যতদূরে গেলে দীর্ঘ ঊ-কারের অস্তিত্ব মুছে যায়,
ঠিক ততটাই দূরে গিয়ে বসে আছি। ফেরাতে চাও? বৃথা চেষ্টা।
ফিরতে চাও? সে চেষ্টাও বৃথাই জেনো।
ফুলের দিকে তাকিয়ে শিমুল গাছে হেলান দিয়ে দেখো, আঘাত পাবে।
শেকড়ের বিস্তারে দু’দণ্ড জিরিয়ে নিতে মন চাইলেও
অজস্র ভাবনার আক্রমণে হবে জর্জরিত
কেন এ মানবজন্ম?
আজন্ম বিষে হই কেন নীলকণ্ঠ?
কেন প্রেম বসন্তে, শুনি যদি বসন্তবিলাপ?
আরও অনেক প্রশ্ন আসবে, শেষ নেই।
শেষ নেই পথেরও।
খোলা আছে, খোলা থাকে কোনও না কোনওটা।
৩১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
যাক, লেখার কথা দিয়ে কথা রেখেছেন, ধন্যবাদ দিচ্ছি।
ছাইরাছ হেলাল
শুধু বিলাপ দিয়ে শেষ করবেন তা কিন্তু ভাবছি না।
হ্যা পথের শেষ নেই, কিন্তু বিলাপের শেষ আছে,
বসন্ত ধ্বনি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে।
রেহানা বীথি
না ভাইয়া, বিলাপ দূরে সরিয়ে রাখলাম, বসন্তকে স্বাগত জানাই।
সুপর্ণা ফাল্গুনী
প্রেম কি বসন্তেই হবে? গ্রীষ্ম, বর্ষা , শরৎ, হেমন্ত কি দোষ করলো ? জাতি জানতে চায়। সুন্দর হয়েছে কবিতা। শুভ বসন্ত
রেহানা বীথি
প্রেম কোনও ঋতু নেই আপু। মন চাইলেই ব্যস!
ভালো থাকবেন সবসময়।
দালান জাহান
সুন্দর বসন্ত ধ্বনিও বেদনার গান গায়। চমৎকার লিখেছেন কবি
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
বসিয়া নিরলে একান্ত গোপনে বিচিত্র সৃজন দেখিতে!
দারুণ ভাবনা দিদি।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
অনুপম,অতুলনীয়,
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
বসন্ত প্রেম ভালো লাগলো।
শুভ কামনা আপু।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যও।
সাবিনা ইয়াসমিন
সব ঋতুই ভালোবাসার। আলাপ-বিলাপ চলুক সব ঋতু জুড়েই, ভালোবাসাও।
শুভ কামনা রইলো 🌹🌹
রেহানা বীথি
চলুক। ভালো থাকবেন সবসময়।
কামাল উদ্দিন
দীর্ঘ ঊ কারের দূরত্ব আসলে কতটা? জীবনের প্রতিটা মূহুর্তকে উপভোগ করার চেষ্টা করলে হয়তো বিষে নীল হতে হয় না। পথের হয়তো শেষ নেই, দেখার তথা উপভোগ করার চোখ থাকলে সেই পথে পথে রয়েছে সার্বক্ষনিক বসন্ত…….শুভ কামনা জানবেন আপু।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যও ভাই।
কামাল উদ্দিন
শুভ সকাল
তৌহিদ
বসন্তবিলাপ পড়তে পড়তে আমি নিজেই ঊত্তরের দিগন্তে হারিয়ে গেলাম। বসন্ত আপনার জীবনে আসুক অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য আর ভালোলাগার অনুভূতি নিয়ে।
ভালো থাকবেন আপু।
রেহানা বীথি
আপনিও ভালো থাকবেন ভাই।
শুভকামনা।
সঞ্জয় মালাকার
দিদি বসন্ত আপনার জীবনে আসুক অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য আর ভালোলাগার অনুভূতি নিয়ে।
শুভ কামনা দিদি।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যও
হালিম নজরুল
ফুলের দিকে তাকিয়ে শিমুল গাছে হেলান দিয়ে দেখো, আঘাত পাবে।
—————–চমৎকার লাগলো।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
পথের শেষ নেই,
তবে বসন্তে বিলাপ কেনো?
শিমুল দেখার সাথে কাটা বিদ্ধের ভয় দেখান কেন?
কবিতা অনেক ভাল হয়েছে।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
বসন্ত বিলাপ ভালো লাগলো।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
নিরব সাগর
বসন্ত নিয়ে আপনার এতো বিষাদ কেন প্রিয় ।
রেহানা বীথি
বসন্তের হাওয়ায় হাওয়ায় বিষাদের ছড়াছড়ি। না চাইলেও উদাস হয় মন।
নিরব সাগর
সুন্দর উপস্থাপন