
করোনা ভাইরাস (Coronavirus) নামে প্রাণঘাতী এক ভাইরাস ছড়িয়ে পড়ছে চীন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন নেই, কোন নির্দিষ্ট চিকিৎসা নেই। চেনা উপসর্গের আড়ালে ঘাপটি মেরে থাকছে এই ভাইরাস। চীনের ইউনান প্রদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ পরিলক্ষিত হয় যা এখন আতঙ্ক ছড়াচ্ছে কানাডা, জাপান, তাইওয়ান, সৌদিআরব, আমেরিকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, নেপালসহ উপমহাদেশীয় অঞ্চলের দেশগুলোতে।
করোনা ভাইরাস কি?
এটি একটি নোভেল করোনা প্রকৃতির ভাইরাস। সার্চ ভাইরাসের মত দ্রুত সংক্রামিত হয় করোনা ভাইরাস। পশুপাখি এবং গবাদি পশুর শরীরে মিলে করোনা ভাইরাস যার থেকে সরাসরি মানবদেহে প্রবেশ করতে পারে। এ ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরেও প্রবেশের ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে অন্য মানুষ।
করোনা ভাইরাসের উপসর্গ ও লক্ষণ –
করোনা ভাইরাসের উপসর্গ নিউমোনিয়ার মতই। কিন্তু করোনা ভাইরাস আক্রমণ অনেক তীর্যক এবং ভয়াবহ। নিউমোনিয়ার মতো উপসর্গ বলে একে নিউমোনিয়া ভেবে ভুল করলেই বিপদ।
হাঁচি এবং কাশির মাধ্যমেই মূলত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে চারপাশে। সাধারণ উপসর্গ ও লক্ষণগুলির মধ্যে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, পাকস্থলীর সংক্রমণ প্রভৃতি এবং তীব্রতর উপসর্গগুলো হচ্ছে- নিউমোনিয়া, কিডনির কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া, ফুসফুসের মারাত্মক সংক্রমণ এবং পরিশেষে আক্রান্ত ব্যক্তির মৃত্যু।
চিকিৎসা-
করোনার কোন ভ্যাকসিন নেই, নির্দিষ্ট কোন চিকিৎসাও নেই। তবে করোনা ভাইরাস নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলেই চিকিৎসকগণ বলছেন। কারণ এই ভাইরাস আগেও ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এখনো করোনা নিয়ে গবেষণা করছে। তবে উপসর্গ দেখা দিলে প্রথম অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে করোনার দ্রুত চিকিৎসা সম্ভব।
করনীয় –
★ ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন।
★ গণপরিবহন যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন।
★ তরল জাতীয় পানীয় (ফলের রস এবং পর্যাপ্ত পানি) বেশি বেশি পান করুন।
★ ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
★ ডিম, মাংস প্রভৃতি খাবার ভালো করে সেদ্ধ করুন।
★ পরনের ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। ঘরস্থালী এবং কাজের জায়গা পরিস্কার রাখুন।
★ গৃহপালিত পশুপাখি মাস্ক এবং গ্লাবস পরে নাড়াচাড়া করুন।
★ অপ্রয়োজনে জানালা দরজা খুলে রাখবেননা।
★ সদা সতর্ক থাকুন, প্রয়োজনে অতিসত্বর ডাক্তারের শরণাপন্ন হোন।
বর্তমানে করোনার এরকম পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বিদেশ ফেরত যাত্রী বিশেষকরে চীন ফেরত যাত্রীদের জন্য বিশেষ সর্তকতা জারি করেছে। ভারতসহ সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড,কানাডা, জাপান, সিঙ্গাপুর, নেপাল প্রভৃতি দেশেও করোনার প্রভাব বিস্তার করছে। তাই দেশের সীমান্তের প্রবেশদ্বারগুলোকে সতর্কাবস্থানে এবং বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
চীনে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আজ পর্যন্ত এই ভাইরাসে ১৩ টি দেশে আক্রান্ত হয়েছে ২০০০ এর অধিক এবং চীনে মৃত্যুবরণ করেছে ৫৬ জন মানুষ। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিজেদের সতর্ক অবস্থানের জন্য চীনে অনেক বাংলাদেশি এবং বিদেশি পর্যটক নিজেদেরকে ঘরে অবরুদ্ধ করে রেখেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা- চীন থেকে অন্যান্য দেশে দ্রুতই ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। তবে তারা এখনই করোনা ভাইরাসের আক্রমণকে মহামারী বলতে নারাজ। তাই পাঠকদের অনুরোধ বিদেশ ভ্রমণে বিশেষ করে চীন, মালয়েশিয়া থাইল্যান্ড, নেপাল, ভারত, সিঙ্গাপুর,কানাডা, সোদিআরব, তাইওয়ান, জাপান প্রভৃতি দেশ ভ্রমণে থাকুন। সবার দিন ভাল কাটুক এটাই কাম্য।
৪১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
“করোনার কোন ভ্যাকসিন নেই, নির্দিষ্ট কোন চিকিৎসাও নেই। তবে করোনা ভাইরাস নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলেই চিকিৎসকগণ বলছেন।”
অতএব আমাদের কুন চিন্তা নেই, শীত খাই! বসন্ত গাই!
তৌহিদ
ভয়ভীতি না ছড়ানোর জন্য তারা এধরনের পজিটিভ কথা বলেন ভাই। তবে সতর্কতা অবশ্যই জরুরী।
সকালের চা খেয়েছেন মহারাজ?
ছাইরাছ হেলাল
এইডা আম্নের সকাল!
প্রথম মন্তব্য দিলাম, ধন্যবাদ দিন আগে, পরে অন্য আলাপ!
তৌহিদ
ইয়েস ইয়স, প্রত্তম প্রত্তম। আপনি ফাস্টো হইসেন মহারাজ। এক আজলা ধন্যবাদ দিলাম 🌹
ত্রিস্তান
এক বস্তা ধন্যবাদ জনাব মহারাজ😄
ছাইরাছ হেলাল
কী আকালের কালে আইয়া পড়লাম!
বলে কয়ে ধন্যবাদ নিতে হয়।
তাও ভাল, ভাইরাস নিরোধী বাদুড়ের সুপ কেউ খেতে বলেনি ভালুবেসে!
সুপর্ণা ফাল্গুনী
সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। ভাইরাসজনিত রোগের কারনে মৃত্যু খুব আতঙ্ক ছড়ায়। সাবধানতা অবলম্বন করা ই উত্তম । সবাই ভালো থাকুক।
তৌহিদ
জ্বী আপু, সবারই সচেতনতা এবং সতর্কতা জরুরী! আর পাঠকদের জন্য সোনেলা ব্লগ একধাপ এগিয়ে থাকে সবসময়।
ভালো থাকবেন আপু।
মোঃ মিজানুর রহমান সুমন
গুরুত্বপূর্ন পোষ্ট….
ধন্যবাদ
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
সুপায়ন বড়ুয়া
সমসাময়িক বিষয় নিয়ে
সচেতন মূলক লেখা ভালই হলো।
শুভ কামনা।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা দাদাভাই।
ইসিয়াক
জনসচেতনতা ও গুরুত্বপূর্ন পোষ্টের জন্য ।
শুভকামনা ভাইয়া ।
ভালো থাকুন সবসময়।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
ত্রিস্তান
শ্রমজীবী মানুষের উপার্জনের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে রাষ্ট্রীয় কোষাগার সম্বৃদ্ধ হয়। আর সরকারের এক শ্রেণীর বিলেত প্রেমী পুকুর খননের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোটি টাকা খরচ করে বিশাল বহরে বিলেত গমন করেন। আমার পরামর্শ হলো শেয়ার বাজারের দরবেশ বাবাকে প্রধান করে সকল ঋণখেলাপি ও বিদেশে রেমিট্যান্স পাচারকারীকে চীনের ইউনান প্রদেশের করোনা ভাইরাস পরিস্থিতি পরিদর্শনে পাঠানো হোক।
তৌহিদ
এখন ভয়ে কেউ আর যেতে চাইছেনা। ☺
শবনম মোস্তারী
অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট..
অনেক কিছুই জানলাম….
ধন্যবাদ আপনাকে..
তৌহিদ
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয়। ভালো থাকবেন।
মনির হোসেন মমি
সমসাময়িক গুরুত্বপূর্ণ পোষ্ট।আগেই সতর্ক হওয়া উচিত।
তৌহিদ
জ্বী ভাই, ঠিক বলেছেন। ধন্যবাদ।
ফয়জুল মহী
সচতেন হই। অন্যকে সচেতন করি। পরিষ্কার থাকা ভালো।
তৌহিদ
হ্যা ভাই, সতর্ক করাই এই লেখার উদ্দেশ্য। ভালো থাকবেন ভাই।
আরজু মুক্তা
সমসাময়িক পোস্ট এবং তথ্যপূর্ণ।
সচেতন হলাম। অনেক কিছু জানলাম।
তৌহিদ
ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
এস.জেড বাবু
অতি গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত তথ্যের জন্য ধন্যবাদ।
সাবধানতা অনেকাংশেই এই জীবানু থেকে দুরে রাখবে মনে হচ্ছে।
তৌহিদ
জ্বী ভাই আমাদের সচেতনতা অনেক জরুরী। ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
ধন্যবাদ তৌহিদ ভাই, সময়োপযোগী পোষ্ট। যেভাবে দ্রুত এটা ছড়াচ্ছে এটা সত্যিই খুব ভয়ের ব্যাপার।
তৌহিদ
জ্বী ভাই, আজ পর্যন্ত ৮৬ জন মারা গিয়েছে। আক্রান্ত হয়েছে ৩০০০ এর অধিক। সবার জন্য সচেতনতা জরুরী।
ইঞ্জা
হায় হায়, আপনি লিখে ফেললেন, আমি শুরু করতে গিয়ে দেখি আপনার লেখা পোস্ট দিয়েছেন, এনিওয়ে খুব ভালো করেছেন চাই, ধন্যবাদ।
তৌহিদ
আহা! আগে জানলে দিতামনা ভাই। দিন আপনিও দিন ভাই।
ইঞ্জা
আমার যা দেওয়ার তা আপনি এবং মমি ভাই দিয়েছেন, আর দরকার হলে পরে দেবো ভাই।
ধন্যবাদ। 😊
সুরাইয়া পারভীন
আজই প্রথম এই করোনা ভাইরাস সম্পর্কে জানলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
নিতাই বাবু
বর্তমানে সারাবিশ্ব বলছে, চীনের পক্ষে এই মরণঘাতী ভাইরাস মোকাবিলা করা সম্ভব নয়! এই মরণঘাতী ভাইরাস মোকাবিলা করতে হলে সারাবিশ্ব একত্রিত হয়ে মোকাবিলা করতে হবে। এমতাবস্থায় আমি মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করছি অন্তত মহান সৃষ্টিকর্তা যেন এই মরণঘাতী করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করে।
আপনার পোস্ট থেকে ভাইরাস করোনা সম্পর্কে অনেককিছু জানতে পারলাম দাদা। শুভকামনা থাকলো।
তৌহিদ
আমরা সবাই প্রার্থণা করছি দাদা। সবার সচেতনতা জরুরী।
মাহবুবুল আলম
লেখাটি পড়ে করোনা ভাইরাস সন্মন্ধে অনেক কিছুই জানতে পারলাম।
জনসচেতনতামূলত লেখাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তৌহিদ ভাই!
তৌহিদ
পাঠকের উপকার হলেই লেখাটি স্বার্থক ভাই। ভালো থাকবেন সবসময়।
রুমন আশরাফ
সময়োপযোগী পোস্ট। অনেক ধন্যবাদ ভাইয়া।
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
রেহানা বীথি
চমৎকার সচেতনতামূলক পোস্ট ভাই। সতর্ক থাকতে হবে সবাইকে।
তৌহিদ
জ্বী আপু। আর আপনারা কিন্তু বর্ডার লাইনে থাকেন। সবাই সতর্ক থাকবেন।