
হেমন্তের ঠোঁটে নিয়ে নবান্ন ঘ্রাণ
সৌরভ আমেজে মেতেছে কৃষাণ
পায়ে বেঁধে শিশিরেরা হলুদিয়া ঘাস
ধোঁয়ার কুয়াশায় এঁকেছে আকাশ ।
ম-ম গন্ধে আকুল সোনার ও ফুলে
ঢেঁকিচড়া রমনীরা মেতেছে তালে
প্রেম আর পিঠাপুলি কৃষাণও পাড়া
বাতায়নে শিরশির শীতেরও নাড়া।
উৎসবে আনন্দে মধুর উচ্ছ্বাসে
গাঁয়ের ঘরে ঘরে কাস্তেরা হাসে
রাতভর দাবা-দৌড় ধানের উঠোনে
চাঁদ মামা চুপচাপ জোছনা বনে ।
কোমল রোদ্রে বাজে মাড়াইয়ের ধ্বনি
খেজুরের হাড়ি ভেঙে রবি কাকু শনি
কিশোরেরা গোল্লাছুট দমে ফাঁকা মাঠ
অঘ্রাণে-পৌষে আলো-ছায়া পাঠ ।
৮টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
সুপর্ণা ফাল্গুনী
অনেক ভালো লেগেছে। ভালো থাকুন শুভকামনা রইলো ।
তৌহিদ
এই লেখাটি ৩০ তারিখ রাত ১১.৪৫ মিনিটে প্রকাশ করলেও সোনেলার পৌষ সংক্রান্তি উৎসব প্রতিযোগীতায় জায়গা করে নিত ভাই। ঐদিনই লেখা দেবার শেষ সময় ছিলো।
শুভকামনা রইলো।
আরজু মুক্তা
ভালো লাগলো।
রেহানা বীথি
খুব ভালো লাগলো কবিতা।
মনির হোসেন মমি
অসাধারণ কবিতা।
এস.জেড বাবু
প্রেম আর পিঠাপুলি কৃষাণও পাড়া
বাতায়নে শিরশির শীতেরও নাড়া।
চমৎকার লিখেছেন
শুভকামনা
সঞ্জয় মালাকার
চমৎকার লিখনী, ভালো লাগলো খুব, আপনার জন্য শুভ কামনা।