
স্বপ্ন ছিলো,
প্রতিদিনের একটি প্রহর শুধু তোমায় দিবো,
ফাগুনের কোন এক সন্ধ্যা চুরি করবো
এই বসন্ত-বেলায়।
হাতে-হাত রেখে বসবো কোনো এক নির্জনে,
অগোছালো কথাগুলো গুছিয়ে নিবো
ঐটুকুন অবসরে,
স্বপ্ন সফল হবার বাসনায়,
মেপে দেখিনি কতটা দুরত্বে ছিলে তুমি,
একজোড়া চোখ, একটা ঘোর লাগা মন
বাঁধা পড়ে গেলো বেঁধে দেয়া স্বপ্নে!
আজ ভীষণ ইচ্ছে করছে,
পরন্ত এই ফাগুন-বিকেলে স্বপ্নচুঁড়া ছোঁয়ার হাত রাখি
তোমার ঘুমন্ত কপালে;
ইচ্ছে করে ঠিক এই সময়ে
মেনে চলা সব নিষেধ ভুলে,
তোমার বুকের রাজপথে এঁকে দিই ভালোবাসার মানচিত্র….
★ পরন্ত বিকেলের অ-কবিতা 🙂
৩৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
“স্বপ্ন সফল হবার বাসনায়,
মেপে দেখিনি কতটা দুরত্বে ছিলে তুমি,
একজোড়া চোখ, একটা ঘোর লাগা মন
বাঁধা পড়ে গেলো বেঁধে দেয়া স্বপ্নে!” স্বপ্ন সত্যি হলে সব এলোমেলো হয়ে যায়। খুব সুন্দর হয়েছে অ-কবিতা। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্টের জন্যে 🙂
শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
আসতাছি, পরে। ভালো করে পড়ে সুন্দর কিছু বলবো 😊
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, এসো 🙂
সুপায়ন বড়ুয়া
“ইচ্ছে করে ঠিক এই সময়ে
মেনে চলা সব নিষেধ ভুলে,
তোমার বুকের রাজপথে এঁকে দিই ভালোবাসার মানচিত্র….”
পরন্ত বিকেলের অ-কবিতায়
ফাগুনের বিকেল বেলায়
সপ্ন গুলো যাতে সফল হয়
শুভ কামনায়।
সাবিনা ইয়াসমিন
আপনার শুভাকাঙ্ক্ষা পৌঁছে যাক সৃষ্টিকর্তার দরবারে। অনেক ধন্যবাদ দাদা 🌹🌹
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই,
শুভ কামনা 🌹🌹
ইসিয়াক
ইচ্ছে করে ঠিক এই সময়ে
মেনে চলা সব নিষেধ ভুলে,
তোমার বুকের রাজপথে এঁকে দিই ভালোবাসার মানচিত্র….
ইচ্ছেগুলো পূরণ হোক । কবিতায় ভালো ।শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ইসিয়াক ভাই,
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
“বুকের রাজপথে এঁকে দিই ভালোবাসার মানচিত্র” জটিল বলেছেন আপু…..ভালোবাসার মানচিত্র বুকেই মানায় বেশী।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ঠিক তাই! শুনেছি হৃদয়/মন/ হার্ট সব বুকের খাঁচায় আবদ্ধ থাকে। আর ভালোবাসাও সব নাকি বুকেই থাকে। এই জন্যেই মানচিত্র আঁকার প্রোগ্রামটা বুকের রাজপথেই রেখেছি 😊😊
অবিরত শুভ কামনা রইলো 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ফাল্গুনের পড়ন্ত বিকেলবেলায় অ-কবিতারা বসন্তের মরসুমতায় ছোঁয়ে পড়ুক।
বেশ ভালো অ- কবিতা দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রদীপ।
নতুন লেখা শুরু করো শিগগির।
ভালো থেকো,
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ফাগুনের দিনে ফাগুনকে নিয়ে স্বপ্ন ইচ্ছে পুরন হোক।
ইচ্ছে পুরন দেশে বসবাস হোক সমস্ত স্বপ্ন দেখা মানুষের।
পরন্ত বিকেলের অ- কবিতা একটু বেশিই ভাল লেগেছে।
সাবিনা ইয়াসমিন
সবার স্বপ্ন-ইচ্ছে পূর্ণতা পাক, স্বপ্নে বসতকারীরা আরও স্বপ্ন দেখুক জেগে/ না-জেগে।
সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ।
ভালো লাগাটা অ-কবিতার সার্টিফিকেট হয়ে থাকুক।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
নিষেধ ভুললেই প্রেমের আসল রূপ খোলে। ভুলে যান সব, ইচ্ছেরা পূর্ণতা পাক।
সাবিনা ইয়াসমিন
সুন্দর অশেষ ধন্যবাদ 🙂
সব ইচ্ছে পূর্ণ হয়ে গেলে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। কিছু ইচ্ছে বেঁচে থাকুক অপূর্ণতা নিয়ে।
শুভ কামনা ❤❤
ইঞ্জা
স্বপ্ন সফল হবার বাসনায়,
মেপে দেখিনি কতটা দুরত্বে ছিলে তুমি,
একজোড়া চোখ, একটা ঘোর লাগা মন
বাঁধা পড়ে গেলো বেঁধে দেয়া স্বপ্নে!
আজ ভীষণ ইচ্ছে করছে,
পরন্ত এই ফাগুন-বিকেলে স্বপ্নচুঁড়া ছোঁয়ার হাত রাখি
তোমার ঘুমন্ত কপালে;
হেরিলাম মন, আপু। 🎭
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
শুভেচ্ছা প্রিয় আপু
মহানন্দ
অপূর্ব
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক প্রেমময় কাব্যিক অনেক অনুপ্রাণিত
অনেক শুভেচ্ছা রইল কবি আপু———–
সাবিনা ইয়াসমিন
আমি কবি নই লিটন ভাই। অ-কবিতা লিখি 🙂
সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ।
শুভ কামনা রইলো 🌹🌹
আতা স্বপন
অ কবিতা ভালো হয়েছে
অ কবি বোনটি
কবি কবি মনে কেনো
কবি না হওয়ার ছবি?
সাবিনা ইয়াসমিন
কবিতা লেখা আমার কাছে পর্বত ডিঙিয়ে যাওয়ার মতই কঠিন কিছু স্বপন ভাই। তাই অ-কবিতা লিখে সুখ পাই।
অনেক ধন্যবাদ আর শুভ কামনা আপনার জন্যে 🌹🌹
ছাইরাছ হেলাল
নিষ্পাপ ভ্রমণ-সকালে
আলো-আঁধারি এখন-ও বাঁধা পরস্পরে,
বসন্ত-বিলাসে……………………………
সাবিনা ইয়াসমিন
এতো ভোরে ঘুরতে গেলে আলো-আধারী আসবেই। বসন্ত দিনে বিকেল বেলায় ঘুরতে যেতে হয়। মহারাজ, আপনি বিকেলে ঘোরাঘুরি আরম্ভ করুন 🙂
বন্যা লিপি
স্বপ্ন সফল হবার বাসনায়,
মেপে দেখিনি কতটা দুরত্বে ছিলে তুমি,
একজোড়া চোখ, একটা ঘোর লাগা মন
বাঁধা পড়ে গেলো বেঁধে দেয়া স্বপ্নে!
এই ঘোরলাগা ক্ষন থাকুক ভরে সর্বক্ষনের তরে। ফাগুন কভু না যায় ফিরে এমন বসন্ত দিনে। অ-কবিতায় লাগুক শত কৃষ্ণচুড়ার হাওয়া। ওতেই আছে নিমগ্ন যত তোমার ভালবাসা। ভালবাসা সখী💕💕💕
সাবিনা ইয়াসমিন
ফাগুন শুধু বসন্তেই যাওয়া আসা করে। বাকি দশ মাস লুকিয়ে থাকে অন্ধকারে। তবুও তাকে নিয়েই লিখি। ভালবাসার অপর নাম ছ্যাঁচরামি। সারা জীবন ছ্যাঁচড়া হওয়ার আশির্বাদ দিলে!?
সৈকত দে
আজ ভীষণ ইচ্ছে করছে,
পরন্ত এই ফাগুন-বিকেলে স্বপ্নচুঁড়া ছোঁয়ার হাত রাখি
তোমার ঘুমন্ত কপালে;
অসাধারণ হয়েছে 🌹🌹
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ,
শুভ কামনা রইলো 🌹🌹
ত্রিস্তান
আহা স্বপ্ন !!! রাজকীয় স্বপ্ন বিলাস।
তারপর সহস্র বিনিদ্র রাতের নিকষ কালো অন্ধকারে-
তারা গুণে গুণে আসে আরো একটি ঘোর লাগা ভোর,
জাগে চোরাবালির চর; স্বপ্নের ভরা তটিনী’তে,
তবুও আসেনা ফিরে –
ডালিয়ার পাপড়িতে ভর করা বিমোহিত বাসন্তী বিকেল।
বুকের ছাতু ফেটে ঝরে পড়ে রক্তাক্ত ক্ষত বিক্ষত হৃদপিণ্ড,
শিরা উপশিরায় শিহরণ খেলে যায় –
কোন এক অদৃশ্য আলিঙ্গনে,
আমার পরাভূত মন মেতে ওঠে অকুণ্ঠ প্রণয়- অবগাহনে
ধূসর দিগন্তে ঘেরা প্রসস্ত সে বুকের উঠোনে।।
সাবিনা ইয়াসমিন
উঠনে চির ধরে যায় অযত্ন-অবহেলায়,
চৌঁচির ক্ষত নিয়ে হেসে উঠে এক বীভৎস আল্পনা,
অনাস্বাদিত প্রেমের করুণায় নাম হয়েছিলো যার
ভালোবাসার মানচিত্র!
শুভ কামনা, 🌹🌹
সুরাইয়া পারভীন
ইচ্ছে করে ঠিক এই সময়ে
মেনে চলা সব নিষেধ ভুলে,
তোমার বুকের রাজপথে এঁকে দিই ভালোবাসার মানচিত্র।
ইচ্ছেরা পেয়ে তাকে ডানা
পূর্ণতা পাক, উড়ুক ইচ্ছে মতো
আপনার কবিতা গুলো সত্যিই অসম্ভব সুন্দর হয়
তবুও কেনো যে নাম দেন অ-কবিতা?
চমৎকার লিখেছেন আপু 💜💜
সাবিনা ইয়াসমিন
আপনার / আপনাদের মতো কবির কাতারে দাঁড়াতে পারছি কই! আমার বুঝি ভয়-ডর নেই?
তাই একটু ফারাকে নিজের একটা ইট রেখে দেয়া, শত সহস্র কবিতার ভীড়ে, সেরা কবিদের মাঝ থেকে অ-কবিতা গুলোও যেন পঠিত হয় 😀😀
দেরিতে এসেও সুন্দর মতামত দেয়ায় খুশি হলাম। নিজেও আরেকবার ফাগুনের বিকেল বেলা পড়ার সুযোগ পেয়েছি।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹