলো, তাই তো দেখি চোরের গায়ে এ্যডোমাস।
(কবিতা আমি যেমন বুঝিনা, তেমনি আমার মন্তব্য বুঝার ব্যর্থ চেষ্টা কাউকে না করার অনুরোধের ইমো হবে।)
ছাইরাছ হেলাল
“দয়াপরবশ-চাঁদ (ভান)একটু মেলে ধরেছে নিজেকে
খুউব অনিচ্ছুক ভাব নিয়ে,”
ইহা কিন্তু অমাবস্যা-ই।
আর চোরদের গায়ে তেল-মাখা থাকে, ধরলে যেন ছুটে যেতে পারে!
কবিতা বুঝতে হবে না, কিন্তু মন্তব্য ঠিক বুঝে নেব, সে আপনি ভাববেন না, তাতে আপনি যা-ই লিখেন না কেন!
কামাল উদ্দিন
তাহলে এবার যা-তা মন্তব্য আমি করে যেতেই পারি, বুঝতে যেহেতু কোন সমস্যা নেই 😀
ছাইরাছ হেলাল
ট্রাই করেই দেখুন না! এখানে এবার থেকে।
জিসান শা ইকরাম
চাঁদ তো পুরাই মেলে ধরেছে নিজেকে,
ছাইরাছ হেলাল
নাহ্,
চাঁদ এখানে অমাবস্যা হয়ে আছে।
আলমগীর সরকার লিটন
বসন্তী শুভেচ্ছা রইল
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
প্রদীপ চক্রবর্তী
বেশ দারুণ ভাবনা দাদা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সৈকত দে
অনবদ্য লেখা..চমৎকার
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।