এক নিষ্পাপ ভ্রমণ-সকাল

ছাইরাছ হেলাল ৬ মার্চ ২০২০, শুক্রবার, ০৭:০৩:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

দয়াপরবশ-চাঁদ (ভান)একটু মেলে ধরেছে নিজেকে
খুউব অনিচ্ছুক ভাব নিয়ে,

সিঁধ কাটা চোর ভিত্রে ঢুকবে কী ঢুকবে না
বা কতটা ঢুকলে পৌঁছে যাবে সুখের ঠিকানায়;
নিরোধক-জেল উপছে পড়ছে গা থেকে,
তবুও দ্বিধা থেকেই যাচ্ছে!

সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;

নিষ্পাপ ভ্রমণ-সকালে
আলো-আঁধারি এখন-ও বাঁধা পরস্পরে,
বসন্তের এক বিলাসী সকালে;

ছবিঃ নেট থেকে।

৫৪৩জন ৪০৭জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ