ফাগুনের বিকেলবেলা

সাবিনা ইয়াসমিন ৩ মার্চ ২০২০, মঙ্গলবার, ০৫:১৬:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য

স্বপ্ন ছিলো,
প্রতিদিনের একটি প্রহর শুধু তোমায় দিবো,
ফাগুনের কোন এক সন্ধ্যা চুরি করবো
এই বসন্ত-বেলায়।

হাতে-হাত রেখে বসবো কোনো এক নির্জনে,
অগোছালো কথাগুলো গুছিয়ে নিবো
ঐটুকুন অবসরে,

স্বপ্ন সফল হবার বাসনায়,
মেপে দেখিনি কতটা দুরত্বে ছিলে তুমি,
একজোড়া চোখ, একটা ঘোর লাগা মন
বাঁধা পড়ে গেলো বেঁধে দেয়া স্বপ্নে!

আজ ভীষণ ইচ্ছে করছে,
পরন্ত এই ফাগুন-বিকেলে স্বপ্নচুঁড়া ছোঁয়ার হাত রাখি
তোমার ঘুমন্ত কপালে;

ইচ্ছে করে ঠিক এই সময়ে
মেনে চলা সব নিষেধ ভুলে,
তোমার বুকের রাজপথে এঁকে দিই ভালোবাসার মানচিত্র….

★ পরন্ত বিকেলের অ-কবিতা 🙂

২১৭৭জন ১৭১২জন

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ