
কোন এক বাসন্তী বিকেলে –
যদি দেখ কভু ডানা ঝাপটে উড়ে যায় উদ্বাস্তু গাঙচিল-
তোমার শহরে,
তুমি ঝরা বকুলের ছিন্ন পাপড়িতে মালা গেঁথে রেখো,
আর পৌষের কাছ থেকে চেয়ে নিও এক বিন্দু শিশিরের জল
আমি তৃষিত চাতক হয়ে খুঁজে নেবো প্রিয়া
তোমার আঁখির কোণে জমে থাকা নিদারুণ বারিধি বাদল।।
বাতায়ন খুলে যদি দেখ কভু ছুটে এসে দখিনা পবন
ছুঁয়ে দিতে চায় তব এলোকেশ রাশি-
ভরা জোছনায়, কোন পূর্ণিমা রাতে তুমি –
উপহার দিও তারে একচিলতে হাসি।।
ওখানে আমিও আছি তোমার শহর জুড়ে;
নিঃশ্বাসে আজ আমার বিদীর্ণ গগন,
আঁচল বিছিয়ে রেখো যে পথে আসবো আমি
ভাবছি অবাক হয়ে –
কেনই বা এতোখানি পুলকিত মন।।
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বেহাগ-বসন্তে উপচে/উছলে পরা বিরহ কাতরতা (কবিতার)
আমাদের ও ছুঁয়ে যাচ্ছে, তবে উড়নি-ছোয়া দক্ষিণা বাতাস হৃদয়ে
নাচন জানান দিচ্ছে।
ত্রিস্তান
অনেক ধন্যবাদ দাদাভাই 😍
ফয়জুল মহী
অনন্য লিখনী।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
বসন্ত আসতে না আসতেই বসন্ত ভাবনা শুরু হয়ে গেছে। সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো আপনার জন্য
ত্রিস্তান
হা হা হা আপু যে কি বলেন না। ভালো থাকবেন সবসময় 😍
সুপায়ন বড়ুয়া
“আমি তৃষিত চাতক হয়ে খুঁজে নেবো প্রিয়া
তোমার আঁখির কোণে জমে থাকা নিদারুণ বারিধি বাদল।।”
এক কথায় অসাধারণ। শুভ কামনা।
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
সঞ্জয় মালাকার
“আমি তৃষিত চাতক হয়ে খুঁজে নেবো প্রিয়া
তোমার আঁখির কোণে জমে থাকা নিদারুণ বারিধি বাদল।।”
চমৎকার লেখা ভালো লাগলো খুব।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
এস.জেড বাবু
বাতায়ন খুলে যদি দেখ কভু ছুটে এসে দখিনা পবন
ছুঁয়ে দিতে চায় তব এলোকেশ রাশি-
ভরা জোছনায়, কোন পূর্ণিমা রাতে তুমি –
উপহার দিও তারে একচিলতে হাসি।।
কি মিষ্টি !!
মধুরতম স্বাধের কবিতা-
মুগ্ধ
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই 😍
রেহানা বীথি
কেনই বা এতোখানি পুলকিত মন! ভীষণ মিষ্টি।
অপূর্ব লিখেছেন।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা আপু ❤️
অন্বেষা চৌধুরী
প্রেমেই বিরহ
বিরহের প্রেম
প্রেমিকের ইচ্ছে হোক পূরণ
প্রেমিকা আঁচল বিছিয়ে অপেক্ষায় থাকুক
তার প্রিয়জনের জন্য
চমৎকার লিখেছেন
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা । ভালো থাকবেন সবসময় 😍
পর্তুলিকা
সুন্দর কবিতা। পড়তে ভালো লাগলো।
ত্রিস্তান
অনেক ধন্যবাদ দাদাভাই 😍
পর্তুলিকা
আমি দাদাভাই না। আপনি চাইলে আমায় দিদিবন্ধু ডাকতে পারেন।
মোহাম্মদ দিদার
এ এক অনন্য সৃজন।
বেশ মুগ্ধ হলা।।
ত্রিস্তান
আন্তরিক ধন্যবাদ দাদাভাই 😍
মোহাম্মদ দিদার
বেশ মুগ্দ হলাম
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ 😍